Thursday, August 21, 2025

খু*নের অভিযুক্তকে এনকা*উন্টারে মা*রল যোগীরাজ্যের পুলিশ

Date:

খুনের অভিযুক্তকে এনকাউন্টারে মা*রল যোগীরাজ্যের পুলিশ। বিএসপি বিধায়ক রাজু পাল (Raju Paul) হত্যাকাণ্ডের মূল সাক্ষী উমেশ পালকে (Umesh Paul) খুনে অভিযুক্ত আরবাজকে গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয়। প্রয়াগরাজের ধুমনগঞ্জ এলাকার নেহরু পার্কে ওই অভিযুক্ত এনকাউন্টারে মারা যান বলে জানিয়েছে উত্তর প্রদেশ (Utter Pradesh) পুলিশ (Police)। পুলিশের দাবি, আরবাজকে ধরতে গেলে পাল্টা গুলি চালান তিনি। সেই গুলিতে রাজেশ মৌর্য নামে এক পুলিশ ইনস্পেক্টর আহত হন।

উত্তরপ্রদেশ পুলিশের ADG প্রশান্ত কুমার জানান, ‘‘উমেশের খুনে জড়িত ছিলেন আরবাজ। গোপন সূত্রে খবর পেয়ে, তাঁকে ধরতে যায় পুলিশ। সেই সময় উল্টে গুলি চালান আরবাজ। পাল্টা গুলি চালাতে বাধ্য হয় পুলিশও। জখম অবস্থায় আরবাজকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।’’

উত্তরপ্রদেশে ২০০৫-এ বহুজন সমাজ পার্টির (BSP) বিধায়ক রাজুকে খুন হন। অভিযোগ ওঠে কুখ্যাত দুষ্কৃতী তথা প্রাক্তন সাংসদ আতিক আহমেদের বিরুদ্ধে। সেই মামলার সাক্ষী ছিলেন রাজুর বন্ধু উমেশ পাল। বারবার তাঁক হুমকি দেওয়া হয়। আক্রান্তও হয়েছিলেন উমেশ। প্রশাসনের তরফে ২ জন পুলিশকর্মীকে উমেশের দেহরক্ষী হিসেবে নিয়োগ করা হয়। কিন্তু তাতেও শেষরক্ষা হয়নি। অভিযোগ, শুক্রবার দেহরক্ষীর সামনেই রাস্তায় উমেশকে খুন করেন আরবাজ এবং তাঁর সঙ্গীরা।

সেই ঘটনায় আরবাজকে গ্রেফতার করতে যায় প্রয়াগরাজের পুলিশ। অভিযোগ, উল্টে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় আরবাজ। পুলিশ পাল্টা গুলি চালালে মৃত্য হয় অভিযুক্ত। এর আগেও এনকাউন্টারে অভিযুক্তকে মারার অভিযোগ উঠেছে যোগীরাজ্যের পুলিশের বিরুদ্ধে। অভিযুক্তর দোষ প্রমাণ হলে তাঁকে আইন অনুযায়ী শাস্তি পেতে হবে। কিন্তু দোষ প্রমাণের আগেই এভাবে এনকাউন্টারে অভিযুক্তকে মারলে তাঁর সঙ্গে অনেক তথ্য-প্রমাণও ধামাচাপা পড়ে যেতে পারে। কিন্তু যে রাজ্যে সরকারই বুলডোজারের পক্ষে সেখানে পুলিশ যে এনকাউন্টারের পথ বেছে নেবে তাতে আর আশ্চর্য কী! মত রাজনৈতিক মহলের।

 

 

Related articles

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...

মেট্রো রেল প্রকল্পের উদ্বোধনের আগে তৃণমূলকে নিশানা মোদির, পাল্টা ধুয়ে দিলেন কুণাল

রাজ্যে কয়েকটি মেট্রো রেল প্রকল্পের উদ্বোধন করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এ-নিয়ে বৃহস্পতিবারই তিনি এক্স হ্যান্ডলে...
Exit mobile version