Wednesday, November 12, 2025

ভারতের পথ ধরে এবার চিনা অ্যাপ টিকটকের(Tiktok) বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে চলেছে আমেরিকা(America)। সরকারের তরফে কড়া নির্দেশ দিয়ে জানানো হয়েছে আগামী ৩০ দিনের মধ্যে দেশের সমস্ত সরকারি ডিভাইস(Govt Device) থেকে সরিয়ে ফেলতে হবে টিকটক। ইতিমধ্যেই সরকারি কর্মীদের টিকটক ব্যবহার নিষিদ্ধ করার নির্দেশ দিয়েছিল মার্কিন কংগ্রেস। এবার সমস্ত সরকারি ডিভাইস থেকে এই অ্যাপ সরানোর নির্দেশ দেওয়া হল।

সোমবার মার্কিন সরকারের তরফে যে নির্দেশিকা জারি করা হয়েছে তাতে বলা হয়েছে, “দেশের সমস্ত সরকারি ডিভাইস থেকে এই অ্যাপকে সরিয়ে ফেলতে হবে। কোনওভাবে যেন এই অ্যাপ (Chinese App) ইনস্টল না করা যায়, তার ব্যবস্থাও করতে হবে। ডিভাইসে থাকা যাবতীয় তথ্য যেন কোনওভাবেই এই অ্যাপের নাগালে যেতে না পারে। উল্লেখ্য, তথ্য পাচারের অভিযোগে ইতিমধ্যেই এই অ্যাপের উপর নিষেধাজ্ঞা জারি করেছে একাধিক দেশ। সম্প্রতি আমেরিকার প্রতিবেশী দেশ কানাডাও নিষিদ্ধ করেছে টিকটক। এবার সেই পথে হাঁটল আমেরিকা।

উল্লেখ্য, টিকটক অ্যাপের মাধ্যমে ইউজারদের তথ্য চিনে পাচার করা হচ্ছে, এই অভিযোগ আগেই তুলেছিল ভারত। এবং ভারতের তরফে গোটা দেশে নিষিদ্ধ করা হয় টিকটক। ২০২০ সালেও মার্কিন যুক্তরাষ্ট্রে টিকটক নিষিদ্ধ করার উদ্যোগ নিয়েছিলেন তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে গিয়েছিল চিনা সংস্থাটি। পরে আদালতের সিদ্ধান্তে সেই দেশে নিষিদ্ধ করা সম্ভব হয়নি টিকটক। এবার আইন করে টিকটক বন্ধের পথে হাঁটছে আমেরিকা।

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version