Thursday, August 28, 2025

ফের বিতর্কে জাতীয় পুরস্কার প্রাপ্ত গায়ক রূপঙ্কর বাগচী (Rupankar Bagchi)। মানুষকে ভালবাসা কি এতটাই অন্যায় নাকি সেলেব বলে সবেতেই ট্রোলড হতে হয়। নিজের মনের অনুভূতির কথা জানিয়ে এবার বিপাকে পড়লেন গায়ক রূপঙ্কর (Rupankar)। গায়ক অরিজিৎ সিং-এর (Arijit Singh) পোস্টে মন্তব্য করার পর থেকেই ফের শিরোনামে রূপঙ্কর বাগচী। কিন্তু কী এমন হল যার জেরে এভাবে হেনস্থা সহ্য করতে হচ্ছে গায়ককে।

ঘটনার সূত্রপাত আবার সোশ্যাল মিডিয়াকেই কেন্দ্র করে। আসলে গায়ক অরিজিৎ সিং তাঁর সমাজমাধ্যমের প্রোফাইলে ছবি (Social Media Profile Picture) পরিবর্তন করেছেন। সেখানে দেখা যায় মঞ্চে মাথা ঠেকিয়ে প্রণাম করছেন এ কালের জনপ্রিয় গায়ক। ২০২১ সালের পুরনো ডিপি (Display Picture) আবার ফিরিয়ে এনেছেন তিনি। এতে প্রচুর মানুষ কমেন্ট করেছেন। তাঁদের মধ্যেই একজন হলেন গায়ক রূপঙ্কর। তিনি ‘লভ’ ইমোজি দিয়েছেন সেই ছবিতে, সঙ্গে লিখেছেন “ভালবাসা নিও”। ব্যাস এখান থেকেই বিপত্তির শুরু। অরিজিত ফ্যানেরা এরপর কটাক্ষ আর মৌখিক আক্রমণে জর্জরিত করেছেন রূপঙ্করকে। ফিরেছে কেকে প্রসঙ্গ। রূপঙ্কর মন্তব্য করতে না করতেই ধেয়ে এল পাল্টা মন্তব্য। গায়ককে মনে করিয়ে দেওয়া হল, বাংলার অরিজিৎ যে মুম্বইয়ের জনপ্রিয় শিল্পী! তাঁর বিপুল নাম-যশ-খ্যাতিতে কি রূপঙ্কর ঈর্ষান্বিত? রূপঙ্করের ভালবাসা অরিজিৎ পর্যন্ত পৌঁছনর আগেই “হু ইজ় অরিজিৎ সিং ম্যান?” লেখাটা ফুটে উঠল কমেন্ট বক্সে সঙ্গে হাসির রোল।

গায়ক রূপঙ্করের এক মন্তব্য নিমেষে উস্কে দিল ২০২২ সালের ৩১ মে-র মর্মা*ন্তিক অধ্যায়। কলকাতায় মঞ্চে অসুস্থ হয়ে হোটেলে ফিরে প্রয়াত হন কেকে (KK)। তার আগেই তাঁর শো নিয়ে, শিল্পীর জনপ্রিয়তা নিয়ে মন্তব্য করেছিলেন রূপঙ্কর। এরপর কার্যত ‘বয়কট’ করা হয়েছিল তাঁকে। ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরছেন গায়ক। কিন্তু আবার বিতর্ক। যদিও এই নিয়ে পাল্টা কোনও কৈফিয়ত দেন নি রূপঙ্কর।

 

Related articles

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...

সুখবর! পুজোর আগে পার্ট টাইম কর্মীদের বেতন বাড়াল রাজ্য 

পুজোর আগে রাজ্যের আংশিক সময়ের কর্মীদের জন্য বড় সুখবর দিল নবান্ন। বিভিন্ন দফতর ও সরকার অধীনস্থ সংস্থায় কর্মরত...
Exit mobile version