আতঙ্ক বাড়াচ্ছে অ্যাডিনোভাইরাস। অ্যাডিনোভাইরাসে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হল। নারকেলডাঙার বিধানচন্দ্র রায় শিশু হাসপাতালে মঙ্গলবার রাত ৯টা ৫০ মিনিটে তীব্র শ্বাসকষ্টের সমস্যায় মৃত্যু হয় এক শিশুর। দিন সাতেক আগেই ভর্তি করানো হয়েছিল তাকে। হাসপাতাল কর্তৃপক্ষ শিশুটির মৃত্যুর শংসাপত্রে জানিয়েছেন, অ্যাডিনোভাইরাস থেকে হওয়া নিউমোনিয়ার কারণেই তীব্র শ্বাসকষ্টে মৃত্যু হয়েছে তার। এদিকে রবিবার বারাসতের হাসপাতালে জন্মের পরই শ্বাসকষ্ট শুরু হয় এক সদ্যোজাতের। তাকেও ভর্তি করা হয় বিসি রায় হাসপাতালে। বুধবার ভোরে সেখানেই মৃত্য হয় তার।

আরও পড়ুন:Adenovirus: উদ্বেগ বাড়াচ্ছে অ্যাডিনো ভা*ইরাস, কী পরামর্শ চিকিৎসকদের
ক্রমেই ভয়াবহ আকার নিচ্ছে অ্যাডিনোভাইরাস।জ্বর-সর্দি-কাশি-শ্বাসকষ্টের উপসর্গ নিয়ে রাজ্যের হাসপাতালে হাসপাতালে শিশুদের উপচে পড়া ভিড়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে বেড পাওয়াও দুষ্কর হয়ে উঠেছে। এমতাবস্থায় সংক্রমণ নিয়ন্ত্রণে স্বাস্থ্য দফতরের তরফে একাধিক নির্দেশিকা জারি করা হয়েছে।