Monday, August 25, 2025

খাবারের গুণগত মান পরীক্ষা নিয়ে এবার আরও সতর্ক রাজ্য সরকার (Government of West Bengal)। কোনও ভাবেই যাতে ভেজাল কারবারিদের (Fraudsters)দৌরাত্ম্য আটকাতে এবার কড়া মনোভাব দেখাল নবান্ন (Nabanna)। শনিবার নবান্নে মুখ্যসচিব এইচ কে দ্বিবেদীর (CS Harikrishna Dwivedi) নেতৃত্বে খাদ্য সুরক্ষা (Food safety) নিয়ে উচ্চ পর্যায়ের জরুরি এক বৈঠক হয়। সেখানে জানান হয় এবার থেকে রাজ্যে আরও ১৬টি মিলিয়ে মোট ৩০টি ভ্রাম্যমাণ খাদ্য পরীক্ষাগার ঘুরবে। এর আগে ১৪ টি মোবাইল ফুড সেফটি ল্যাবরেটরি (Mobile Food Safety Laboratory) ছিল, তার সঙ্গে নতুনভাবে যুক্ত হল আরও ১৬ টি। নিয়মিত দোকানহাট বাজারে নজরদারি চালানো হবে বলে নবান্ন সূত্রে খবর।

স্বাস্থ্য দফতর ইতিমধ্যেই খাবারের গুণগত মান পরীক্ষার দিকে জোর দিয়েছে। খাদ্য সুরক্ষার মাপকাঠিতে ভারতের মধ্যে পশ্চিমবঙ্গ বর্তমানে ৫ নম্বর স্থানে রয়েছে। এদিনের বৈঠকে এই বিষয়ের উপর জোর দেওয়ার কথাই বলেন মুখ্যসচিব। দুগ্ধজাত সামগ্রীর উপর কতটা ভেজাল মেশান হচ্ছে তা পরীক্ষা করে দেখা আবশ্যক বলে স্বাস্থ্য ভবনের তরফে জানান হয়। প্রতি বছর দুটো করে বৈঠক হয় । এই বৈঠকে খাদ্য সুরক্ষা নিয়ে রাজ্য স্তরে যে উপদেষ্টা কমিটি রয়েছে তার সকল সদস্যই ছিলেন বলে জানা যায়। গত বছর এপ্রিল থেকে জানুয়ারি পর্যন্ত সাড়ে সাত হাজারের বেশি খাদ্যের নমুনা সংগ্রহ করেছে স্বাস্থ্য দফতরের খাদ্য সুরক্ষা বিভাগ। এইদিকে নজর দিয়ে কড়া পদক্ষেপ করেছে সরকার। বিগত ৯ মাসে জরিমানা ও লাইসেন্স ফি বাবদ ১২ কোটি টাকা সরকারি খাতে জমা পড়েছে বলে জানা যাচ্ছে। যত সময় যাচ্ছে তত ভেজাল খাবার খেয়ে শারীরিক অসুস্থতার সংখ্যা বাড়ছে। এই বিষয়ে পুলিশকেও কড়া নজরদারি চালাতে বলেছে নবান্ন।

 

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version