Thursday, December 25, 2025

কী হবে কলকাতার ট্রামের ভবিষ্যৎ, বড় সিদ্ধান্ত সরকারের

Date:

Share post:

কলকাতার (Kolkata) ঐতিহ্য আর আবেগের সঙ্গে জড়িয়ে আছে ট্রাম। ১৮৭৩ সালে আর্মেনিয়া ঘাট থেকে শিয়ালদহ পর্যন্ত ভারতীয় উপমহাদেশের প্রথম ট্রাম চালু হয়। এই যাত্রা পথের দৈর্ঘ্য ছিল প্রায় ৩.৯ কিলোমিটার। কিন্তু যাত্রীর অভাবে এই পরিষেবা বন্ধ হয়ে যায়। এরপর ক্যালকাটা ট্রামওয়েজ কোম্পানি নামে একটি লন্ডন ভিত্তিক কোম্পানি কলকাতায় ট্রাম পরিষেবা (Tram Service in Kolkata) শুরু করে। দেখতে দেখতে প্রায় ১৫০ বছর কেটে গেল। এবার কি ট্রামের সফর শেষ হতে চলেছে? বেশ কিছুদিন ধরেই এই চিন্তা ঘুরপাক খাচ্ছিল কলকাতা তথা রাজ্যবাসীর মনে। এবার জল্পনার অবসান ঘটাল রাজ্য সরকার (Government of West Bengal)। কলকাতা থেকে ট্রাম তুলে দেওয়ার কোনও পরিকল্পনা আপাতত রাজ্য সরকারের নেই, স্পষ্ট ভাবে জানালেন রাজ্যের নগরোন্নয়ন মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)।

মঙ্গলবার অধিবেশনের শেষে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় ট্রাম নিয়ে রাজ্য সরকারের পরিকল্পনার কথা জানতে চান। তিনি বলেন ট্রাম কলকাতার ঐতিহ্য, আবেগের সঙ্গে জড়িত। সাম্প্রতিককালে জানা যাচ্ছে সরকার ট্রাম বন্ধ করে দেওয়ার কথা ভাবছে। অন্তত কয়েকটি রুটে যাতে ট্রাম চালানো যায় সে ব্যাপারে অধ্যক্ষ সরকারের কাছে আবেদন জানান। অধ্যক্ষকে আশ্বস্ত করে, মেয়র ফিরহাদ হাকিম বলেন, মেট্রো রেলের কাজ ও অন্য কিছু কারণে কয়েকটি রুটে ট্রাম চলাচল বন্ধ করা হয়েছে। যে রুটগুলিতে ট্রাম চলছে, সেগুলি বন্ধ হচ্ছে না। ট্রাম বন্ধ করার কোনও অভিপ্রায়ও সরকারের নেই। কোনও সরকারি বিজ্ঞপ্তিও নেই এ বিষয়ে। যে সব লাইনে সমস্যা আছে সেগুলি মেরামত করা হচ্ছে। সরকার বিষয়টি দেখছে। পরিবহন দফতর সূত্রে খবর আগে শহর কলকাতায় ৪১টি রুটে ৭৬ কিলোমিটার জুড়ে ট্রাম পরিষেবা পাওয়া যেত। তবে এখন তা কমে মাত্র দু’টি রুটে প্রায় ১৪ কিলোমিটার জুড়ে ট্রাম চলাচল করে। ঐতিহ্য ধরে রাখতে সরকার আগামী দিনে চারটি রুটে ট্রাম চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে।

 

spot_img

Related articles

সময়ের দেরিতেই বাঁধা প্রেমের গল্প-২৫ দিনের মাইলস্টোন ছুঁয়ে হলে ‘দেরি হয়ে গেছে’

সুদীপ্ত বন্দ্যোপাধ্যায় নস্টালজিয়া, আবেগ আর রহস্যের মিশেলে দর্শকদের মন জয় করে প্রেক্ষাগৃহে টানা ২৫ দিনের বেশি সময় ধরে সফলভাবে...

নতুন তিন বিমান সংস্থা: ইন্ডিগোর একচেটিয়া দখল ভাঙছে দেশের আকাশে 

দেশের আকাশপথে একচেটিয়া দখল ভাঙতে যাচ্ছে। ইন্ডিগোর বিমান বাতিল ও যাত্রী অসুবিধার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার নতুন তিনটি সংস্থাকে...

ক্রিসমাস ইভে পর্তুগিজ চার্চে সকলের মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা মুখ্যমন্ত্রীর

ধর্ম যার যার, উৎসব সবার- এই মতাদর্শে বিশ্বাসী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। যতটা শ্রদ্ধা ও গুরুত্বের...

শালবনিতে ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র, হুগলিতে ওয়্যারহাউস! সিদ্ধান্ত মন্ত্রিসভার 

কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি শিল্প পরিকাঠামো বৃদ্ধি করতে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। বুধবার মন্ত্রিসভার বৈঠকে দুইটি গুরুত্বপূর্ণ প্রকল্পে...