Friday, December 19, 2025

ম*র্মান্তিক পরিণতি যুবকের! সিউড়িতে ধু*ন্ধুমার 

Date:

Share post:

যুবকের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে ছড়াল উত্তেজনা। বাড়ি থেকে উদ্ধার যুবকের ঝুলন্ত দেহ। ঘটনাকে কেন্দ্র করে ধুন্ধুমার বীরভূমের সিউড়ি (Birbhum Suri)। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করতে গেলে স্থানীয়দের বাধার মুখে পড়তে হয় তাঁদের। পুলিশকে লক্ষ্য করে শুরু হয় ইটবৃষ্টি। তবে পরিস্থিতি আয়ত্তে আনতে পুলিশ বিক্ষোভকারীদের তাড়া দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। জানা গিয়েছে, বছর সাতাশের ওই যুবকের নাম তন্ময় দাস (Tanmoy Das)। তবে ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার (Arrest) করতে পারেনি পুলিশ।

পরিবারের দাবি, লকডাউনের (Lockdown) সময় অনলাইন লটারির (Online Lottery) ব্যবসা শুরু করেছিল ওই যুবক। তাঁর বিরুদ্ধে কলকাতায় অভিযোগ দায়ের হয়। পরে ঘটনার পরিপ্রেক্ষিতে তাঁকে গ্রেফতারও করা হয়। তন্ময় বীরভূমের সিউড়ির তিন নম্বর ওয়ার্ডের রক্ষাকালীতলার বাসিন্দা। রবিবার সকালে বাড়ি থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে খবর, তিনি বেঙ্গালুরুতে (Bengaluru) চাকরি করতেন। তবে লকডাউনের সময় চাকরি চলে যায় তন্ময়ের। তারপরই সিউড়িতে চলে আসেন তিনি। এরপর চুটিয়ে লটারি ব্যবসা করতেন ওই যুবক। তবে জানা গিয়েছে, কলকাতার কেউ একজন লটারি সংক্রান্ত মামলা করেন। কিন্তু সেই মামলার এফআইআরে নাম ছিল না তন্ময়ের। আর তখন থেকেই শুরু হয় চরম মানসিক যন্ত্রণা। তার জেরে যুবক আত্মঘাতী হয়েছেন বলেই দাবি পরিবারের।

তবে এদিন যুবকের ঝুলন্ত দেহ উদ্ধারের কথা শুনেই ঘটনাস্থলে পৌঁছয় সিউড়ি থানার বিশাল পুলিশবাহিনী। আর পুলিশ অবরোধকারীদের হঠানোর চেষ্টা করলে অবরোধকারীরা ক্ষুব্ধ হয়ে ওঠে। এরপরই পুলিশকে আক্রমণের পাশাপাশি তাঁদের গাড়ি লক্ষ্য করে ইটবৃষ্টি হয় বলে অভিযোগ। এরপর সিউড়ি থানার (Suri Police Station) পুলিশ বাধ্য হয়ে বিক্ষোভকারীদের হঠাতে লাঠি উঁচিয়ে ধেয়ে যায়। তবে পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে বিষয়টি সামাল দিতে আসরে নামতে হয় সিউড়ি পুরসভার উপ পুরপ্রধান বিদ্যাসাগর সাউকে (Vidyasagar Shaw)। তিনি বিক্ষোভকারীদের প্রশমিত করতে আসরে নামেন। তাঁকে লক্ষ্য করেও ঢিল ছোঁড়া হয় বলে অভিযোগ। বর্তমানে তাঁর চিকিৎসা চলছে।

 

 

spot_img

Related articles

হিজাব বিতর্কে নয়া মোড় ,সরকারি চাকরিতে যোগ দিচ্ছেন না মহিলা চিকিৎসক!

বিহারের সরকারি অনুষ্ঠানে মহিলা চিকিত্‍সকের মুখ থেকে হিজাব টেনে নামিয়ে দিয়ে বিতর্কের জন্ম দিয়েছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী নীতীশ...

কারওয়ান বাজারে প্রথম আলো-র সংবাদপত্রের দফতরে হামলা! 

বাংলা দৈনিক প্রথম আলো-র দফতরে হামলা! বৃহস্পতিবার মধ্যরাতে একদল অজ্ঞাত পরিচয় ব্যক্তি সংবাদপত্রটির দফতরে ঢুকে একাধিক তলায় ব্যাপক...

জলপাইগুড়ির আকাশে ভিনগ্রহীদের যান! রহস্যময় আলো ঘিরে বাড়ছে জল্পনা

বৃহস্পতিবার রাতের আকাশে হঠাৎ রহস্যময় আলো ঘিরে চাঞ্চল্য জলপাইগুড়ি জেলায় (Jalpaiguri District)। কেউ বলছেন উল্কা কেউ বলছেন ইউএফও...

এসআইআর প্রক্রিয়ায় নজির! প্রথমবার ভোটারকে শো-কজ কমিশনের

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়ায় এই প্রথম কোনও ভোটারকে শো-কজ নোটিশ পাঠাল নির্বাচন কমিশন। অভিযোগ, এক...