Friday, July 4, 2025

বিজ্ঞাপনে ‘আজাদ’হীন কংগ্রেস, প্রবল সমালচনার মুখে ক্ষমা চাইল হাত শিবির

Date:

কংগ্রেসের প্লেনারি অধিবেশন উপলক্ষে দেশের বিভিন্ন সংবাদপত্রে বিজ্ঞাপন প্রকাশ করা হয়েছিল কংগ্রেসের(Congress) তরফে। তবে সেই বিজ্ঞাপন থেকে উধাও হয়ে গেল কংগ্রেসের দুই বারের সভাপতি মৌলানা আবুল কালাম আজাদের(Abul Kalam Azad) ছবি। এই ঘটনায় ব্যাপক সমালচনার মুখে পড়েছে শতাব্দী প্রাচীন দল। বেহগতিক বুঝে এবার পরিস্থিতি সামাল দিতে মাঠে নামতে হল হাত শিবিরের প্রবীণ নেতা জয়রাম রমেশকে(Jayram Ramesh)। সোমবার টুইট করে তিনি জানালেন, অমার্জনীয় ভুল হয়ে গিয়েছে। এই গাফিলতির জন্য উপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে।

গত রবিবার কংগ্রেসের প্লেনারি অধিবেশন উপলক্ষে সংবাদপত্রে এক বিজ্ঞাপন দেওয়া হয়। যেখানে তুলে ধরা হয় কংগ্রেসের অতীত গৌরব। বিজ্ঞাপনে দেখা যায় অতীতে দেশের তথা কংগ্রেসের গৌরবময় নেতৃত্বের ছবি। যেমন, মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরু, সুভাষচন্দ্র বসুর পাশাপাশি ওই বিজ্ঞাপনে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধীরও ছবি দেওয়া হয়। বিজ্ঞাপনটির নীচে ছিল দলের বর্তমান শীর্ষ নেতৃত্ব সভাপতি মল্লিকার্জুন খড়্গে, প্রাক্তন দুই সভাপতি সনিয়া গান্ধী, রাহুল গান্ধী এবং প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ছবি। তবে দুদফায় কংগ্রেস সভাপতি হওয়া মৌলানা আবুল কালাম আজাদের ছবি ছিল না সেখানে। বিষয়টি প্রকাশ্যে আসার পর স্বাভাবিকভাবেই ব্যাপক বিতর্ক তৈরি হয়। বহু কংগ্রেস নেতা এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন। অভিযোগ করা হয়, ইচ্ছাকৃত ভুল’ করেছে কংগ্রেস। আজাদের ‘অপমানে’ কংগ্রেসত্যাগী গুলাম নবি আজাদ জানান, কংগ্রেসের এই ‘বিজেপিঘেঁষা নীতি’র কারণেই তিনি দল ছাড়তে বাধ্য হয়েছেন। প্রবল সমালোচনার মুখে পড়ে অবশেষে অনিচ্ছাকৃত এই ঘটনার জন্য ক্ষমা চাইল কংগ্রেস।

Related articles

গিলের চওড়া ব্যাটে রানের পাহাড়ে টিম ইন্ডিয়া

শুভমন গিলের (Shubman Gill) অধিনায়কোচিতো ইনিংস। আর তাতেই রানের পাহাড়ে টিম ইন্ডিয়া। ইংল্যান্ডের বিরুদ্ধে এজবাস্টনে (Edgebaston) ইতিহাস লিখেছেন...

রেলের সিগন্যাল কেবল ক্ষতিগ্রস্ত করার অভিযোগ ওড়াল ডব্লিউবিএসইডিসিএল 

রেলের সিগন্যাল কেবল ক্ষতিগ্রস্ত করার অভিযোগ ওড়াল ডব্লিউবিএসইডিসিএল। সংস্থার স্পষ্ট বক্তব্য, ওভারহেড তারের বদলে আন্ডারগ্রাউন্ড কেবল সিস্টেম করা...

কেন রুদ্ধদ্বার শুনানি? বিজেপির ‘ধর্ষকবন্ধু’ কার্তিক মহারাজের জবাব চাইল হাই কাের্ট 

ধর্ষণের অভিযোগে পুলিশি তলবে সাড়া না দিয়ে গ্রেফতারি এড়াতে হাইকোর্টের শরণাপন্ন হয়েছেন বিজেপির ‘ধর্ষকবন্ধু’ কার্তিক মহারাজ। বিচারপতি জয়...

বেসরকারি হাসপাতালে চিকিৎসকদের হুমকির অভিযোগ! বিজেপি নেতা কৌস্তভকে নোটিশ থানার 

ওয়্যারলেস মোড় লাগোয়া একটি বেসরকারি হাসপাতালে রোগীমৃত্যু ঘিরে অশান্তির আবহে বিজেপি নেতা ও আইনজীবী কৌস্তভ বাগচীর বিরুদ্ধে ‘হুমকি‑হেনস্তা’র...
Exit mobile version