এটাই আইএসএল-এ লাল-হলুদের সেরা মরশুম, ডার্বিতে নামার আগে বললেন স্টিফেন

এই ডার্বির আয়োজক ইস্টবেঙ্গল। হোম ম্যাচ লাল-হলুদের। লাল-হলুদের লগ্নিকারী সংস্থার টিকিট বণ্টন নিয়ে গত কয়েকদিন ধরেই অসন্তোষ ধরা পড়েছে সর্বস্তরে।

শনিবার মহারণ। আইএসএলের ফিরতি ডার্বি। প্লে-অফের ওঠা এটিকে মোহনবাগানের বিরুদ্ধে নামছে দশম স্থানে থাকা ইস্টবেঙ্গল এফসি। মর্যাদার মেগা ম্যাচের আগের দিন ময়দানের ছবিটা দেখে বোঝার উপায় নেই কয়েক ঘণ্টার মধ্যে বাঙালির চিরকালীন বড় ম্যাচ যুবভারতীতে। ম্যাচের ২৪ ঘণ্টা আগে যুবভারতীতে দুই প্রধানের জন্য নির্ধারিত টিকিট কাউন্টারের সামনে উৎসাহী সমর্থকদের চোখে পড়লনা। ময়দানে ইস্টবেঙ্গল, মোহনবাগান ক্লাবেও দেখা যায়নি সেই চেনা ছবিটা।

এই ডার্বির আয়োজক ইস্টবেঙ্গল। হোম ম্যাচ লাল-হলুদের। লাল-হলুদের লগ্নিকারী সংস্থার টিকিট বণ্টন নিয়ে গত কয়েকদিন ধরেই অসন্তোষ ধরা পড়েছে সর্বস্তরে। এর সঙ্গে যোগ হয়েছে, লাল-হলুদ সমর্থকদের একটা বড় অংশের ‘বয়কট ডার্বি’ স্লোগান। সোশ্যাল মিডিয়ায় ‘হ্যাশট্যাগ ডার্বি বয়কট’ প্রচার চলছে। এত ক্ষোভ, অসন্তোষ সত্ত্বেও শনিবাসরীয় সন্ধ্যায় নাকি ভরা যুবভারতী দেখা যাবে, এমনটাই দাবি করছেন ডার্বির আয়োজক ইস্টবেঙ্গল কর্তারা।

সমর্থকদের ক্ষোভ, হতাশাকে গুরুত্ব দিতে চাইছেন না ইস্টবেঙ্গল কোচ স্টিফেন কনস্ট্যান্টাইন। বললেন, ‘‘আমরা প্লে-অফ খেলার যোগ্যতা অর্জন করতে পারিনি ঠিকই। পয়েন্ট টেবলে ১০ নম্বরে থাকলেও এটাই কিন্তু আমাদের সেরা মরশুম। তাই আমি সমর্থক হলে ডার্বি দেখতে মাঠে আসতাম। দলের স্বার্থে মাঠে যেতাম। গুরুত্বপূর্ণ ম্যাচ জিততে হলে গ্যালারির সমর্থন প্রয়োজন। জানি না, ইদানীং সমর্থকরা কেন মাঠে আসছে না। এর পিছনে রাজনীতি আছে কি না, সেটাও জানি না।’’

আরও পড়ুন:‘তিন বিদেশি না খেললেও আমরা বাকিদের নিয়েই ডার্বি জিতব’: ফেরান্দো

 

 

Previous article‘তিন বিদেশি না খেললেও আমরা বাকিদের নিয়েই ডার্বি জিতব’: ফেরান্দো
Next articleডিএ-র বিজ্ঞপ্তি জারি, কবে থেকে মিলবে বর্ধিত মহার্ঘ ভাতা?