Tuesday, August 26, 2025

ছিঁড়ল কাউন্সিলরের কুর্তা, পুরসংস্থার কার্যালয়ে নজিরবিহীন হাতা*হাতি আপ-বিজেপির !

Date:

নেতাদের কেরামতিতে চক্ষুচড়কগাছ আমজনতার। দিল্লি পুরসংস্থার কার্যালয় (Municipal Corporation of Delhi) দেখে তাকে ‘কুস্তির আখড়া’ বলতে বিন্দুমাত্র দ্বিধাবোধ করছেন না নেটিজেনরা। আম আদমি পার্টি (Aam Aadmi Party) এবং বিজেপির (BJP) কাউন্সিলররা যেভাবে হাতা*হাতিতে জড়িয়ে পড়লেন তা দেখে পাঁচ বছরের শিশুও হেসে উঠবে বলেই মন্তব্য করছেন অনেকে। কী কান্ড ! ভাই*রাল ভিডিও দেখে হেসে লুটোপুটি সোশ্যাল মিডিয়া (Social media) ব্যবহারকারীরা। রাজধানীর বুকে যদি এইরকম কর্মকাণ্ড ঘটে, তবে এই নেতৃত্বদের উপর ভরসা করে দেশের শাসনভার তুলে দেওয়া যায় কি? প্রশ্ন তুলছে রাজনৈতিক মহলের একাংশ।

ঘটনাস্থল দিল্লির পুরসংস্থার (Municipal Corporation of Delhi) কার্যালয়। জানা যায় ছয় সদস্যের এক পুরকমিটি গঠনের সময় দিল্লির নবনির্বাচিত মেয়র শেলি ওবেরয় (Shelley Oberoi) একটি ভোট অবৈধ বলে ঘোষণা করেন। মেয়রের এই পদক্ষেপের জেরে ভোট গণনায় বাধা সৃষ্টি করেন বিজেপির কাউন্সিলররা। মেয়ের ফলাফলের ক্ষেত্রে ওই ভোট গণনাকে প্রাধান্য দিতে চাননি। এরপরেই চরম বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। লাথি, ঘুষি, কিল, চড় – বাকি রইল না কিছুই। ধাক্কাধাক্কি জেরে বেশ কয়েকজন কাউন্সিলরের কুর্তা ছিঁড়ে যায়, অজ্ঞান হয়ে পড়েন একজন। বিজেপি এবং আপ, দুই শিবিরের নেতারাই শালীনতার চূড়ান্ত মাত্রা ছাড়িয়ে গেছেন বলেই মত রাজনৈতিক বিশ্লেষকদের। মেয়র যে ভোটটি অবৈধ বলে বাতিল করেন গেরুয়া শিবির সেটিকে বৈধ ভোট হিসেবে গণনা করার দাবি করতে থাকে। হিসেব করে দেখা যায় ভোটটি যদি বাতিল করা হয় তাহলে আপ প্রার্থী জয়ী হবেন বলেই বিজেপির অভিযোগ। এখান থেকে গন্ডগোলের সূত্রপাত। অন্যদিকে ঘটনার জেরে মেয়রের প্রা*ণ সংশয় হয়েছিল বলে উল্লেখ করে আপ বিধায়করা বলেন , এই একটা ঘটনায় গোটা দেশের কাছে প্রমাণিত যে বিজেপি আসলে গু*ন্ডাদের দল।

 

Related articles

সিবিআই-এর Gallery Show নয়, খেজুরির জোড়ামৃত্যুতে CID তদন্তের নির্দেশ আদালতের, গঠন হবে SIT

খেজুরির দুই বিজেপি কর্মী সুজিত দাস ও সুধীর পাইকের রহস্যমৃত্যুতে রাজ্যের তদন্তকারী সংস্থাতেই আস্থা রাখল কলকাতা হাই কোর্ট...

জনপ্রিয় ওটিটিতেই আসছে ধূমকেতু: বলে ফেললেন প্রযোজক মহেন্দ্র

হৈ হৈ করে হলে গিয়ে ধূমকেতু যারা দেখে ফেলেছেন তাঁরা অনেকেই চাইছেন ফের দেশুর ঝলক দর্শনের। তাঁদের জন্য...

ব্রাজিল দলে ফের ব্রাত্য নেইমার, জায়গা হল না ভিনিসিয়াসের

২০২২ সালের ৯ ডিসেম্বর কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে শেষবার ব্রাজিলের(brazil) জার্সিতে ম্যাচ খেলেছিলেন নেইমার(neymar)।  আরও একটা...

যশের সঙ্গে আর নয়, ছেলেকে নিয়ে আলাদা নুসরত!

'অর্ডার ছাড়া বর্ডার ক্রস' না করার ওয়ারনিং দিয়ে আপাতত চর্চার শিরোনামে রক্তবীজ টু-এর (Raktabeej 2) আইটেম ডান্স গার্ল।...
Exit mobile version