Saturday, August 23, 2025

রাজভবনে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর (Bratya Basu) উপস্থিতিতে রাজ্যপাল সিভি আনন্দ বোসের (CV Ananda Bose) সঙ্গে বৈঠক করলেন সাতটি সরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা। রাজ্যের বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ সংক্রান্ত জট কাটার ইঙ্গিত মিলেছে এই বৈঠকে। ছিলেন নেতাজি সুভাষ বিশ্ববিদ্যালয়, বর্ধমান বিশ্ববিদ্যালয়, বারাসত স্টেট ইউনিভার্সিটি, সিধু-কানহো বিশ্ববিদ্যালয়-সহ রাজ্যের ৭টি সরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা। বৈঠকে ছিলেন শিক্ষাসচিব মণীশ জৈনও। সেখানে তিনি মেয়াদ ফুরানো ওই সব বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সাময়িক ভাবে কাজ চালিয়ে যাওয়ার অনুমতি দিয়েছেন। পাশাপাশি, স্থায়ী উপাচার্য নিয়োগের জন্য সার্চ কমিটি গঠনের প্রস্তাবেও রাজ্যপাল তথা আচার্য সায় দিয়েছেন বলে জানান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

বৈঠকের পর শিক্ষামন্ত্রী বলেন, মেয়াদ শেষ হওয়ায় ওই উপাচার্যরা রাজ্যপালের হাতে নিয়ম মেনে পদত্যাগপত্র তুলে দিয়েছেন। তাঁদের অনুরোধ করা হয়েছে আরও তিনমাস কাজ চালিয়ে যেতে। সেই সময়ের মধ্যে আইন মেনে, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী উপাচার্য নিয়োগের কাজ করা হবে। এব্যপারে রাজ্যপাল নিজের পরামর্শ দিয়েছেন। এদিকে রাজ্যপালের সঙ্গে সরকারের কোনোও সমস্যা নেই বলেও শিক্ষামন্ত্রী দাবি করেছেন। তিনি বলেন যেকোনও পর্বই হোক না কেন, যদি কোনও পর্ব থেকে থাকে তা অতীত। রাজভবন, নবান্ন, বিকাশভবন একই সূত্রে কাজ করছে।

রাজ্যপাল বলেন, শিক্ষাকে যাবতীয় দ্বন্দের বাইরে রাখতে হবে। একদা শিক্ষা ও সংস্কৃতির জন্য বাংলা সর্বত্র পরিচিত ছিল। সেই যুগকে আবার ফিরিয়ে আনতে হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আত্মনির্ভর ভারতের লক্ষ্য পূরণ করতে সবথেকে বড় ভূমিকা হবে শিক্ষার। সুপ্রিম কোর্টের নির্দেশের জন্য কিছু ক্ষেত্রে সমস্যা হচ্ছিল। উপাচার্যরা তাই নিজে থেকে এগিয়ে এসে পদত্যাগপত্র জমা দিয়েছেন। কিন্তু তাঁরা সবাই বিজ্ঞ মানুষ। তাই আমি তাঁদের অনুরোধ করেছি, আপাতত তিন মাসের জন্য কাজ চালিয়ে যাওয়ার জন্য।

 

Related articles

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...

রাজ্যে শুরু SIR প্রস্তুতি: একাধিক পদক্ষেপ নির্বাচন কমিশনের

গোটা দেশেই এসআইআর লাগু হবে ঘোষণা করে দিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)। বিহারে ৬৫ হাজার...
Exit mobile version