Thursday, August 21, 2025

ভালবাসা মানে না কোনও বাধা, মানে না দূরত্ব। এবার সেই প্রেমের টানেই সুদূর জার্মানি (Germany) থেকে বাংলাদেশে (Bangladesh) এসে পৌঁছলেন এক তরুণী। তবে শুধু এলেনই না, বিয়ে করলেন মনের মানুষকে। বাংলাদেশের গোপালগঞ্জের একটি আদালতে সাত পাকে বাধা পড়লেন দু’জনে। তবে সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে মনের মানুষকে কাছে পেয়ে রীতিমতো খুশি নবদম্পতি।

জানা গিয়েছে, জার্মানির বাসিন্দা ওই তরুণীর নাম জেনিফার স্ট্রায়াস (Jennifer Trias)। আর তাঁর প্রেমিক চয়ন ইসলাম (Chayan Islam) বাংলাদেশের গোপালগঞ্জের বাসিন্দা। চয়নের বাবা রবিউল ইসলাম ইতালিতে থাকতেন। কিছুদিন পর সেখান থেকে তিনি চলে যান জার্মানিতে। পাঁচ বছর আগে সেখানেই একটি কোর্সে ভর্তি হন চয়ন। সেখানেই দুজনের আলাপ। তবে এরপর ২০২২ সালে কোভিডের কারণে মার্চ মাসেই চয়ন বাংলাদেশে চলে আসেন। কিন্তু কোভিড কাল পেরিয়ে গেলেও জেনিফার ও চয়নের মধ্যে প্রেমে এতটুকুও ভাটা পড়েনি। আর সেকারণেই ভালোবাসার টানে সুদূর জার্মানি থেকে দীর্ঘ পথ পেরিয়ে জেনিফার ছুটে আসেন প্রেমিক চয়নের কাছে। এরপর গত ১৮ ফেব্রুয়ারি দুজনে সোজা আদালতে চলে যান এবং বিবাহবন্ধনে (Marriage) বাঁধা পড়েন।

জেনিফার জানান, আমি বাংলাদেশকে ভালবেসে ফেলেছি। এখানকার পরিবেশ, আতিথেয়তা ও সবার ভালবাসা আমায় মুগ্ধ করেছে। চয়নের পরিবারের সবাই আমাকে আপন করে নিয়েছেন। তবে বিদেশি বৌমাকে পেয়ে যেমন খুশি চয়নের পরিবার, ঠিক তেমনই চয়নকে জামাই হিসাবে পেয়ে উচ্ছ্বসিত জেনিফারের পরিবারও।

 

 

 

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version