বন্ধ থাকা ৪০টি রুটে ফের বাস চালাতে উদ্যোগী উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা

আয় বাড়াতে নতুন রুটের পাশাপাশি বন্ধ থাকা প্রায় ৪০টি রুটে ফের বাস চালাবে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা। কোন রুটে ওই বাসগুলি চলবে তার জন্য ইতিমধ্যেই সমীক্ষা করা হয়েছে। সমীক্ষা শেষ স্থির হয়েছে, বন্ধ থাকা রুটের পাশাপাশি সম্ভাবনাময় বেশকিছু নতুন রুট চিহ্নিত করে বাস চালানো হবে। মার্চ মাসের শুরু থেকেই সংশ্লিষ্ট রুটগুলিতে পর্যায়ক্রমে পরীক্ষামূলক ভাবে বাস চালানোর উদ্যোগ নিয়েছে এনবিএসটিসি।

সংস্থা সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই বন্ধ থাকা কোচবিহার-শিলিগুড়ি, শিলিগুড়ি-কলকাতা রুটের এসি বাস পরিষেবা চালু হয়েছে। শিলিগুড়ি থেকে নেপালে বাস চলছে। এরবাইরে এনবিএসটিসি ফুলবাড়ি সীমান্ত হয়ে বাংলাদেশের বাস চালানোর পরিকল্পনা নিয়েছে। যাত্রীদের সুবিধায় শীঘ্রই সংস্থা অনলাইনে টিকিট কাটার পদ্ধতি চালু করতে যাচ্ছে। স্মার্ট কার্ডও নিয়ে আসর পরিকল্পনা চলছে।

আরও পড়ুন- Entertainment : শাহরুখের সঙ্গে অভিনয় করেই অবসরের সিদ্ধান্ত অভিনেত্রীর !

 

Previous articleমুর্শিদাবাদে তৃণমূল কর্মীদের উপর হামলা কংগ্রেসের, মাথা ফাটল ১১ জনের
Next articleহৈমন্তীর সঙ্গে নিজস্বী ভাইরাল, কী বললেন মদন?