Friday, August 22, 2025

সম্প্রতি কলকাতা প্রেস ক্লাব (Kolkata Press Club) আয়োজিত “রিপোটার্স কাপ”-এ (Reporters Cup) খেলতে গিয়ে বাঁ-পায়ে গুরুতর চোট পান কুণাল ঘোষ (Kunal Ghosh)। ফাইনাল ম্যাচ চলাকালীন চোট পেয়েছিলেন তিনি। শুরুতে বুঝতে না পারলেও ম্যাচ শেষে যন্ত্রনা অনুভব করেন। দেরি না করে চিকিৎসকদের পরামর্শে এক্স-রে (X-Ray) করান কুণাল। তখনই দেখা যায় চোট গুরুতর। বাঁ পায়ের ফিবুলা ভেঙে গিয়েছে। বসাতে হবে প্লেট (Plate)। করতে হবে অস্ত্রোপচার (Operation)। তারই মাঝে অবশ্য ভাঙা পা নিয়ে পূর্ব মেদিনীপুরে পূর্ব নির্ধারিত দলীয় কর্মসূচিতে যোগ দিয়েছিলেন তিনি। এমনকি, গতকাল মঙ্গলবার হাসপাতালে ভর্তি হওয়ার আগের মুহূর্তেও একটি টেলিভিশন চ্যানেলে রাজনৈতিক বিতর্কের আসরেও তৃণমূলের প্রতিনিধি হিসেবে যোগ দিয়েছিলেন কুণাল ঘোষ।

আজ, বুধবার সকালে তাঁর পায়ে অস্ত্রোপচার হয়। অস্ত্রোপচার সফল। পায়ে প্লেট বসার পর অপারেশন টেবিলে শোওয়া ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিজেই সে খবর জানান তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ। আপাতত কয়েকটা দিন তাঁকে চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকতে হবে হাসপাতালেই।

এদিন সফল অস্ত্রোপচার পর বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন কুণাল ঘোষ। সেখানেই ধন্যবাদ জানিয়েছেন চিকিৎসক ও শুভানুধ্যায়ীদের। তাঁর কথায়, “ভাঙা পায়ে প্লেট বসেছে। ডাঃ সুদীপ্ত বন্দ্যোপাধ্যায় এবং অপারেশন টেবিলের সকলকে ধন্যবাদ। সুন্দর পরিবেশ। ধন্যবাদ ডাঃ পার্থ সেন, ডাঃ পার্থসারথী সরকার, ডাঃ শুভাশিস গঙ্গোপাধ্যায়কে। ধন্যবাদ শ্রীমান স্নেহাশিস। অশোক মজুমদার, তন্ময় নন্দী, অয়ন চক্রবর্তী-সহ সকালে যাঁরা এসেছিলেন, বা দূর থেকেও যাঁরা শুভেচ্ছা পাঠাচ্ছেন , তাঁদেরও আন্তরিক ধন্যবাদ। আপাতত ওটি থেকে বেডে।” এখন কয়েকটা দিন হাসপাতালেই, সুস্থ হয়ে ফের কাজে ফেরার অপেক্ষায় কুণাল ঘোষ। সোশ্যাল মিডিয়ায় তাঁর দ্রুত সুস্থতা কামনা করেছেন কুণালের ভক্ত ও অনুগামীরা।

 

 

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version