Wednesday, August 27, 2025

ঘন কুয়াশায় বিপত্তি! কুলপিতে হুগলি নদীতে ডুবছে বাংলাদেশী বার্জ

Date:

ঘন কুয়াশার জেরে চরায় ধাক্কা লেগে ডুবছে একটি বাংলাদেশী (Bangladesh) বার্জ। শনিবার, সকালে ৯টা নাগাদ ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার কুলপি (Kulpi) থানার নিশ্চিন্তপুর পয়লানম্বর ঘাটের কাছে হুগলি নদীতে। ওই বার্জে থাকা ৯ বাংলাদেশী ও এক ভারতীয় নাবিক-সহ ১০ জনকে উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার নাবিকদের সেফ হোমে রাখা হয়েছে। খবর দেওয়া হয়েছে কলকাতা বন্দর কর্তৃপক্ষকে।

হলদিয়া থেকে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী হোভারক্রাফট আসে। এমভি রাফসান হাবিব থ্রি নামের এই বার্জটি কলকাতার খিদিরপুর থেকে ছাই বোঝাই করে বাংলাদেশের উদ্দেশ্যে পাড়ি দিয়েছিল। ঘন কুয়াশার জেরে দুটি বার্জ মুখোমুখি চলে আসে। তখন নদীর চরায় ধাক্কা মারে বার্জটি। ধাক্কার জেরে বার্জের পাটাতন ফুটো হয়ে যায় বলে অনুমান। এরপর ডুবতে থাকে বার্জটি। চড়ায় ধাক্কা মারার সময় নদীতে কয়েকটি মৎস্যজীবী নৌকা ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতি হয়েছে জালের। স্থানীয় মৎস্যজীবীরাই বাংলাদেশী নাবিকদের উদ্ধারে হাত লাগায়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় মন্দিরবাজারের এসডিপিও বিশ্বজিৎ নস্কর, কুলপির ওসি বাপী রায় ও বিডিও সৌরভ গুপ্ত। সিভিল ডিফেন্সের কর্মীরা পৌঁছে যান। ইতিমধ্যে আশি শতাংশ ডুবে গিয়েছে বার্জটি। বার্জটিতে ছাই থাকায় নদীতে দূষণের আশঙ্কা করছেন স্থানীয় মৎস্যজীবীরা।

বিকেল থেকে বার্জের ছাই তুলে ফেলার কাজ শুরু হয়েছে। কুলপির বিডিও সৌরভ গুপ্ত বলেন, খবর পাওয়ার পর সিভিল ডিফেন্স, পুলিশ যৌথ উদ্ধারকাজ শুরু করেছে। ১০ নাবিককে নিরাপদে তুলে আনা হয়েছে। কুলপির কর্মতীর্থে রাখা হয়েছে। আইনমাফিক জেলা প্রশাসন রাজ্য স্বরাষ্ট্র দফতরের নজরে এনেছে বিষয়টি। ডুবন্ত বার্জ থেকে ছাই সরানোর কাজ শুরু হয়েছে।

আরও পড়ুন- মদ-মাদক সেবনে নিষেধাজ্ঞা সদস্যদের, কংগ্রেসের প্লেনারি অধিবেশনে কড়া পদক্ষেপ

 

 

Related articles

পুজোর মেনুতে নতুন স্বাদ: বড় নির্দেশ রুফ-টপ রেস্তোঁরা নিয়ে

পুজোর মরশুম মানেই পেটপুজোর মরশুম। আর তাতে আলাদা মাত্রা যোগ করে শহরের রুফ টপ রেস্তোঁরাগুলি (roof top restaurant)।...

গুরুবারে TMCP-র প্রতিষ্ঠাদিবসে মেগা ছাত্র সমাবেশ, নির্দেশিকা দেবেন মমতা, বলবেন অভিষেকও

গুরুবারে তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) প্রতিষ্ঠা দিবস। মেগা ছাত্র সমাবেশ মেয়ো রোডে। ২৮ অগাস্টকে কেন্দ্র করে ইতিমধ্যেই শহরে...

তিনিই নিয়োগ করেছিলেন, এবার গৌড়বঙ্গের উপাচার্যকে সরালেন রাজ্যপালই

রাজ্যের তালিকা অগ্রাহ্য করে বাংলার বিশ্ববিদ্যালয়গুলির উপর কার্যত এক নায়কতন্ত্র চালানোয় অভিযুক্ত রাজ্যপাল সি ভি আনন্দ বোস (C...

ভারতে বসছে দাবা বিশ্বকাপের আসর, কী বললেন প্রধানমন্ত্রী মোদি?

চলতি বছরে ভারতে বসছে দাবা বিশ্বকাপের আসর। ২০০২ সালের পর আবারও দাবা বিশ্বকাপ আয়োজন করতে চলেছে ভারত। ২৩...
Exit mobile version