Monday, August 25, 2025

কখনও ভেবেছেন মাত্র ৪৫ সেকেন্ডেই পার হয়ে যাবেন হুগলি নদী। বাস্তবে সেটাই হতে চলেছে।সব ঠিকঠাক থাকলে চলতি বছরের ডিসেম্বরেই ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডরের সুড়ঙ্গ দিয়ে নিমেষে পৌঁছে যাবেন গন্তব্যে।

মেট্রো রেল সূত্রে জানা গিয়েছে, চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই হাওড়া ময়দান ও এসপ্ল্যানেড স্টেশনের মধ্যে মেট্রো পরিষেবা চালু করা হবে। ২০২৩-এর ডিসেম্বরেই এই লাইন চালু করার বিষয়ে আশাবাদী মেট্রো কর্তৃপক্ষ। একইসঙ্গে হাওড়া ময়দানের সঙ্গে সেক্টর ফাইভের সংযোগের কাজও এগিয়ে নিয়ে যাওয়া হবে।নিমেষের মধ্যে গঙ্গার তলা দিয়ে ৫২০ মিটার পথ পার হয়ে যাবে মেট্রো রেল। এর জন্য খরচ হয়েছে প্রায় ১২০ কোটি টাকা।

বর্তমানে বউবাজারে প্রায় ৮০০ মিটার কাজ থমকে আছে।এর জন্য দেশ-বিদেশের অভিজ্ঞ প্রযুক্তিবিদ, ইঞ্জিনিয়ারদের সাহায্য নেওয়া হচ্ছে। সেই সমস্যা মিটে গেলেই ২০২৪ সালের মার্চ থেকেই হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ জুড়ে যাবে।গত বছরের ডিসেম্বরেই গঙ্গার নীচ দিয়ে সুড়ঙ্গ তৈরির কাজ শেষ হয়ে গিয়েছে। এখন শুধুমাত্র এসপ্ল্যানেড এবং শিয়ালদহের মধ্যের ২.৫ কিলোমিটার সম্পূর্ণ জুড়ে যাওয়ার অপেক্ষা।

কলকাতা মেট্রো রেল কর্পোরেশনের জেনারেল ম্যানেজার (সিভিল) শৈলেশ কুমার জানিয়েছেন, ‘পূর্ব-পশ্চিম করিডোরের ক্ষেত্রে এই টানেল অপরিহার্য এবং গুরুত্বপূর্ণ। এই রুটে লোকবসতি এবং অন্যান্য প্রযুক্তিগত সমস্যা ছিল। ফলে নদীর নীচ দিয়ে টানেল করে লাইন আনাটাই ছিল একমাত্র উপায়।’ ৫২০ মিটার লম্বা এই টানেলটি কলকাতার ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডোরের লাইফলাইন হতে চলেছে।

 

Related articles

CBI এখন গ্যালারি শো! তীব্র কটাক্ষ করে খেজুরির জোড়া রহস্যমৃত্যুর তদন্তভার CID-কে দিলেন বিচারপতি

ফের আদালতে প্রশ্নের মুখে CBI-এর ভূমিকা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা "এখন গ্যালারি শো" বলে তীব্র কটাক্ষ করেন বিচারপতি। খেজুরিতে...

আইলিগ নিয়েও ধোঁয়াশা, বিরক্ত ডায়মন্ডহারবার কোচ কিবু

আইএসএল(Indian Super League) কবে শুরু হবে তা নিয়ে এখনও পর্যন্ত কোনও নিশ্চয়তা নেই। আদালতের তরফে ফেডাশেরন(AIFF) এবং এফএসডিএলকে(FSDL)...

কালা কানুনের বিরাট সওয়াল শাহর, জীবনে কার্যকর হবে না, কটাক্ষ কুণালের

দেশের রাজনৈতিক ব্যবস্থায় না কি বিরাট পরিবর্তন আনছেন মোদি। রাজ্যের মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রীও জেলে গেলে পদ খোয়াবেন। আবার...

1+1=3: সুখবর শোনালেন পরিণীতি-রাঘব

বিয়ের পর থেকেই পরিণীতির (Pariniti Chopra) প্রেগনেন্সি নিয়ে নানা গুজব ছড়ায়। কখনও নায়িকার পোশাক বা কখনও স্বামী রাজনীতিবিদ...
Exit mobile version