Sunday, January 11, 2026

মার্কশিট দিতে দেরি! কলেজ অধ্যক্ষার গায়ে পেট্রোল ঢেলে আগুন, মৃত্যু শিক্ষিকার

Date:

Share post:

পরীক্ষার মার্কশিট দিতে দেরি করছিল কলেজ কর্তৃপক্ষ। যার জেরেই কলেজের অধ্যক্ষার গায়ে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দেয় ওই কলেজের প্রাক্তন ছাত্র আশুতোষ শ্রীবাস্তব(২৪)(Ashutosh Sribastab)। গত সোমবার এই ঘটনা ঘটে মধ্যপ্রদেশের(MadhyaPradesh) ইন্দোরের সিমরোলে। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে ভর্তি করা হলেও, শরীরের ৯০ শতাংশ পুড়ে যাওয়ায় শনিবার ভোরে মৃত্যু হল অধ্যক্ষা বিমুক্তা শর্মার(Bimukta Sharma)। ভয়াবহ এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

সংবাদমাধ্যম সূত্রের খবর, বিএম ফার্মেসি কলেজের প্রাক্তন ছাত্র ছিলেন আশুতোষ। পরীক্ষার মার্কশিট দিতে দেরি হয়ার কারণে রাগের মাথায় অধ্যক্ষাকে পুড়িয়ে মারে বলে নিজেই স্বীকার করেছে আশুতোষ। জানা গিয়েছে, ঘটনার দিন কলেজ থেকে বেরিয়ে বাড়ি যাবেন নিজের গাড়ির দিকে এগিয়ে যাচ্ছিলেন বিমুক্তা। সেই মুহূর্তে আশুতোষ অধ্যক্ষার গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন। বিষয়টি কলেজের অন্যান্য সহকর্মীদের নজরে পড়ায় তাঁরা সঙ্গে সঙ্গে বিমুক্তাকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যান। অত্যন্ত আসঙ্কাজনক অবস্থায় ছিলেন বিমুক্তা। তাঁর শরীরের ৯০ শতাংশ অংশই পুড়ে গিয়েছিল। এই অবস্থায় মৃত্যুর সঙ্গে আর লড়াই করতে পারলেন না শিক্ষিকা। শনিবার ভোর ৪ টে নাগাদ মৃত্যু হয় তাঁর।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এর আগেও বিমুক্তাকে ভয় দেখিয়ে মেসেজ করত আশুতোষ। যার জেরে মাস কয়েক আগে তাঁকে আটকও করা হয়। পরে অবশ্য জামিনে মুক্তিও পায় সে। এরপরই বিমুক্তা খুন করার পরিকল্পনা করে আশুতোষ। সেই মতো সোমবার অধ্যাক্ষার গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরায় অভিযুক্ত। এই ঘটনার পর বৃহস্পতিবার পুলিশ হেফাজতে নেওয়া হয় আশুতোষকে। শুক্রবার আশুতোষকে আদালতে পেশ করলে ১ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।

spot_img

Related articles

‘হামলার’ প্রতিবাদে পথে শুভেন্দু: ‘জয় বাংলা’ স্লোগানে চিত্ত চাঞ্চল্য, কটাক্ষ তৃণমূলের

চন্দ্রকোনায় শনিবার রাতে এক নাটকীয় চিত্রনাট্য রচনা করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই ইস্যুকে হাতিয়ার করে কলকাতা শহরে...

ফলতায় সেবাশ্রয়-২ শিবির পরিদর্শনে অভিষেক

সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) উদ্যোগে ডায়মন্ড হারবারের বিভিন্ন বিধানসভা কেন্দ্রে একমাসেরও বেশি সময় ধরে সেবাশ্রয়-২ স্বাস্থ্যশিবিরে উন্নত...

শুধু বাংলা নয়, কমিশনের ‘উদ্ভাবনী’ SIR-ভোগান্তিতে গোয়া: শুনানির নোটিশ নৌসেনা প্রধানকে

শুরু থেকেই SIR প্রক্রিয়া নিয়ে ভোগান্তির আর শেষ নেই! সাধারণ ভোটারদের ভোগান্তির অভিযোগ নতুন নয়, তবে এবার সেই...

রাজ্যের আইনশৃঙ্খলায় কড়া নজর কমিশনের! প্রথম রিপোর্টেই শুভেন্দু-চম্পাহাটি প্রসঙ্গ

রাজ্যের আইনশৃঙ্খলার বর্তমান পরিস্থিতি ঠিক কেমন, তা নিয়ে প্রতি সপ্তাহে এবার সরাসরি রিপোর্ট নেবে নির্বাচন কমিশন। বছরের শুরুতেই...