Saturday, August 23, 2025

বাড়ির ভিতর থেকে রহস্যজনকভাবে উদ্ধার হল দুই মেয়ে ও মায়ের মৃতদেহ। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে বর্ধমানের (Burdwan) পীরপুকুর এলাকায়। তবে পুলিশের প্রাথমিক অনুমান, আত্মহত্যা করেছেন মা এবং দুই মেয়ে। ঘটনার তদন্ত (Investigation) শুরু করেছে বর্ধমান থানার পুলিশ। মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের (Post Mortem) জন্য পাঠানো হয়েছে।

জানা গিয়েছে, বর্ধমানের পীরপুকুর এলাকায় দীর্ঘদিন ধরেই থাকতেন মৃণালিনী চৌধুরী (৬০) এবং তাঁর দুই মেয়ে বন্দিতা চৌধুরী (৪০) ও সঙ্ঘমিতা চৌধুরী (৩২)। বৃহস্পতিবার সকালে প্রতিদিনের মতোই তাঁদের বাড়িতে গিয়েছিলেন পরিচারিকা রূপালি হাজরা। তবে দরজা বন্ধ থাকায় একাধিকবার ডাকাডাকি করলেও লাভের লাভ কিছুই হয়নি। কিন্তু এরপর কোনও সাড়াশব্দ না পেয়েই তিনি স্থানীয়দের খবর দেন। খবর দেওয়া হয় তাঁদের আত্মীয়দেরও। এরপর প্রতিবেশী এবং আত্মীয়েরা বাড়িতে ঢুকে দেখতে পান ডাইনিং হলে তিন জনের মৃতদেহ পড়ে। সেখান থেকে উদ্ধার হয়েছে একটি বোতলও। যাতে বিষ (Poison) রয়েছে বলে সন্দেহ পুলিশের। ইতিমধ্যে তা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

মৃণালিনী চৌধুরীর মামা বিশ্বনাথ মল্লিক জানান, কোভিডে মারা যান মৃণালিনী চৌধুরীর স্বামী বিমল চৌধুরী ও তাঁর বাবা ভোলানাথ মণ্ডল। তারপর থেকেই তাঁরা মানসিক অবসাদে ভুগছিলেন। তবে তারই জেরে যে এমন অঘটন তা স্বপ্নেও ভাবতে পারেননি তাঁরা। তবে পুলিশের প্রাথমিক অনুমান মা ও দুই মেয়ে আত্মঘাতী হয়েছেন। জেলার অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সিংহরায় বলেন, তিনটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তবে তেমন কোনও আঘাতের চিহ্ন নেই শরীরে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে পুরো বিষয় স্পষ্ট হবে।

 

 

 

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version