Friday, January 9, 2026

নির্বিঘ্নেই শেষ হল এবারের প্রথম দিনের মাধ্যমিক পরীক্ষা

Date:

Share post:

আজ বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা। প্রথম দিনের বিষয় ছিল বাংলা। জীবনের প্রথম বড় পরীক্ষার প্রথম দিনে হাসি মুখেই পরীক্ষার্থীদের হল থেকে বের হতে দেখা যায়। পরীক্ষার্থীরা জানিয়েছে, প্রশ্নপত্রের উত্তর দিতে কোনও সমস্যা হয়নি।

বৃহস্পতিবার সকাল ১১টা ৪৫ মিনিট থেকে শুরু হয় মাধ্যমিক। প্রথম ১৫ মিনিট বরাদ্দ ছিল প্রশ্নপত্র দেখার জন্য। মাধ্যমিক পরীক্ষার্থীদের সেন্টারে পৌঁছতে যাতে কোনওভাবেই সমস্যার সম্মুখীন হতে না হয় সেজন্য তৎপর ছিল কলকাতা ট্রাফিক পুলিশও। এদিন শহরে কোনও বড় মিটিং, মিছিল বা জমায়েতের অনুমতি দেওয়া হয়নি।

যাতে ঠিকমতো পরীক্ষা সম্পন্ন হয় তা এই মুহূর্তে পর্ষদের কাছে বড় চ্যালেঞ্জ। অসাধু আচরণ ঠেকাতে পরীক্ষাকেন্দ্রগুলিতে ছিল CCTV-র নজরদারি। এছাড়াও পরীক্ষাকেন্দ্রগুলির সামনে ছিল কড়া সুরক্ষা ব্যবস্থাও।

জীবনের প্রথম বড় পরীক্ষায় পড়ুয়াদের মানসিক চাপ মুক্ত থাকার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। পাশাপাশি শহরের কিছু কাউন্সিলর এদিন পড়ুয়াদের হাতে তুলে দেন গোলাপও। প্রায় ৭ লক্ষ পরীক্ষার্থী আজ মাধ্যমিক পরীক্ষায় বসেছেন। প্রথম দিনের পরীক্ষা শেষে পড়ুয়ারা হাসি মুখেই পরীক্ষা কেন্দ্র থেকে বের হন।প্রশ্ন অত্যন্ত সহজ হয়েছে বলে জানিয়েছেন পড়ুয়ারা।প্রথম দিনের প্রশ্ন নিয়ে কোনও অভিযোগ নেই।

কেন্দ্রগুলিতে সুষ্ঠভাবে পরীক্ষা নেওয়ার জন্য বেশ কিছু সর্তকতা মূলক ব্যবস্থা নিয়েছে প্রশাসন। পরীক্ষা কেন্দ্রগুলির ১০০ মিটারের মধ্যে ১৪৪ ধারা জারি করা ছাড়াও পরীক্ষা চলাকালীন ফটোকপির দোকান বন্ধ রাখা হয়। এছাড়াও পরীক্ষা কেন্দ্রে নির্দিষ্ট আধিকারিকরা ছাড়া শিক্ষক-শিক্ষিকাদের মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

 

spot_img

Related articles

দু’ঘণ্টা পার, দিল্লিতে এখনও আটক তৃণমূল সাংসদরা! ফেসবুক লাইভে ইডিকে তোপ মহুয়ার 

ঘড়ির কাঁটা বারোটা পেরিয়ে যাওয়ার পরও দিল্লির পার্লামেন্ট স্ট্রিট পুলিশ স্টেশনেই আটক তৃণমূল সাংসদরা। দু'ঘণ্টার বেশি সময় ধরে...

আইপ্যাক কাণ্ডে অভিযোগ দায়ের মুখ্যমন্ত্রীর

গতকাল সেক্টর ফাইভে আইপ্যাক এর অফিসে ইডি হানা, ইডির বিরুদ্ধে নথি চুরির অভিযোগে বিধাননগর ইলেকট্রনিক কমপ্লেক্স থানায় লিখিত...

সামান্য বাড়ল কলকাতার তাপমাত্রা, দক্ষিণবঙ্গের জেলায় জেলায় জাঁকিয়ে শীত

শুক্রবার সকালে সামান্য বাড়ল কলকাতার তাপমাত্রা (Kolkata Temperature)। আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department) জানিয়েছে ১০- ১১ ডিগ্রি...

লজ্জা! এটাই বিজেপি নতুন ভারতের রূপ! সর্বশক্তি দিয়ে তোমাদের হারাবে তৃণমূল, গর্জন অভিষেকের

স্বৈরাচারের নির্লজ্জ সীমায় পৌঁছে গিয়েছে বিজেপি। অগণতান্ত্রিক, অসাংবিধানিক পথে গণতন্ত্রের কণ্ঠরোধ করছে। স্বৈরাচারী বিজেপি গণতন্ত্রের শেষটুকু উপড়ে ফেলে...