Sunday, January 25, 2026

হৈমন্তীর সঙ্গে নিজস্বী ভাইরাল, কী বললেন মদন?

Date:

Share post:

প্রাক্তন মন্ত্রী মদন মিত্রের সঙ্গে নিয়োগ দুর্নীতিতে নাম জড়িয়ে পড়া ‘রহস্যময়ী’ হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের নিজস্বী সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল। বিষয়টি নিয়ে মোটেই বিচলিত নন মদন। বরং নিজস্ব ভঙ্গিতে তিনি বলেছেন, তাঁর সঙ্গে রোজ বহু নারী ছবি তোলেন, নিজস্বী তোলার আবদার করেন। তিনি সেই আবদার রাখেন এবং অনেকে আবার সেই ছবি বাড়িতে বাঁধিয়ে রাখেন। যেমন বাঁধিয়ে রাখা হয় রবীন্দ্রনাথের ছবি।

যিনি হৈমন্তীর নাম সামনে আনলেন সেই কুন্তল ঘোষ কে চেনেন না বলে দাবি মদনের। এমনকী, তাপস মন্ডল ও গোপাল দলপতিকেও চেনেন না বলে স্পষ্ট জানিয়েছেন মদন। তার কারণও ব্যাখ্যা করেছেন তিনি। জানিয়েছেন নিচুতলার নেতাদের সঙ্গে তার সেভাবে পরিচয় নেই।

তৃণমূল নেতার মন্তব্য, ‘‘ছবিটা যে আমার, তা তো পরিষ্কার ভাবেই দেখা যাচ্ছে। আমি কলেজ জীবন থেকেই দেখেছি আমার ছবি বেরোলে এমনিই ভাইরাল হয়। যেমন উত্তমকুমারের ছবি স্টুডিয়োয় ঝোলানো থাকে। তেমনই আমার সঙ্গে ছবি তুললেই তা ভাইরাল হয়। মেয়েদের একটু ফর্সা দেখতে হলেই আমার সকলকে একই রকম লাগে। আলাদা করে বুঝতে পারি না।

কামারহাটির বিধায়ক বলেছেন, হৈমন্তীর সঙ্গে এই ভাবে ছবিটা তোলা না হলে নাকি তা ‘রোমান্টিক’ হয় না! আর সেই কারণেই মেয়েরা তাঁর সঙ্গে এই ভাবে ছবি তোলে। তার যুক্তি, ‘‘আমার যে ইনস্টাগ্রাম ৭৮ শতাংশ মহিলা ফলোয়ার। তার মধ্যে ৬৯ শতাংশের বয়স ১৮ থেকে ২৫। এরাই আমাকে ভোট দিয়ে জেতায়। এরাই সব সময় আমাকে খোঁজে। আমার সঙ্গে ছবি তুলতে চায়।’’ মদন বলেন, আমি হুগলি জেলার তপন দাশগুপ্ত, কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে চিনি। খুব একটা নিচু লেভেলের নেতাদের চিনি না।

আরও পড়ুন- বন্ধ থাকা ৪০টি রুটে ফের বাস চালাতে উদ্যোগী উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা

spot_img

Related articles

‘ভূমধ্যসাগরীয় খাবার’, উৎপল সিনহার কলম

" ... কখন মরণ আসে কেবা জানে -- কালীদহে কখন যে ঝড় কমলের নাল ভাঙে -- ছিঁড়ে ফেলে গাঙচিল...

সাধারণতন্ত্র দিবসে নজরদারিতে এআই ম্যাজিক! এবার পুলিশের চোখে স্মার্ট চশমা

প্রতি বছরের মতো এ বারও ২৬ জানুয়ারি সাধারণতন্ত্র দিবসকে কেন্দ্র করে রাজধানী দিল্লির নিরাপত্তা বলয় নিশ্ছিদ্র করতে কোমর...

এবার বিজেপির সঙ্গে মিলে মন্দির গড়বেন: সুপ্ত বাসনা জানালেন হুমায়ুন

বিজেপির সমর্থন যে তাঁর পিছনে রয়েছে, একথা বারবার দাবি করেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। বিজেপির ইন্ধনে মসজিদের রাজনীতি...

সোনা নয় যেন আগুন! দেড় লক্ষের গণ্ডি পেরিয়ে নয়া রেকর্ড বাজারে

সাধারণ মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে ফের আকাশছোঁয়া সোনার দাম। বিয়ের মরসুম শুরু হতেই গয়না সোনার দরে বড়সড় লাফ লক্ষ্য...