বাড়ির ভিতর থেকে রহস্যজনকভাবে উদ্ধার হল দুই মেয়ে ও মায়ের মৃতদেহ। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে বর্ধমানের (Burdwan) পীরপুকুর এলাকায়। তবে পুলিশের প্রাথমিক অনুমান, আত্মহত্যা করেছেন মা এবং দুই মেয়ে। ঘটনার তদন্ত (Investigation) শুরু করেছে বর্ধমান থানার পুলিশ। মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের (Post Mortem) জন্য পাঠানো হয়েছে।
জানা গিয়েছে, বর্ধমানের পীরপুকুর এলাকায় দীর্ঘদিন ধরেই থাকতেন মৃণালিনী চৌধুরী (৬০) এবং তাঁর দুই মেয়ে বন্দিতা চৌধুরী (৪০) ও সঙ্ঘমিতা চৌধুরী (৩২)। বৃহস্পতিবার সকালে প্রতিদিনের মতোই তাঁদের বাড়িতে গিয়েছিলেন পরিচারিকা রূপালি হাজরা। তবে দরজা বন্ধ থাকায় একাধিকবার ডাকাডাকি করলেও লাভের লাভ কিছুই হয়নি। কিন্তু এরপর কোনও সাড়াশব্দ না পেয়েই তিনি স্থানীয়দের খবর দেন। খবর দেওয়া হয় তাঁদের আত্মীয়দেরও। এরপর প্রতিবেশী এবং আত্মীয়েরা বাড়িতে ঢুকে দেখতে পান ডাইনিং হলে তিন জনের মৃতদেহ পড়ে। সেখান থেকে উদ্ধার হয়েছে একটি বোতলও। যাতে বিষ (Poison) রয়েছে বলে সন্দেহ পুলিশের। ইতিমধ্যে তা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।