Thursday, May 8, 2025

খারাপ সময় পরিবার ছাড়া পাশে ছিলেন ধোনি, বললেন বিরাট

Date:

Share post:

মাঝে একটা সময় খারাপ গিয়েছে। গত বছর এশিয়া কাপের আগে পযর্ন্ত একেবারেই ছন্দে ছিলেন না ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। ব‍্যাটে ছিল না শতরানের দেখা। সব ফরম্যাটের ক্রিকেটে ধারাবাহিক ভাবে ব্যর্থ হচ্ছিলেন তিনি। যার জন‍্য একটা সময়ে ক্রিকেট থেকে বিরতি নিয়ে ফেলেছিলেন বিরাট। তবে ফিরে এসেই অন্য ছন্দে দেখা যাচ্ছে তাঁকে। নিজের সেরা ফর্মে রয়েছেন তিনি। কিন্তু মাঠের বাইরে থাকার সময়টা যে কঠিন গিয়েছে, সেটা স্বীকার করেছেন কোহলি। পাশাপাশি এটাও জানিয়েছেন, ওই সময়ে পরিবার এবং স্ত্রী বাদে তাঁর কেউ খোঁজ নিয়ে থাকলে, সে হলেন একমাত্র খোঁজ করেছিলেন মহেন্দ্র সিং ধোনি। আরসিবি-র একটি পডকাস্টে এই কথাই বললেন কোহলি।

ধোনির সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে কোহলি বলেন, “ওই সময়ে আমার সবচেয়ে বড় শক্তি ছিল অনুষ্কা। গোটা সময়টাই আমার সঙ্গে কাটিয়েছে এবং চোখের সামনে দেখেছে প্রতিটা অনুভূতি, কোন অবস্থার মধ্যে দিয়ে আমি গিয়েছি, কী কী আমার সঙ্গে হয়েছে। ছোটবেলার কোচ এবং পরিবার ছাড়া যে মানুষটা আমার সঙ্গে যোগাযোগ রেখেছে, সে হলেন মহেন্দ্র সিং ধোনি।”

এখানেই না থেমে কোহলি আরও বলেন,” ধোনির সঙ্গে সহজে যোগাযোগ করাই যায় না। সে নিজে থেকে আমার সঙ্গে যোগাযোগ করেছেন। যে কোনও দিন ফোন করলে ৯৯ শতাংশ নিশ্চিত থাকতে পারেন যে ও ফোন ধরবে না। কারণ ও ফোনের দিকেই তাকায় না। সে কিনা দু’বার আমাকে নিজে থেকে মেসেজ করেছিল। ও আমাকে বলেছিল, ‘তোমাকে শক্তিশালী হতে হবে। নিজেকে এতটা শক্তিশালী করতে হবে, যাতে লোকে এটা না জিজ্ঞাসা করে যে তুমি কেন আছো?’ আর ধোনির ওই কথা আমাকে ভিষণ ধাক্কা দেয়। কারণ আমি নিজেকে এত দিন আত্মবিশ্বাসী, মানসিকভাবে শক্তিশালী মানুষ হিসেবেই দেখতাম যে কিনা যে কোনও পরিস্থিতিতে সমাধানের একটা পথ খুঁজে পায়।”

আরও পড়ুন:আইপিএল এবং একদিনের বিশ্বকাপের জন‍্য তৈরি বললেন ভারতীয় এই ক্রিকেটার, উদাহরণ টানলেন হার্দিকের সঙ্গে

 

 

spot_img

Related articles

রিপোর্টে ‘জল মেশান’ বঙ্গ বিজেপি নেতৃত্ব! তীব্র কটাক্ষ বনসলের, বৈঠকে ডাক না পেলেও ইডেনে দিলীপ 

বাংলার রিপোর্ট দেখেছি ঝকঝকে হয়। আর কোনও রাজ্যের এত ভাল রিপোর্ট নয়। কিন্তু কাজের সময় দেখেছি সাংগঠনিক রিপোর্টে...

বোলিং ব্যর্থতায় ঘরের মাঠেই আশা শেষ নাইট রাইডার্সের

ডেওয়াল্ড ব্রেভিস(Dewald Brevis) এবং শিবম দুবের ইনিংসটাই যেন সব শেষ করে দিল। ৬০ রানে ৫ উইকেট থেকে নাইট...

ইডেনে কেকেআর বনাম সিএসকে ম্যাচ চলাকালীন বোমা মারার হুমকি!

বোমা মেরে ইডেন(Eden) ওড়ানোর হুমকি। কলকাতা নাইট রাইডার্স(KKR) বনাম চেন্নাই সুপার কিংস(CSK) ম্যাচের আগে হঠাত্ই সিএবের(CAB) ইমেল আইডিতে...

যুদ্ধ পরিস্থিতির আবহে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রুখতে সক্রিয় রাজ্য! নবান্নে জরুরি বৈঠক মুখ্যমন্ত্রীর

দেশজুড়ে সম্ভাব্য যুদ্ধ-যুদ্ধ পরিস্থিতির আবহে রাজ্যে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম যেন নাগালের বাইরে না চলে যায়, তা নিশ্চিত করতে...