Thursday, December 25, 2025

ডার্বির মহারণ, ইস্টবেঙ্গলের পাঠানো ডার্বির টিকিট ফেরত পাঠাল মোহনবাগান-আইএফএ

Date:

Share post:

শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে আইএসএলে ফিরতি ডার্বি। বড় ম্যাচ নিয়ে টিকিটের চাহিদা ক্রমশ বাড়ছে। ইস্টবেঙ্গলের এটা হোম ম্যাচ। ইস্টবেঙ্গল সদস্যদের জন্য পর্যাপ্ত টিকিট বরাদ্দ করা হয়নি। তাই ক্লাব সদস্যদের জন্য যৎসামান্য টিকিট প্রত্যাখ্যান করেছে ক্লাব। আর এবার টিকিট প্রত‍্যাখ‍্যান করল মোহনবাগান। ইস্টবেঙ্গলের পাঠানো টিকিট ফেরত পাঠিয়ে দিল মোহনবাগান। ফেরত পাঠাল আইএফএ-ও।

এবারের ডার্বির আয়োজক ইস্টবেঙ্গল এফসি।জানা যাচ্ছে, ইমামি ইস্টবেঙ্গলের তরফ থেকে যে ভিআইপি ও ভিভিআইপি টিকিট দেওয়া হয়েছিল, তা ফিরিয়ে দিল মোহনবাগান ক্লাব। এই নিয়ে এক বিবৃতি দেয় মোহনবাগান। ক্লাবের পক্ষ থেকে বলা হয়, যে পরিমাণ ভিআইপি ও ভিভিআইপি টিকিট তাদের দেওয়া হয়েছে তাতে ক্লাব কর্তাদের ঠিক ভাবে টিকিট বণ্টন করা যাচ্ছে না। তাই বৈঠক করে সেই টিকিট তারা ফেরত দিয়েছে। কিন্তু সদস্য সমর্থকদের জন্য যে টিকিট পাঠানো হয়েছিল তা বণ্টন করে দিয়েছে তারা।

একই পথে হেঁটেছে আইএফএ-ও। ইস্টবেঙ্গলের পক্ষ থেকে আইএফএ-কে যে টিকিট পাঠানো হয়েছিল, তা ফেরত পাঠিয়ে দেয় আইএফএ-ও। এই নিয়ে আইএফএ এক বিবৃতিতে জানায়, আইএফএ-তে ৫০০ সাধারণ টিকিট পাঠানো হয়েছে। কিন্তু আইএফএ-র অধীনে ৩০০-র বেশি ক্লাব ও জেলা ক্রীড়া সংস্থা রয়েছে। তাই এত কম সংখ্যক টিকিট বণ্টন করা সম্ভব নয়। সব টিকিট ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে। এত কম টিকিট দিয়ে বাংলার ক্লাব ও আইএফএ-কে অপমান করা হয়েছে।

এদিকে বুধবার থেকে যুবভারতীর ১ এবং ৪ নম্বর গেট থেকে শুরু হয়েছে টিকিট বিক্রি। বৃহস্পতিবার থেকে শুরু হবে ইস্টবেঙ্গল ক্লাব থেকে ডার্বির অফলাইন টিকিট বিক্রি। টিকিটের দাম ১০০, ১৫০, ৩০০ টাকা। সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত টিকিট দেওয়া হবে। ডার্বির দিন সকাল পর্যন্ত অফলাইন টিকিট দেওয়া হবে ইস্টবেঙ্গল তাঁবু থেকে। পাশাপাশি অনলাইনেও টিকিট বিক্রি জারি থাকবে। বুধবার থেকেই অনলাইনে বুকিং করা টিকিট তোলা শুরু করেছেন লাল-হলুদ সমর্থকরা।

আরও পড়ুন:প্রথমবার ডার্বির মঞ্চে জার্ভিস, শনিবারের মহারণ নিয়ে কী বললেন লাল-হলুদের নতুন বিদেশি

 

 

spot_img

Related articles

চকচকে ফ্রেমে ফাঁপা কনটেন্ট, হতাশ করল কার্তিক-অনন্যার নতুন বলিউড ছবি 

প্রেমের গল্পে মূল উপাদান প্রেমিক-প্রেমিকার রসায়নের বিশ্বাসযোগ্যতা। কিন্তু গল্পের শুরু থেকেই যদি সেটা 'ভ্যানিশ' হয়ে যায় তাহলে বোধহয়...

বিজেপির গুন্ডাদের হামলায় বাংলার পরিযায়ী শ্রমিক খুন সম্বলপুরে, হত ১, আহত ২

বিজেপি রাজ্যে নৃশংস খুন হলেন বাংলার পরিযায়ী শ্রমিক(Bengal Migrant Workers)। বাংলাদেশি তকমা দিয়ে বাংলার ৩ পরিযায়ী শ্রমিকের উপর...

পণ্ডিত মদনমোহন মালব্যর জন্মদিবসে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

ভারতীয় শিক্ষাবিদ ও রাজনীতিবিদ মদনমোহন মালব্যর (Madan Mohun Malbiya) জন্মদিবসে নিজের সোশ্যাল হ্যান্ডেলে শ্রদ্ধার্ঘ্য জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা...

ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মবার্ষিকীতে মুখ্যমন্ত্রীর শ্রদ্ধাজ্ঞাপন

২৫শে ডিসেম্বর ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর (Atal Bihari Bajpeyee) জন্মবার্ষিকী আর সেই উপলক্ষে নিজের সোশ্যাল হ্যান্ডেলে...