Saturday, May 10, 2025

দারিদ্র ও ক্ষুধা সমস্যার সমাধানেই শান্তি আসবে, বিশ্ব শান্তি ও সমঝোতা দিবসের সভায় বার্তা জহরের

Date:

“শান্তি তখনই বজায় থাকবে যখন দারিদ্র ও ক্ষুধা সমস্যার সমাধান হবে দেশে।” বিশ্ব শান্তি ও সমঝোতা দিবসের আলোচনা সভায় এমনটাই বার্তা দিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ(TMC MP) জহর সরকার(Jahar Sarcar)।

ইন্দো আমেরিকান চেম্বার অফ কমার্স, ক্যালকাটা চেম্বার অফ কমার্স ও রোটারি ইন্টারন্যাশনালের উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে পার্ক হোটেলে(Park Hotel) বিশ্ব শান্তি ও সমঝোতা দিবস উপলক্ষে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের পাশাপাশি উপস্থিত ছিলেন কলকাতায় নিযুক্ত মার্কিন কনসাল জেনারেল মেলিন্ডা পাভেক(Melinda Pavake)। আলোচনায় অংশ নিয়ে দেশের সমস্যা ব্যাখ্যা করে জহর সরকার বলেন, “আমাদের দেশে মোট জনসংখ্যার মধ্যে ৩২ কোটি মানুষ দারিদ্র্যসীমার নিচে রয়েছে। ২২ কোটি মানুষ খালি পেটে রাতে ঘুমায়। এদিকে দেশে ১৪২ জন কোটিপতির বসবাস। তারা নিজেরা সবটা উপভোগ করে। যা খুবই লজ্জার বিষয়। দারিদ্র ও ক্ষুধার সমস্যার সমাধান হলে দেশে শান্তি বজায় থাকবে।”

একই সঙ্গে আলোচনা সভায় রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রসঙ্গ তুলে মেলিন্ডা পাভেক বলেন, “গোটা পৃথিবীতে রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাব পড়েছে। রাশিয়া শান্তি ও সমঝোতা বজায় রাখতে কোনও পদক্ষেপ না করে যুদ্ধকে বেছে নিয়েছে। কিন্তু ইউক্রেনের কাছে তারা যুদ্ধক্ষেত্রে পরাজিত হয়েছে। তাই রাশিয়া কাপুরুষের মতো ইউক্রেনের চার্চ, স্কুল ইত্যাদি জায়গায় হামলা করছে। রাশিয়াকে এই শান্তি ভঙ্গের দায় নিতেই হবে। যাঁরা শান্তি ভালবাসেন, আমি আশা করি, তাঁরা ইউক্রেনের পক্ষে থাকবেন।” এদিনের আলোচনা সভায় মেলিন্ডা পাভেক, জহর সরকারের পাশাপাশি উপস্থিত ছিলেন রোটারি ইন্টারন্যাশনালের প্রাক্তন প্রেসিডেন্ট শেখর মেহেতা, ইন্দো আমেরিকান চেম্বার অফ কমার্সের আঞ্চলিক প্রেসিডেন্ট ডঃ সুজয় কুমার বিশ্বাস, ক্যালকাটা চেম্বার অফ কমার্সের প্রেসিডেন্ট কিশান কুমার কেজরিওয়াল, ডাঃ কুণাল সরকার ও রোটারি ডিস্ট্রিক্ট গভর্নর অজয় ল।

Related articles

রোহিতের পর বিরাট, লালবলের ক্রিকেটকে বিদায় জানানোর পথে কোহলি! বাড়ছে জল্পনা 

থমকে যাওয়া আইপিএল সিজনের মাঝেই নিজের ক্রিকেট ক্যারিয়ার নিয়ে বড় সিদ্ধান্তের পথে বিরাট কোহলি (Virat Kohli)। রোহিত শর্মার...

কাশ্মীর থেকে গুজরাট, ২৬ জায়গায় ড্রোন হামলার চেষ্টা পাকিস্তানের! পাল্টা জবাব ভারতের

বৃহস্পতিবারের পর শুক্রবার রাতেও আকাশপথে হামলা জারি রাখল পাকিস্তান (Pakistan Air Attack)। শাহবাজ শরিফের দেশের হামলা ব্যর্থ করতে...

কাশ্মীর থেকে রাজস্থান, ২৬ জায়গায় পাক হামলা! পঞ্জাবে আহত ৩

রাত বাড়তেই ভারতের সীমান্তবর্তী একের পর এক জায়গায় হামলার চেষ্টা পাকিস্তানের। পাকিস্তানের ড্রোন হামলায় পঞ্জাবারে ফিরোজপুরে একই পরিবারের...

IMF-এর ঋণ জঙ্গি কার্যকলাপে ব্যবহার! পাকিস্তানকে সাহায্যের বিরোধিতা ভারতের

আন্তর্জাতিক সংস্থা থেকে দেশের উন্নয়নে যে অর্থ সাহায্য করা হয় তা পাকিস্তান রাষ্ট্রপরিচালিত সন্ত্রাসবাদের (cross border terrorism) পিছনে...
Exit mobile version