Wednesday, December 3, 2025

বাড়ছে উ*দ্বেগ, হাসপাতাল পরিদর্শনে রাজ্যের স্বাস্থ্যসচিব

Date:

Share post:

অ্যা*ডিনো সং*ক্রমণ (Adeno Virus)নিয়ে আ*তঙ্ক বাড়ছে। জ্বর-সর্দি-কাশি-শ্বাসকষ্টের উপসর্গ নিয়ে রাজ্যের হাসপাতালে হাসপাতালে শিশুদের উপচে পড়া ভিড়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে বেড পাওয়াও দুষ্কর হয়ে উঠেছে। এমতাবস্থায় সংক্রমণ নিয়ন্ত্রণে স্বাস্থ্য দফতরের (West Bengal Health Department) তরফে একাধিক নির্দেশিকা জারি করা হয়েছে। এবার সরেজমিনে পর্যবেক্ষণে বুধবার কলকাতার বিসি রায় শিশু হাসপাতালে (B C Roy Child Hospital) যান রাজ্যের স্বাস্থ্যসচিব (Health Secretary) এবং স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা স্বয়ং।

স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম (Narayan Swarup Nigam) এবং স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা দেবাশিস ভট্টাচার্য (Debasish Bhattacharya) এদিন বিসি রায় শিশু হাসপাতালে বেডের সংখ্যা খতিয়ে দেখেন বলে জানা যায়। আই সি ইউ (ICU)থেকে শুরু করে শিশুদের জেনারেল বিভাগে আগেই শয্যা সংখ্যা বাড়ানোর কথা জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। বুধবার স্বাস্থ্যসচিব এবং স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার পরিদর্শনের পর বেডের সংখ্যা পর্যায়ক্রমিক ভাবে আরও বৃদ্ধি করা হবে। মোট ২২টি বেডের বন্দোবস্ত রাখা হচ্ছে বলে জানা গিয়েছে। রাজ্যে প্রতিদিন লাফিয়ে বাড়ছে শিশু মৃত্যুর হার। স্বাস্থ্য দফতরের সঙ্গে এই নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে শহরের দুটি সরকারি হাসপাতালে ৪ শিশুর মৃত্য়ু ঘিরে চিন্তায় চিকিৎসকরা। যদিও বিসি রায় শিশু হাসপাতালের স্বাস্থ্য ব্যবস্থাপনা নিয়ে স্বাস্থ্য সচিব সন্তোষ প্রকাশ করেছেন।

পাশাপাশি হাসপাতাল পরিদর্শনে যান তৃণমূল কংগ্রেস সাংসদ ডাঃ শান্তনু সেনও (Shantanu Sen)। এদিন তিনি আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রিন্সিপাল, সুপার, ডেপুটি সুপার ও অন্যান্যদের নিয়ে শিশুদের ওয়ার্ড পরিদর্শন করেন। অ্যাডিনো ভাইরাস আক্রান্ত শিশুদের খোঁজখবর নেন তিনি, ঘুরে দেখেন অ্যাকিউট রেসপিরেটরি ইনফেকশন ইউনিট। পরিদর্শনের পর ডাঃ শান্তনু সেন জানান, রাজ্য সরকারের (Government of West Bengal)ঘোষিত অ্যাডভাইজারি অনুযায়ী যাতে চিকিৎসা করা হয় সবাইকে তা বিশেষ ভাবে দেখার নির্দেশ দেওয়া হয়েছে।

 

spot_img

Related articles

চিনে অনুষ্ঠিত বিশ্ব স্কুল ভলিবল চ্যাম্পিয়নশিপে বাংলার চার কন্যাশ্রী

ইন্টারন্যাশনাল স্কুল স্পোর্টস ফেডারেশনের (International School Sports Federation) পরিচালনায় অনূর্ধ্ব ১৫ বছর বয়সের মহিলাদের ওয়ার্ল্ড স্কুল ভলিবল চ্যাম্পিয়নশিপে...

লক্ষ্য চাকরি দেওয়া, চাকরিরতরা চাকরি ফিরে পাওয়ায় আমি খুশি: প্রাথমিকের রায়ে নিয়ে মন্তব্য মুখ্যমন্ত্রীর

সিঙ্গল বেঞ্চের রায়ে খারিজ করে প্রাথমিকের (Primary) ৩২ হাজারের চাকরি বহাল রাখল কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চ (Division...

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম

৩ ডিসেম্বর (বুধবার), ২০২৫ কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকা দিল্লিতে...

বিশ্ব প্রতিবন্ধী দিবসে বিশেষভাবে সক্ষমদের সুবিধার্থে বিশেষ প্রকল্পের কথা স্মরণ মুখ্যমন্ত্রীর

প্রতিবছর ৩ ডিসেম্বর বিশ্ব প্রতিবন্ধী দিবস(International Day of Persons with Disabilities) হিসেবে পালিত হয়। জাতিসংঘের তত্ত্বাবধানে ১৯৯২ সাল...