Friday, August 22, 2025

বিবিসি কাণ্ড: G-20 বৈঠকের আগে ব্রিটেনের বিদেশসচিবকে কড়া বার্তা জয়শংকরের

Date:

আগামীকাল দিল্লিতে বসতে চলেছে জি-২০ গোষ্ঠীর বৈঠক(G-20 meeting)। ভারতের প্রতিনিধিত্বে জি-২০র এই বৈঠকে যোগ দিতে দেশে পা রেখেছেন বিশ্বের একাধিক দেশের বিদেশমন্ত্রী ও সচিবরা। তবে সেই বৈঠকের আগেই বিবিসি(BBC) ইস্যুতে ব্রিটেনকে কড়া বার্তা দিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর(S Jayshankar)। স্পষ্ট ভাষায় তিনি জানালেন, কোনও সংস্থাকে ভারতে কাজ করতে হলে দেশের আইন মেনে কাজ করতে হবে। কেউই নিয়মের ঊর্ধ্বে নয়।

বৃহস্পতিবার দিল্লির বৈঠকে যোগ দিতে ইতিমধ্যেই ভারতে উপস্থিত হয়েছেন আমেরিকার বিদেশ সচিব অ্যান্টনি ব্লিঙ্কেন, রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ, ব্রিটেনের বিদেশসচিব জেমস ক্লেভারলির মতো শীর্ষ স্থানীয়রা। বুধবার ব্রিটেনের সচিবের সঙ্গে সাক্ষাৎ করেন দেশের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। সেখানেই দিল্লি ও মুম্বইয়ের বিবিসি দপ্তরে আয়কর হানার প্রসঙ্গ তুলে ধরেন ক্লেভারলি। তবে ব্রিটেনের বিদেশসচিবের সঙ্গে কূটনৈতিক সৌজন্যতা বজায় রেখেই কড়া বার্তা দেন জয়শঙ্কর। তিনি স্পষ্ট বলেন, কোনও সংস্থাকে ভারতে কাজ করতে হলে দেশের আইন মেনেই করতে হবে। নিয়মকানুনের ঊর্ধ্বে কেউই নয়।

উল্লেখ্য, বিবিসির (BBC) বিতর্কিত ডকু-সিরিজ ‘দ্য মোদি কোয়েশ্চেন’ নিয়ে সরগরম জাতীয় রাজনীতি। শুরু থেকেই বিতর্ক ঘনিয়েছে এই সিরিজকে ঘিরে। যার বিষয়বস্তু হল গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদির (Narendra Modi) সময়কাল। যা নিয়ে বিরোধীরা আক্রমণ করেছে কেন্দ্রকে। এই ঘটনার পরই দিল্লি ও মুম্বইয়ের বিবিসি দপ্তরে আয়কর হানায় বিতর্ক নতুন মাত্রা পায়। সবমিলিয়ে, এবার জি-২০ বৈঠকে যে বিবিসি কাণ্ডের ছায়া পড়েছে তা স্পষ্ট।

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version