Saturday, January 31, 2026

রাজ্যে বাতিল ১৭ লক্ষ জব কার্ড! আধার সংযোগ করতে গিয়েই মিললো তথ্য

Date:

Share post:

একশ দিনের কাজের জব কার্ডের সঙ্গে আধার সংযোগ প্রক্রিয়া চলাকালীন রাজ্যে প্রায় ১৭ লক্ষ জব কার্ড বাতিল হয়েছে। চলতি অর্থবর্ষেই রাজ্যজুড়ে ১৪ লক্ষ ১৭ হাজার ৫৫৭টি জব কার্ড বাতিল হয়েছেবলে পঞ্চায়েত দপ্তর সূত্রে জানা গিয়েছে। সাধারণত পরিবার পিছু একটি করে জব কার্ড ইস্যু করা হয়। তাই এই জব কার্ড বাতিল হওয়ার ফলে ১০০ দিনের কাজের প্রকল্প থেকে বাদ গিয়েছে বাংলার ৬৩ লক্ষ ৭ হাজার ২৮৯জন ব্যক্তির নাম। অন্য দিকে রাজ্যে গত এক বছরে এক লক্ষ্যের বেশি নতুন জব কার্ড বিতরন করা হয়েছে বলে পঞ্চায়েত দফতর জানিয়েছে।

বছর ঘুরলেও ১০০ দিনের কাজ প্রকল্পে রাজ্যকে কোনও টাকা দেয়নি মোদি সরকার। সেই বকেয়ার পরিমাণ প্রায় ৭ হাজার কোটি টাকা। ১০০ দিনের কাজ গ্রামীণ মানুষের রুটিরুজির বড় ভরসা। সেজন্য জব কার্ড তাদের কাছে গুরুত্বপূর্ণ। তাছাড়া, আবাস যোজনা সহ বিভিন্ন গ্রামোন্নয়ন প্রকল্পের সুবিধা পেতে গেলে জব কার্ডের প্রয়োজন হয়। আবার মোদি সরকার যথার্থ উপভোক্তার ব্যাঙ্ক আকাউন্টে টাকা যাচ্ছে কি না, তা দেখার জন্য জব কার্ডের সঙ্গে আধারের সংযুক্তিকরণ বাধ্যতামুলক করেছে। একই সঙ্গে আধারের সঙ্গে ব্যাঙ্কের অ্যাকাউন্টের লিঙ্ক থাকতে হবে এমনটাও জানিয়ে দিয়েছেন তাঁরা। গ্রামবাংলার মানুষের স্বার্থে ১০০ দিনের কাজের টাকা পেতে কেন্দ্রের সমস্ত শর্তই মেনে নিয়েছে রাজ্য। সেই সঙ্গে কেন্দ্র ১০০ দিনের কাজের প্রকল্পের টাকা আটকে রাখলেও রাজ্য সরকারের তরফে পঞ্চায়েত দফতরের মাধ্যমে চলছে জব কার্ড বিলির কাজও। বিগত এক বছর গ্রামবাংলায় ১০০ দিনের কাজের প্রকল্পে কোনও কাজ না হলেও এই সময়কালেই রাজ্যে ২ লক্ষ ৬০ হাজার পরিবারের নতুন জব কার্ড হয়েছে। ফলে এর আওতায় এসেছেন ৪ লক্ষ ৮০ হাজার ৪২১জন মানুষ।

এরই পাশাপাশি চলছে ভুয়ো জবকার্ড বাতিলের কাজও। সাধারণভাবে সারা বছরই জব কার্ড বাতিলের প্রক্রিয়া চলতে পারে। তবে আধার সংযুক্তিকরণ ছাড়া জব কার্ড থাকার কোনও মানেই হয় না। সেই জায়গাতেই দেখা যাচ্ছে জবকার্ড বাতিল হচ্ছে। সাধারণত পরিবারের কর্তা বা প্রবীণ সদস্যের নামে হয় কার্ড। সেটির মাধ্যমে পরিবারের সমস্ত সদস্যই কাজ পেতে পারেন। অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে, একটি পরিবারে একাধিক জব কার্ড হয়েছে। আবার অনেকে কার্ড থাকা সত্ত্বেও দীর্ঘদিন কোনও কাজ নেননি। সেই ‘নিষ্ক্রিয়’ কার্ডগুলিও বাতিল করা হচ্ছে।

আরও পড়ুন- বন্ধ থাকা ৪০টি রুটে ফের বাস চালাতে উদ্যোগী উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা

spot_img

Related articles

বন্ধ হতে চলেছে টেলিপর্দার জনপ্রিয় ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’! বাড়ছে জল্পনা

জনপ্রিয়তা থেকে বিতর্ক, বারবার খবরের শিরোনামে থেকেছে জি বাংলার ধারাবাহিক 'চিরদিনই তুমি যে আমার'(Chirodini Tumi Je Aamar)। জিতু...

ভোটার তালিকায় ভুল রুখতে কড়া কমিশন, মাইক্রো অবজার্ভারদের কাঁধে নতুন দায়িত্ব

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতে এবার আরও কঠোর অবস্থান নিল নির্বাচন কমিশন। স্পষ্ট জানানো...

বিভ্রান্ত জারি পিসিবির, টি২০ বিশ্বকাপের আগে নয়া জটিলতায় আইসিসি

টি২০ বিশ্বকাপ ( ICC T20 World Cup) শুরু হতে বাকি মাত্র কয়েকদিন কিন্ত তার আগে জটিলতা কিছুতেই কাটছে...

IG পদে উন্নতির জন্য ফতোয়া: ২০১১ পরবর্তী ক্যাডারদের জন্য নতুন নিয়ম

কেন্দ্রে আইজি বা সমতুল পদে নিয়োগের ক্ষেত্রে আইপিএস আধিকারিকদের (IPS Officer) জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক (Home Ministry) নতুন...