Monday, August 25, 2025

মদ-মাদক সেবনে নিষেধাজ্ঞা সদস্যদের, কংগ্রেসের প্লেনারি অধিবেশনে কড়া পদক্ষেপ

Date:

রায়পুরে প্লেনারি অধিবেশনের(Planery meeting) দ্বিতীয় দিনে কংগ্রেস সদস্যদের জন্য লাগু হল নয়া আচরণবিধি। দলের সদস্যদের জন্য নয়া নির্দেশিকায় বলা হয়েছে, যেকোনও রকম মাদক দ্রব্য থেকে দূরে থাকতে হবে কংগ্রেস সদস্যদের(Congress Members)। একইসঙ্গে জনসমক্ষে দলের সমালোচনা করা যাবে না বলেও নির্দেশিকায় স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে।

কংগ্রেস সদস্যদের এতদিন দলের গঠনতন্ত্র অনুযায়ী মোট সাতটি বিষয়ে শপথ গ্রহণ করতে হত। যার মধ্যে অন্যতম ছিল মদ্যপান(Alchole) এবং মাদক(Drug) থেকে সদস্যদের দূরে থাকার নির্দেশিকা। তবে ৮৫ তম অধিবেশনে ‘অ্যালকোহলিক পানীয়ের’ জায়গায় ‘মাদক জাতীয় এবং সাইকোট্রপিক পদার্থ’ ব্যবহার করা যাবে না বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর পাশাপাশি নয়া আচরণবিধিতে ওয়ার্কিং কমিটির সদস্যদের শ্রমজীবী , বঞ্চিত ও দরিদ্র মানুষের পাশে থাকা কথা উল্লেখ করা হয়েছে। তাছাড়াও বলা হয়েছে, সামাজিক ন্যায়বিচার ও সম্প্রীতি রক্ষার ব্যাপারে সদস্যদের বাধ্যতামূলকভাবে অংশগ্রহণ করতে হবে, দুর্নীতিতে যাতে জড়িয়ে না পড়েন তার জন্য সতর্ক থাকতে হবে। ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র, গণতন্ত্রের নীতির প্রচারে সদস্যদের আরও বেশি সক্রিয় থাকতে হবে। প্রত্যক্ষ বা পরোক্ষভাবে, প্রকাশ্যে বা পাবলিক প্ল্যাটফর্ম ব্যবহার করে দলের গৃহীত নীতির সমালোচনা করা যাবে না।

উল্লেখ্য, কংগ্রেসের এই অধিবেশনের প্রথম দিনেই ওয়ার্কিং কমিটির সদস্য নির্বাচন নিয়ে পিছু হটে কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। সদস্যদের মনোনীত করার ক্ষমতা দেওয়া হয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে-কে। সূত্রের খবর, ওয়ার্কিং কমিটির অর্ধেক পদ দলিত, ওবিসি, আদিবাসী, সংখ্যালঘু, মহিলা ও তরুণ প্রজন্মের জন্য সংরক্ষিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ফলে ওয়ার্কিং কমিটিতে ভোটাভুটির সম্ভাবনা নেই বলে বলেই কংগ্রেস সূত্রে খবর।

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version