Friday, August 22, 2025

মাধ্যমিকে ইংরাজি প্রশ্নপত্র ”ফাঁস”-এ নাটের গুরু সুকান্তই, তদন্তের আশ্বাস শিক্ষামন্ত্রীর

Date:

চলতি মাধ্যমিক পরীক্ষায় ইংরাজি প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ তুলে বাজার গরম করেছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumder)। বিষয়টি নিয়ে মধ্যশিক্ষা পর্ষদের কাছে তদন্তের দাবি রাজ্য বিজেপির শীর্ষ নেতা। তবে এই ঘটনার নেপথ্যে অন্তর্ঘাত রয়েছে বলেই দাবি পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়ের (Ramanuj Gangopadhyay)। একই সুর শোনা গিয়েছে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর (Bratya Basu) গলাতেও। অন্তর্ঘাতের ঘটনায় শিক্ষামন্ত্রী সরাসরি বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের দিকে অভিযোগের আঙুল তুলেছেন। সেইসঙ্গে বিষয়টি তদন্ত করে দেখা হবে বলেও আশ্বাস দিয়েছেন শিক্ষামন্ত্রী।

প্রসঙ্গত, গতকাল শুক্রবার ছিল চলতি বছরের মাধ্যমিকের (Madhyamik) ইংরাজি পরীক্ষা। ওইদিন দুপুরে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার একটি টুইট করেন। তিনি লেখেন, “আজ মাধ্যমিকের ইংরাজি পরীক্ষা। সকল পরিক্ষার্থীদের শুভেচ্ছা জানাই। যদিও আজ সকাল থেকেই এবারের মাধ্যমিক পরীক্ষার ইংরাজি প্রশ্নপত্র ঘুরে বেড়াচ্ছে। কিছু সময়ের মধ্যেই প্রশ্নপত্র ফাঁস হয়েছে কি না তা স্পষ্ট হয়ে যাবে।” এখানেই শেষ নয়। সুকান্তর অভিযোগ, মালদহে মূলত মাধ্যমিকের প্রশ্নপত্র ঘুরে বেড়াচ্ছে। ১২টা ৪৮ মিনিট নাগাদ তাঁর হোয়াটসঅ্যাপে প্রশ্নপত্রটি পেয়েছেন। মালদহের তৃণমূল শিক্ষা সেলের এক নেতা এই প্রশ্ন ফাঁস করেছেন। তবে নাম উল্লেখ করতে চাননি তিনি। মাধ্যমিক শিক্ষা পর্ষদের কাছে তদন্তের দাবিও জানান বিজেপি রাজ্য সভাপতি।

এরপরই বিষয়টি নিয়ে মুখ খোলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তাঁর পাল্টা বক্তব্য, সুকান্ত মজুমদারি দাবি করেছেন প্রশ্নফাঁস হয়েছে মালদহ থেকে। মালদহ জেলার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুকান্ত। আবার বালুরঘাট সুকান্তর এলাকা। মালদহ জেলা তার সংলগ্ন। সুতরাং অন্তর্ঘাতের নেপথ্যে সুকান্ত মজুমদারও থাকতে পারেন। বিষয়টি তদন্ত করে দেখা হবে।

 

 

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version