Saturday, August 23, 2025

রাজনীতিকে ‘আলবিদা’ ইয়েদুরাপ্পার! বিদায়ী ভাষণের প্রশংসা প্রধানমন্ত্রীর

Date:

কর্ণাটক বিধানসভা নির্বাচনের (Karnataka Assembly Election) আগে গেরুয়া শিবিরে জোর ধাক্কা। শুক্রবার রাজনীতি থেকে অবসরের কথা ঘোষণা করলেন বিজেপির বর্ষীয়ান নেতা বি এস ইয়েদুরাপ্পা (BS Yediyurappa)। এদিন কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা প্রবীণ বিজেপি নেতা বিধানসভায় বিদায়ী ভাষণ দিতে গিয়ে রীতিমতো আবেগপ্রবণ হয়ে পড়েন। তিনি বলেন, এটি একটি বিরল মুহূর্ত। আমি আর বিধানসভায় (Assembly) আসব না। আগামী দিনে আমি আর প্রতিদ্বন্দ্বিতা করব না। আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। তবে শেষ নিঃশ্বাস পর্যন্ত তিনি বিজেপির (BJP) জন্যই কাজ করে যাবেন বলেও এদিন আশ্বস্ত করেছেন কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী।

তবে এদিন কর্ণাটক বিধানসভায় নিজের অবসরকালীন ভাষণে ইয়েদুরাপ্পা বলেন, যদি ঈশ্বর আমাকে ক্ষমতা দেন পরের নির্বাচন পর্যন্ত, আমি সর্বতভাবে চেষ্টা করব যাতে বিজেপি আসে ক্ষমতায়। যেমনটা আপনারা জানেন যে, আমি জানিয়েছি, আমি আর ভোটে লড়ছি না, তবে যে পদ ও সম্মান আমাকে নরেন্দ্র মোদি ও পার্টি দিয়েছে, তা আমি জীবনেও ভুলব না। ইয়েদুরাপ্পার ভাষণ নিয়ে প্রধানমন্ত্রী (Narendra Modi) টুইট করেন, বিজেপির কর্মী হিসাবে, আমার মনে হয় এই ভাষণ খুবই উৎসাহব্যাঞ্জক। এতে আমাদের পার্টির বিধি প্রকাশিত হয়েছে। এটা দলের বাকি কর্মীদের আরও উদ্বুদ্ধ করবে।

তবে ইয়েদুরাপ্পা আগেভাগেই জানিয়েছিলেন তাঁর গড় হিসেবে পরিচিত শিমোগা জেলার শিকারিপুরা আসন থেকেই প্রতিদ্বন্দ্বিতা করবেন তাঁর ছেলে। প্রবীণ বিজেপি নেতার এমন মন্তব্য সামনে আসার পর থেকে সংসদীয় রাজনীতি থেকে তাঁর অবসরের সম্ভাবনা জোরাল হয়। আর শুক্রবার নিজের বিদায়ী ভাষণে জনগণের থেকে নিজের ছেলের জন্য সমর্থন চেয়ে ইয়েদুরাপ্পা জানিয়েছেন, আমি অনুরোধ করছি, যেভাবে আপনারা আমাকে সমর্থন জানিয়েছেন, আমার মতো একইভাবে বিজয়েন্দ্রকেও (Vijayendra) সমর্থন করুন। আমাদের নিশ্চিত করতে হবে সে যেন ১ লক্ষের বেশি ভোটে জেতে।

 

 

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version