Tuesday, November 4, 2025

ম*র্মান্তিক পরিণতি যুবকের! সিউড়িতে ধু*ন্ধুমার 

Date:

Share post:

যুবকের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে ছড়াল উত্তেজনা। বাড়ি থেকে উদ্ধার যুবকের ঝুলন্ত দেহ। ঘটনাকে কেন্দ্র করে ধুন্ধুমার বীরভূমের সিউড়ি (Birbhum Suri)। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করতে গেলে স্থানীয়দের বাধার মুখে পড়তে হয় তাঁদের। পুলিশকে লক্ষ্য করে শুরু হয় ইটবৃষ্টি। তবে পরিস্থিতি আয়ত্তে আনতে পুলিশ বিক্ষোভকারীদের তাড়া দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। জানা গিয়েছে, বছর সাতাশের ওই যুবকের নাম তন্ময় দাস (Tanmoy Das)। তবে ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার (Arrest) করতে পারেনি পুলিশ।

পরিবারের দাবি, লকডাউনের (Lockdown) সময় অনলাইন লটারির (Online Lottery) ব্যবসা শুরু করেছিল ওই যুবক। তাঁর বিরুদ্ধে কলকাতায় অভিযোগ দায়ের হয়। পরে ঘটনার পরিপ্রেক্ষিতে তাঁকে গ্রেফতারও করা হয়। তন্ময় বীরভূমের সিউড়ির তিন নম্বর ওয়ার্ডের রক্ষাকালীতলার বাসিন্দা। রবিবার সকালে বাড়ি থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে খবর, তিনি বেঙ্গালুরুতে (Bengaluru) চাকরি করতেন। তবে লকডাউনের সময় চাকরি চলে যায় তন্ময়ের। তারপরই সিউড়িতে চলে আসেন তিনি। এরপর চুটিয়ে লটারি ব্যবসা করতেন ওই যুবক। তবে জানা গিয়েছে, কলকাতার কেউ একজন লটারি সংক্রান্ত মামলা করেন। কিন্তু সেই মামলার এফআইআরে নাম ছিল না তন্ময়ের। আর তখন থেকেই শুরু হয় চরম মানসিক যন্ত্রণা। তার জেরে যুবক আত্মঘাতী হয়েছেন বলেই দাবি পরিবারের।

তবে এদিন যুবকের ঝুলন্ত দেহ উদ্ধারের কথা শুনেই ঘটনাস্থলে পৌঁছয় সিউড়ি থানার বিশাল পুলিশবাহিনী। আর পুলিশ অবরোধকারীদের হঠানোর চেষ্টা করলে অবরোধকারীরা ক্ষুব্ধ হয়ে ওঠে। এরপরই পুলিশকে আক্রমণের পাশাপাশি তাঁদের গাড়ি লক্ষ্য করে ইটবৃষ্টি হয় বলে অভিযোগ। এরপর সিউড়ি থানার (Suri Police Station) পুলিশ বাধ্য হয়ে বিক্ষোভকারীদের হঠাতে লাঠি উঁচিয়ে ধেয়ে যায়। তবে পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে বিষয়টি সামাল দিতে আসরে নামতে হয় সিউড়ি পুরসভার উপ পুরপ্রধান বিদ্যাসাগর সাউকে (Vidyasagar Shaw)। তিনি বিক্ষোভকারীদের প্রশমিত করতে আসরে নামেন। তাঁকে লক্ষ্য করেও ঢিল ছোঁড়া হয় বলে অভিযোগ। বর্তমানে তাঁর চিকিৎসা চলছে।

 

 

spot_img

Related articles

ভারতে প্রতি সপ্তাহে ওষুধের ওভারডোজে ১২ জনের মৃত্যু! চাঞ্চল্য NCRB-র রিপোর্টে

ওষুধের (Drug) ওভারডোজ। এর জেরে প্রতি সপ্তাহে ভারতে মৃত্যু হচ্ছে ১২ জনের। চিকিৎসকের (Doctor) পরামর্শ ছাড়া ওষুধ সেবন...

SIR ষড়যন্ত্রের প্রতিবাদে মহামিছিলে মমতা-অভিষেক, জনজোয়ার মহানগরীর রাজপথে

বাংলার ভোটাধিকার রক্ষার্থে ও SIR-এর ষড়যন্ত্রের প্রতিবাদে তৃণমূলের মহামিছিল। মঙ্গলবার, দুপুর সোয়া দুটো নাগাদ রেড রোডে আম্বেদকরের মূর্তিতে...

ফের ডবল ইঞ্জিনের রাজ্যে রেললাইনে বাংলার পরিযায়ী শ্রমিকের ক্ষতবিক্ষত দেহ!

ফের বিজেপি শাসিত মহারষ্ট্রে বাঙালি পরিযায়ী শ্রমিকের (Migrant Labour) মৃত্যু। মুম্বইয়ে রেল লাইনের ধার থেকে উদ্ধার দেহ। মৃতের...

ফের SIR আতঙ্কে বাংলায় আত্মহত্যার অভিযোগ! উলুবেড়িয়ায় মৃত্যু ৩০বছরের যুবকের

SIR, আর তার পথ ধরে NRC- কেন্দ্রের এই নীতির আতঙ্কে একের পর এক প্রাণহানির ঘটনা ঘটছে বাংলায়। এবার...