Saturday, December 20, 2025

খু*নের অভিযুক্তকে এনকা*উন্টারে মা*রল যোগীরাজ্যের পুলিশ

Date:

Share post:

খুনের অভিযুক্তকে এনকাউন্টারে মা*রল যোগীরাজ্যের পুলিশ। বিএসপি বিধায়ক রাজু পাল (Raju Paul) হত্যাকাণ্ডের মূল সাক্ষী উমেশ পালকে (Umesh Paul) খুনে অভিযুক্ত আরবাজকে গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয়। প্রয়াগরাজের ধুমনগঞ্জ এলাকার নেহরু পার্কে ওই অভিযুক্ত এনকাউন্টারে মারা যান বলে জানিয়েছে উত্তর প্রদেশ (Utter Pradesh) পুলিশ (Police)। পুলিশের দাবি, আরবাজকে ধরতে গেলে পাল্টা গুলি চালান তিনি। সেই গুলিতে রাজেশ মৌর্য নামে এক পুলিশ ইনস্পেক্টর আহত হন।

উত্তরপ্রদেশ পুলিশের ADG প্রশান্ত কুমার জানান, ‘‘উমেশের খুনে জড়িত ছিলেন আরবাজ। গোপন সূত্রে খবর পেয়ে, তাঁকে ধরতে যায় পুলিশ। সেই সময় উল্টে গুলি চালান আরবাজ। পাল্টা গুলি চালাতে বাধ্য হয় পুলিশও। জখম অবস্থায় আরবাজকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।’’

উত্তরপ্রদেশে ২০০৫-এ বহুজন সমাজ পার্টির (BSP) বিধায়ক রাজুকে খুন হন। অভিযোগ ওঠে কুখ্যাত দুষ্কৃতী তথা প্রাক্তন সাংসদ আতিক আহমেদের বিরুদ্ধে। সেই মামলার সাক্ষী ছিলেন রাজুর বন্ধু উমেশ পাল। বারবার তাঁক হুমকি দেওয়া হয়। আক্রান্তও হয়েছিলেন উমেশ। প্রশাসনের তরফে ২ জন পুলিশকর্মীকে উমেশের দেহরক্ষী হিসেবে নিয়োগ করা হয়। কিন্তু তাতেও শেষরক্ষা হয়নি। অভিযোগ, শুক্রবার দেহরক্ষীর সামনেই রাস্তায় উমেশকে খুন করেন আরবাজ এবং তাঁর সঙ্গীরা।

সেই ঘটনায় আরবাজকে গ্রেফতার করতে যায় প্রয়াগরাজের পুলিশ। অভিযোগ, উল্টে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় আরবাজ। পুলিশ পাল্টা গুলি চালালে মৃত্য হয় অভিযুক্ত। এর আগেও এনকাউন্টারে অভিযুক্তকে মারার অভিযোগ উঠেছে যোগীরাজ্যের পুলিশের বিরুদ্ধে। অভিযুক্তর দোষ প্রমাণ হলে তাঁকে আইন অনুযায়ী শাস্তি পেতে হবে। কিন্তু দোষ প্রমাণের আগেই এভাবে এনকাউন্টারে অভিযুক্তকে মারলে তাঁর সঙ্গে অনেক তথ্য-প্রমাণও ধামাচাপা পড়ে যেতে পারে। কিন্তু যে রাজ্যে সরকারই বুলডোজারের পক্ষে সেখানে পুলিশ যে এনকাউন্টারের পথ বেছে নেবে তাতে আর আশ্চর্য কী! মত রাজনৈতিক মহলের।

 

 

spot_img

Related articles

We want East Bengal Back: মোদির সভায় কী বাংলাদেশ দখলের ডাক!

প্রতিবেশী বাংলাদেশে অস্থির পরিস্থিতি। রাজনৈতিক নেতা থেকে মৌলবাদী নেতারা বারবার ভারত-বিরোধী ডাক দিচ্ছেন। আক্রান্ত হচ্ছে ভারতের দূতাবাস। তা...

SIR-এ বিপদে পড়া মানুষদের জন্য একটি শব্দ নেই! মোদির বৈঠকে কটাক্ষ তৃণমূলের

মতুয়া গড়ে এসআইআরে বাদ মতুয়া সম্প্রদায়ের বহু মানুষের নাম। সেই পরিস্থিতিতে রানাঘাটের মানুষের জন্য কী বার্তা দেবেন প্রধানমন্ত্রী...

প্রধানমন্ত্রীর সভায় এসে ট্রেনের ধাক্কায় মৃত ৪: সামান্য উল্লেখ মোদির ভাষণে!

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় লোক ভরাতে আশেপাশে সব জেলা থেকে লোক জোগাড় করতে হয়েছে বিজেপিকে। কারণ মতুয়া গড়...

হার্দিকের ছক্কায় আহত ক্যামেরাম্যান, চিত্রগ্রাহকের কাছে ছুটে গেলেন ক্রিকেটার নিজেই

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ (Ind vs SA T 20 series)৩-১ জিতেছে ভারত। শনিবার গুজরাটের আহমেদাবাদে...