Wednesday, November 5, 2025

বুথ ফেরত সমীক্ষায় নাগাল্যান্ডে রেকর্ড ব্যবধানে জয়ের ইঙ্গিত NDPP-BJP জোটের

Date:

Share post:

সোমবার উত্তর-পূর্বের রাজ্য নাগাল্যান্ডের (Nagaland) ৫৯ টি বিধানসভা কেন্দ্রে নির্বাচন (Assembly Election) সম্পন্ন হল। নাগাল্যান্ডে ১৩ লক্ষ ভোটার এদিন গণতান্ত্রিক পদ্ধতিতে ১৮৩ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করলেন। এখানে জোট বেঁধে ক্ষমতাসীন ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টি (NDPP) ও বিজেপি (BJP) একসঙ্গে লড়াই করেছে। এনডিপিপি ৪০ টি এবং বিজেপি লড়ছে ২০ টি আসনে। তবে একটি আসনে বিজেপি বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করায় ৫৯ টি আসনে চলে ভোটাভুটি। এই দুদলের জোট সরকারই বর্তমানে ক্ষমতায় রয়েছে নাগাল্যান্ডে। আবারও তাঁরা ক্ষমতায় প্রত্যাবর্তনের বিষয়ে আত্মবিশ্বাসী। আর বুথ ফেরত সমীক্ষাও (Exit Polls) সেই দিকেই নির্দেশ করছে। অন্যদিকে নাগা পিপলস ফ্রন্ট (NPF) ২২টি আসনে লড়াই করছে। কংগ্রেস (Congress) প্রার্থী দিয়েছে ২৩টি আসনে।

তবে নাগাল্যান্ডের রাজনৈতিক চিত্র স্পষ্ট হতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। ২ মার্চ ফলাফল প্রকাশের পরই আসল চিত্র সামনে আসবে এবং জানা যাবে নাগাল্যান্ড বিধানসভা কার দখলে থাকবে। তবে বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী পরিষ্কার ৬০ আসনের বিধানসভা এনডিপিপি ও বিজেপি জোটের পক্ষে জেতে পারে ৩৯টি আসন, ৩টি আসন যেতে পারে এনপিএফ-র কাছে, কংগ্রেস পেতে পারে ২ টি আসন এবং অন্যান্যরা ১৫ আসন পেতে পারে।

এক নজরে দেখে নেওয়া যাক নাগাল্যান্ড (৫৯ আসন) বিধানসভার বুথ ফেরত সমীক্ষা

অ্যাক্সিস মাই ইন্ডিয়ার সমীক্ষায় দেখা যাচ্ছে- এনডিপিপি + বিজেপি জোট পেতে পারে- ৪৩, এনপিএফ পেতে পারে-৫, কংগ্রেস পেতে পারে- ১ এবং অন্যান্য পেতে পারে- ১০ আসন।

ইটিজি-র বুথ ফেরত সমীক্ষা জানাচ্ছে, এনডিপিপি + বিজেপি জোট পেতে পারে- ৪৪, এনপিএফ পেতে পারে-৬, কংগ্রেস পেতে পারে- ০ এবং অন্যান্য পেতে পারে- ৯ আসন। 

মাট্রিজ-র বুথ ফেরত সমীক্ষা জানাচ্ছে, এনডিপিপি + বিজেপি জোট পেতে পারে- ৩৯, এনপিএফ পেতে পারে-৩, কংগ্রেস পেতে পারে- ২ এবং অন্যান্য পেতে পারে- ১৫ আসন। 

জন কি বাত-র বুথ ফেরত সমীক্ষা জানাচ্ছে, এনডিপিপি + বিজেপি জোট পেতে পারে- ৪০, এনপিএফ পেতে পারে-৮, কংগ্রেস পেতে পারে- ০ এবং অন্যান্য পেতে পারে- ১২ আসন। 

তবে ভোটপর্ব মিটতেই একাধিক সংবাদমাধ্যমে এক্সিট পোল দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে, নাগাল্যান্ডে ফের ক্ষমতায় আসতে চলেছে এনডিপিপি ও বিজেপি জোট। ৬০ আসন বিশিষ্ট নাগাল্যান্ড বিধানসভায় বড় ব্যবধানেই জয় পেয়ে সরকার গঠনের পথে কিছুটা হলেও এগিয়ে তারা। এদিন শান্তিপূর্ণভাবেই শেষ হয় নাগাল্যান্ডের নির্বাচন। দিনের শেষে দেখা যায় বিকেল ৫টা পর্যন্ত নাগাল্যান্ডে ভোটদানের হার ৮১.৯৪ শতাংশ। যা পাহাড়ি রাজ্যে রেকর্ড বলা চলে। উল্লেখ্য, নাগাল্যান্ড নির্বাচনে বিজেপির হয়ে যেমন জোরকদমে প্রচার করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi), তেমনই কংগ্রেসের হয়ে প্রচারে নেমেছিলেন রাহুল গান্ধীও (Rahul Gandhi)। তবে শেষ হাসি কোন দল হাসবে তা জানার জন্য আরও একটু সময় অপেক্ষা করতেই হবে। কিন্তু এদিন বিভিন্ন সংবাদমাধ্যমে এক্সিট পোলের চিত্র দেখে বোঝা যাচ্ছে ধারেভারে অনেকটাই এগিয়ে রয়েছে এনডিপিপি ও বিজেপি জোট।

 

 

spot_img

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...