‘তিন বিদেশি না খেললেও আমরা বাকিদের নিয়েই ডার্বি জিতব’: ফেরান্দো

এই  নিয়ে কোচ জুয়ান ফেরান্দো বলেন, "কার্লের চোট আছে। ও তিনটে হলুদ কার্ডও দেখেছে। তাই ওকে আমরা খেলাতে পারব না ডার্বিতে।

আগামিকাল ডার্বির মহারণ। যুবভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি ইস্টবেঙ্গল এফসি বনাম এটিকে মোহনবাগান। ডার্বিতে নামার আগেই কি ধারে-ভারে প্রতিপক্ষের চেয়ে পিছিয়ে পড়ল মোহনবাগান? যাঁর জোড়া গোলে আইএসএলের প্লে-অফ নিশ্চিত করেছে সবুজ-মেরুন, সেই কার্ল ম্যাকহিউ চোট ও কার্ড সমস্যায় খেলবেন না আগামিকালের মহারণে। কার্ড সমস্যায় এমনিতেই অস্ট্রেলীয় সেন্টার ব্যাক ব্রেন্ডন হ্যামিলকে পাবে না দল। তার উপর হুগো বৌমোসের খেলা নিয়েও অনিশ্চয়তা।

এই  নিয়ে কোচ জুয়ান ফেরান্দো বলেন, “কার্লের চোট আছে। ও তিনটে হলুদ কার্ডও দেখেছে। তাই ওকে আমরা খেলাতে পারব না ডার্বিতে। হুগোও সম্পূর্ণ ফিট নয়। ৯০ মিনিট খেলার জন্য এখনও তৈরি নয়।’’

জানা গিয়েছে, কার্লকে নিয়ে কোনও ঝুঁকি নিতে চাইছেন না জুয়ান। কারণ, ডার্বিতে খেলিয়ে যদি আরও একটা হলুদ কার্ড দেখেন আইরিশ মিডিও, তাহলে প্লে-অফের ম্যাচে তাঁকে খেলাতে পারবে না দল। তাই কার্লকে বিশ্রাম দিয়ে নক আউটের জন্য বাঁচিয়ে রাখতে চান স্প্যানিশ কোচ।

বৌমোসকে অবশ্য শুক্রবার বিকেলে দলের সঙ্গে চুটিয়ে অনুশীলন করতে দেখা গিয়েছে। ডার্বিতে পরিস্থিতি অনুযায়ী বৌমোসকে ব্যবহার করতে পারেন মোহনবাগান কোচ। হ্যামিলের জায়গায় রক্ষণে সার্বিয়ান সেন্টার ব্যাক স্লাভকো দামজানোভিচই খেলবেন। তাঁর উপর বড় দায়িত্ব থাকছে ক্লেটন সিলভাকে আটকানোর। জুয়ান এদিন মেনে নিয়েছেন, ক্লেটন সত্যিই খুব ভাল মানের স্ট্রাইকার। তাঁর দিকে কড়া নজর রাখবেন সবুজ-মেরুন ডিফেন্ডাররা। গোলের জন্য অস্ট্রেলীয় দিমিত্রি পেত্রাতোসই ভরসা বাগানের। মোহনবাগান কোচ বলেছেন, ‘‘তিন বিদেশি না খেললেও আমরা বাকিদের নিয়েই ডার্বি জেতার চেষ্টা করব।’’

আরও পড়ুন:‘চোখের জল ঢাকতেই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রোদচশমা পরে এসেছিলাম’: হরমনপ্রীত

 

 

 

Previous articleরাজ্যে বাতিল ১৭ লক্ষ জব কার্ড! আধার সংযোগ করতে গিয়েই মিললো তথ্য
Next articleএটাই আইএসএল-এ লাল-হলুদের সেরা মরশুম, ডার্বিতে নামার আগে বললেন স্টিফেন