Sunday, May 4, 2025

বছর উনিশের তরুণী মাহশা আমিনির (Mahasa Amini) মৃত্যুর পর থেকেই উত্তপ্ত ইরান (Iran)। সেই উত্তেজনার রেশ এখনও কাটেনি। আর তার মধ্যেই এক বিস্ফোরক তথ্য প্রকাশ্যে এল। হিজাব (Hijab) না পড়ায় মর্মান্তিক পরিণতি হয়েছিল মাহশার। যে ছবি বিশ্ববাসীকে একেবারে নাড়িয়ে দিয়েছিল। আর এবার সামনে এল আরও এক চাঞ্চল্যকর ঘটনা। নারীশিক্ষা (Women Education) রুখতে এবার ছাত্রীদের বিষ (Poison) খাওয়ানোর অভিযোগ উঠল ইরানে। আর এমন ঘটনার জেরে সেদেশের একাধিক শহরে বিভিন্ন স্কুলে অসুস্থ হয়ে পড়ে শ’খানেক ছাত্রী। আর একথা নিজের মুখে স্বীকার করে নিয়েছেন খোদ ইরানের উপস্বাস্থ্যমন্ত্রী ইউনুস পানাহি (Yunus Panahi)। তিনি জানিয়েছেন, দেশে নারীশিক্ষার বিরোধীরাই এমন কাজ করেছেন। আর এমন ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো ক্ষোভে ফুঁসছে ইরান। ঘটনায় পথে নেমে বিক্ষোভ দেখাচ্ছেন অভিভাবকরা।

ইরানের রাজধানী তেহরানের (Tehran) দক্ষিণে কওম শহরেই ছাত্রীদের শরীরে বিষক্রিয়ার ঘটনা বেশি প্রকাশ্যে এসেছে। তবে শুধু কওম শহরেই নয়, বাইরেও এই কাজ করা হয়েছে বলে অভিযোগ। ইরানের সংবাদমাধ্যমে প্রকাশিত উপ স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, কওমের স্কুলগুলিতে বহু ছাত্রীর বিষক্রিয়ার খবর পাওয়ার পর তদন্ত করে দেখা গিয়েছে, ইচ্ছাকৃতভাবে এই কাজ করা হয়েছে। যাঁরা এটা করেছেন, তাঁরা চান, সমস্ত স্কুল, বিশেষত মেয়েদের স্কুল বন্ধ হয়ে যাক। তবে তিনি উপযুক্ত ব্যবস্থার আর্জি জানিয়েছেন। কিন্তু কারা এমন কাজ করে থাকতে পারেন, কাদের দিকে সন্দেহ সে সব কিছুই স্পষ্ট নয়। পাশাপাশি এখনও পর্যন্ত ঘটনায় কাউকে গ্রেফতারও (Arrest) করা হয়নি।

উল্লেখ্য, গত বছরের নভেম্বর মাসের শেষ থেকেই স্কুলে ছাত্রীদের বিষ খাওয়ানোর অভিযোগ উঠতে শুরু করে। সবচেয়ে বেশি অভিযোগ আসতে শুরু করে দক্ষিণ তেহরানের কওম শহরে। সেখানে শ’খানেক ছাত্রী স্কুলে গিয়ে অসুস্থ হয়ে পড়লে বিষয়টি প্রকাশ্যে আসে। ইতিমধ্যে বিষক্রিয়ায় অসুস্থ ছাত্রীদের অভিভাবকরা স্কুলগুলির সামনে গিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে।

 

 

Related articles

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...

রোমারিও শেফার্ডের ঝোড়ো ইনিংস, ধোনিদের হারাল বিরাটরা

শেষ মুহূর্তে রোমারিও শেফার্ডের(Romario Shepherd) একটা ঝোরো ইনিংস। আর সেটাই যেন কলকাতা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB) জয়ের রাস্তাটা প্রশস্ত...

যেতে পারেন: দিলীপ নিয়ে কর্মীদের ‘অস্বস্তিকর’ পোস্টে ব্যবস্থা নেওয়ার বার্তা শমিকের

দিলীপ ঘোষের সময়েই পরিসংখ্যানে বাংলায় বিজেপি সবথেকে ভালো অবস্থানে ছিল। সেই নেতার দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে যাওয়াকে ঘিরে...

লন্ডনে অ্যাডামাস টেক কনসালট্যান্সির অফিস উদ্বোধন বাবুল সুপ্রিয়র

বিশেষ সংবাদদাতা, লন্ডন: কলকাতার বাঙালির হাতে তৈরি কলকাতার সংস্থার অফিস উদ্বোধন লন্ডনে (London)। শনিবার, অ্যাডামাস টেক কনসালট্যান্সি, ইউ...
Exit mobile version