Saturday, August 23, 2025

ধর্ষণের অভিযোগে বিজেপি বিধায়ককে (BJP MLA) দশ বছরের কারাদণ্ডের নির্দেশ আদালতের। ২০০২ সালে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ ওঠে রাজস্থানের বিজেপি নেতা ভনওয়ারলাল রাজপুরোহিতের (Vanwarlal Rajpurohit) বিরুদ্ধে। তবে দীর্ঘ ২১ বছর মামলা চলার পর অবশেষে দোষী সাব্যস্ত হলেন বিজেপি নেতা। বুধবার নাগৌরের এক আদালত স্পষ্ট জানিয়েছে, দশ বছরের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে বছর ৮৬-এর ওই প্রাক্তন বিজেপি বিধায়ককে। আপাতত তাঁকে পার্বতসার জেলে রাখা হয়েছে। তবে ভনওয়ারলালকে এক লক্ষ টাকা জরিমানা করেছে আদালত। জানা গিয়েছে, নির্যাতিতার হাতে তুলে দেওয়া হবে এই অর্থ। তবে এমন অপরাধে অপরাধী হওয়া সত্ত্বেও কীভাবে তিনি এতদিন জেলের বাইরে ঘুরলেন তা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধীরা।

নির্যাতিতার অভিযোগ, ২০২২ সালে নিজের বাড়িতে ডেকে এক মহিলাকে ধর্ষণ করেন স্থানীয় বিজেপি নেতা। মুম্বইয়ে স্বামীকে ফোন করার অছিলায় তাঁকে বাড়িতে ডেকে এনে ধর্ষণের অভিযোগ ওঠে। এরপরই ধর্ষণের জেরে অন্তঃসত্ত্বা (Pregnant) হয়ে পড়েন ওই মহিলা। বিজেপি নেতার চাপে গর্ভপাত করাতে বাধ্য হন তিনি। পরে নির্যাতিতার হাতে ৫০০ টাকা দিয়ে মুখ বন্ধের চেষ্টা করেন বিজেপি নেতা ভনওয়ারলাল। এরপরেই থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিতা। কিন্তু পুলিশের কাছে অভিযোগ জানিয়েও লাভের লাভ কিছুই হয়নি।

এদিকে এমন নির্মম ঘটনার পরের বছরই ধর্ষণে অভিযুক্ত নেতাকে বিধানসভা নির্বাচনে টিকিট দেয় বিজেপি। ২০০৩ সালে জয়ী হন ভনওয়ারলাল। এরপর থেকেই আদালতে দীর্ঘদিন ধরে বিচার চলছিল বিজেপি বিধায়কের। অবশেষে দোষী সাব্যস্ত হলেন তিনি। সাজা ঘোষণার সময়ে হুইলচেয়ারে করেই আদালতে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক।

 

 

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version