Sunday, May 4, 2025

বিবিসি কাণ্ড: G-20 বৈঠকের আগে ব্রিটেনের বিদেশসচিবকে কড়া বার্তা জয়শংকরের

Date:

আগামীকাল দিল্লিতে বসতে চলেছে জি-২০ গোষ্ঠীর বৈঠক(G-20 meeting)। ভারতের প্রতিনিধিত্বে জি-২০র এই বৈঠকে যোগ দিতে দেশে পা রেখেছেন বিশ্বের একাধিক দেশের বিদেশমন্ত্রী ও সচিবরা। তবে সেই বৈঠকের আগেই বিবিসি(BBC) ইস্যুতে ব্রিটেনকে কড়া বার্তা দিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর(S Jayshankar)। স্পষ্ট ভাষায় তিনি জানালেন, কোনও সংস্থাকে ভারতে কাজ করতে হলে দেশের আইন মেনে কাজ করতে হবে। কেউই নিয়মের ঊর্ধ্বে নয়।

বৃহস্পতিবার দিল্লির বৈঠকে যোগ দিতে ইতিমধ্যেই ভারতে উপস্থিত হয়েছেন আমেরিকার বিদেশ সচিব অ্যান্টনি ব্লিঙ্কেন, রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ, ব্রিটেনের বিদেশসচিব জেমস ক্লেভারলির মতো শীর্ষ স্থানীয়রা। বুধবার ব্রিটেনের সচিবের সঙ্গে সাক্ষাৎ করেন দেশের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। সেখানেই দিল্লি ও মুম্বইয়ের বিবিসি দপ্তরে আয়কর হানার প্রসঙ্গ তুলে ধরেন ক্লেভারলি। তবে ব্রিটেনের বিদেশসচিবের সঙ্গে কূটনৈতিক সৌজন্যতা বজায় রেখেই কড়া বার্তা দেন জয়শঙ্কর। তিনি স্পষ্ট বলেন, কোনও সংস্থাকে ভারতে কাজ করতে হলে দেশের আইন মেনেই করতে হবে। নিয়মকানুনের ঊর্ধ্বে কেউই নয়।

উল্লেখ্য, বিবিসির (BBC) বিতর্কিত ডকু-সিরিজ ‘দ্য মোদি কোয়েশ্চেন’ নিয়ে সরগরম জাতীয় রাজনীতি। শুরু থেকেই বিতর্ক ঘনিয়েছে এই সিরিজকে ঘিরে। যার বিষয়বস্তু হল গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদির (Narendra Modi) সময়কাল। যা নিয়ে বিরোধীরা আক্রমণ করেছে কেন্দ্রকে। এই ঘটনার পরই দিল্লি ও মুম্বইয়ের বিবিসি দপ্তরে আয়কর হানায় বিতর্ক নতুন মাত্রা পায়। সবমিলিয়ে, এবার জি-২০ বৈঠকে যে বিবিসি কাণ্ডের ছায়া পড়েছে তা স্পষ্ট।

Related articles

রোমারিও শেফার্ডের ঝোরো ইনিংস, ধোনিদের হারাল বিরাটরা

শেষ মুহূর্তে রোমারিও শেফার্ডের(Romario Shepherd) একটা ঝোরো ইনিংস। আর সেটাই যেন কলকাতা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB) জয়ের রাস্তাটা প্রশস্ত...

যেতে পারেন: দিলীপ নিয়ে কর্মীদের ‘অস্বস্তিকর’ পোস্টে ব্যবস্থা নেওয়ার বার্তা শমিকের

দিলীপ ঘোষের সময়েই পরিসংখ্যানে বাংলায় বিজেপি সবথেকে ভালো অবস্থানে ছিল। সেই নেতার দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে যাওয়াকে ঘিরে...

লন্ডনে অ্যাডামাস টেক কনসালট্যান্সির অফিস উদ্বোধন বাবুল সুপ্রিয়র

বিশেষ সংবাদদাতা, লন্ডন: কলকাতার বাঙালির হাতে তৈরি কলকাতার সংস্থার অফিস উদ্বোধন লন্ডনে (London)। শনিবার, অ্যাডামাস টেক কনসালট্যান্সি, ইউ...

বার্নপুরে শ্রীচৈতন্য মহাপ্রভুর পাদুকা! উৎসাহ-উদ্দীপনা তুঙ্গে ভক্তদের 

আগামিকাল অর্থাৎ রবিবার প্রথমবার আসানসোলের বার্নপুর আনা হচ্ছে শ্রীচৈতন্য মহাপ্রভুর জোড়া পাদুকা। বার্নপুর টাউন পুজো কমিটির উদ্যোগেই এই...
Exit mobile version