Wednesday, January 14, 2026

সমস্যা থাকলে সেটা অতীত ! এখন নয়া যুগ: ব্রাত্যর সঙ্গে বৈঠকের পরে বার্তা রাজ্যপালের

Date:

Share post:

উপাচার্য নিয়োগ নিয়ে জটিলতার মধ্যেই মঙ্গলবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)-সহ রাজ্যের বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের নিয়ে রাজভবনে বৈঠক করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Ananda Bose)। ছিলেন শিক্ষা সচিব মনীশ জৈনও। আর তারপরেই সিভি আনন্দ বোস বার্তা দিলেন, রাজ্যপাল সবার। যদি (রাজ্য-রাজ্যপাল) সংঘাত থেকে থাকে তা এখন অতীত পর্ব। এটা নতুন যুগ। শিক্ষাকে সব দ্বন্দ্বের বাইরে রাখতে হবে বলেও জানান সিভি আনন্দ বোস। শিক্ষামন্ত্রী জানান, আইন মেনে এদিন উপস্থিত উপাচার্যদের থেকে ইস্তফা নিয়ে ফের তাঁদের তিন মাসের নিয়োগপত্র দিয়েছেন রাজ্যপাল তথা আচার্য। ফলে বিশ্ববিদ্যালয়ের নিয়োগ সংক্রান্ত জটিলতা কাটল।

রাজ্য-রাজভবন ঠাণ্ডা লড়াইয়ে আবহেই এদিন বসে বৈঠক। রাজ্যপালের সঙ্গে শিক্ষামন্ত্রী-সহ উপাচার্যদের এই বৈঠক নির্ধারিতই ছিল। ছিলেন ৭টি সরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা। সেখানেই তাঁদের ৬জনের থেকে ইস্তফা গ্রহণ করেন আচার্য সিভি আনন্দ বোস। পরে তাঁদের হাতে ৩ মাসের মেয়াদ বৃদ্ধির চিঠি দেওয়া হয়। একজনের মেয়াদকাল মার্চে শেষ হচ্ছে বলে তাঁকে কাজ করে যেতে বলা হয়েছে। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শিক্ষামন্ত্রী জানান, সব আইন মেনেই করা হয়েছে। শিক্ষার উন্নয়নে একসূত্রে কাজ করবে রাজভবন-নবান্ন। সার্চ কমিটি নিয়েও এদিন রাজ্যপালের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানান শিক্ষামন্ত্রী। তিনি জানান, তাঁর পরামর্শ মেনে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

রাজ্যপাল জানান, বাংলায় শিক্ষার গৌরব ফিরিয়ে আনতে একযোগে কাজ করতে হবে। রাজ্যের শিক্ষার হাল নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সিভি আনন্দ বোস জানান, সেটা জানাতে আরও কিছুদিন সময় লাগবে। বৈঠক ফলপ্রসূ বলে মন্তব্য করেন উপাচার্যরা। বাংলা শেখে ভালো হচ্ছে বলে মন্তব্য করেন রাজ্যপাল।

spot_img

Related articles

দায় নেবে না WBJDF: অনিকেতের ক্রাউড ফান্ডিং-কে তুলে ধরে বহিষ্কারের ঘোষণা

রাজ্য সরকারের চাকরি থেকে ইস্তফার ঘোষণা করেছিলেন আর জি কর আন্দোলনের অন্যতম মুখ অনিকেত মাহাতো। আর সেই ইস্তফার...

পুলিশি সহায়তায় নতুন নম্বর, রাজ্যে আসছে ১১২ হেল্পলাইন

১০০-র পাশাপাশি এবার ১১২-তে ডায়াল করেও মিলবে পুলিশের সাহায্য। রাজ্যে খুব শীঘ্রই এই নয়া হেল্পলাইন নম্বর চালু হতে...

কসবা আইন কলেজ কাণ্ডে চার্জ গঠন, বিচার শুরু ২৭ জানুয়ারি

কসবা আইন কলেজে গণধর্ষণের ঘটনায় মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র এবং তাঁর দুই সঙ্গী প্রমিত মুখোপাধ্যায় ও জাইবের বিরুদ্ধে...

তথ্যচিত্রে রাজ্যের প্রকল্পে বঙ্গ নারীর উত্তরণের কাহিনী: ‘লক্ষ্মী এলো ঘরে’র বিশেষ স্ক্রিনিং-এ অভিষেক

নতুন ধরনের গল্প নিয়ে পরিচালক রাজ চক্রবর্তী। গ্রাম বাংলার বাস্তব সমস্যার সম্মুখিন মহিলা বা যে কোনও গ্রামের মানুষের...