Monday, November 3, 2025

ভালবাসায় বাঁধা পড়ল জার্মানি-বাংলাদেশে! নয়া ইনিংস শুরু জেনিফার-চয়নের

Date:

ভালবাসা মানে না কোনও বাধা, মানে না দূরত্ব। এবার সেই প্রেমের টানেই সুদূর জার্মানি (Germany) থেকে বাংলাদেশে (Bangladesh) এসে পৌঁছলেন এক তরুণী। তবে শুধু এলেনই না, বিয়ে করলেন মনের মানুষকে। বাংলাদেশের গোপালগঞ্জের একটি আদালতে সাত পাকে বাধা পড়লেন দু’জনে। তবে সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে মনের মানুষকে কাছে পেয়ে রীতিমতো খুশি নবদম্পতি।

জানা গিয়েছে, জার্মানির বাসিন্দা ওই তরুণীর নাম জেনিফার স্ট্রায়াস (Jennifer Trias)। আর তাঁর প্রেমিক চয়ন ইসলাম (Chayan Islam) বাংলাদেশের গোপালগঞ্জের বাসিন্দা। চয়নের বাবা রবিউল ইসলাম ইতালিতে থাকতেন। কিছুদিন পর সেখান থেকে তিনি চলে যান জার্মানিতে। পাঁচ বছর আগে সেখানেই একটি কোর্সে ভর্তি হন চয়ন। সেখানেই দুজনের আলাপ। তবে এরপর ২০২২ সালে কোভিডের কারণে মার্চ মাসেই চয়ন বাংলাদেশে চলে আসেন। কিন্তু কোভিড কাল পেরিয়ে গেলেও জেনিফার ও চয়নের মধ্যে প্রেমে এতটুকুও ভাটা পড়েনি। আর সেকারণেই ভালোবাসার টানে সুদূর জার্মানি থেকে দীর্ঘ পথ পেরিয়ে জেনিফার ছুটে আসেন প্রেমিক চয়নের কাছে। এরপর গত ১৮ ফেব্রুয়ারি দুজনে সোজা আদালতে চলে যান এবং বিবাহবন্ধনে (Marriage) বাঁধা পড়েন।

জেনিফার জানান, আমি বাংলাদেশকে ভালবেসে ফেলেছি। এখানকার পরিবেশ, আতিথেয়তা ও সবার ভালবাসা আমায় মুগ্ধ করেছে। চয়নের পরিবারের সবাই আমাকে আপন করে নিয়েছেন। তবে বিদেশি বৌমাকে পেয়ে যেমন খুশি চয়নের পরিবার, ঠিক তেমনই চয়নকে জামাই হিসাবে পেয়ে উচ্ছ্বসিত জেনিফারের পরিবারও।

 

 

 

Related articles

‘বন্দেমাতরম’-এর সার্ধ শতবর্ষে রাজ্যজুড়ে উদযাপন, মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে সিদ্ধান্ত মন্ত্রিসভার 

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অমর সৃষ্টি ‘বন্দেমাতরম’-এর সার্ধ শতবর্ষ উদযাপন করবে রাজ্য সরকার। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত...

বিদেশি বন্দি-মুক্তির দাবি! জনস্বার্থ মামলা দায়ের কলকাতা হাইকোর্টে 

রাজ্যে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকা সংশোধনীর কাজ বা এসআইআর। ঠিক এই সময়েই আফগানিস্তান, পাকিস্তান ও বাংলাদেশের...

রাজ্যের প্রতিটি জেলায় খুলছে সোশ্যাল মিডিয়া ইউনিট, সিদ্ধান্ত মন্ত্রিসভার

রাজ্যের উন্নয়নের কর্মযজ্ঞ এবার আরও দ্রুত মানুষের কাছে পৌঁছবে সামাজিক মাধ্যমের মাধ্যমে। সেই লক্ষ্যেই প্রতিটি জেলায় পৃথক সোশ্যাল...

অস্ট্রেলিয়ায় রাত জেগে স্মৃতিদের বিশ্বকাপজয়ের সাক্ষী থাকলেন সূর্যরা

মুম্বইয়ে বিশ্বকাপ জিতে ইতিহাস সৃষ্টি করেছে ভারতীয় মহিলা দল(Indian women team)। গোটা দেশ সাক্ষী থেকেছে হরমনপ্রীতদের অবিস্মরণীয় কীর্তির।...
Exit mobile version