Saturday, May 3, 2025

সম্প্রতি কলকাতা প্রেস ক্লাব (Kolkata Press Club) আয়োজিত “রিপোটার্স কাপ”-এ (Reporters Cup) খেলতে গিয়ে বাঁ-পায়ে গুরুতর চোট পান কুণাল ঘোষ (Kunal Ghosh)। ফাইনাল ম্যাচ চলাকালীন চোট পেয়েছিলেন তিনি। শুরুতে বুঝতে না পারলেও ম্যাচ শেষে যন্ত্রনা অনুভব করেন। দেরি না করে চিকিৎসকদের পরামর্শে এক্স-রে (X-Ray) করান কুণাল। তখনই দেখা যায় চোট গুরুতর। বাঁ পায়ের ফিবুলা ভেঙে গিয়েছে। বসাতে হবে প্লেট (Plate)। করতে হবে অস্ত্রোপচার (Operation)। তারই মাঝে অবশ্য ভাঙা পা নিয়ে পূর্ব মেদিনীপুরে পূর্ব নির্ধারিত দলীয় কর্মসূচিতে যোগ দিয়েছিলেন তিনি। এমনকি, গতকাল মঙ্গলবার হাসপাতালে ভর্তি হওয়ার আগের মুহূর্তেও একটি টেলিভিশন চ্যানেলে রাজনৈতিক বিতর্কের আসরেও তৃণমূলের প্রতিনিধি হিসেবে যোগ দিয়েছিলেন কুণাল ঘোষ।

আজ, বুধবার সকালে তাঁর পায়ে অস্ত্রোপচার হয়। অস্ত্রোপচার সফল। পায়ে প্লেট বসার পর অপারেশন টেবিলে শোওয়া ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিজেই সে খবর জানান তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ। আপাতত কয়েকটা দিন তাঁকে চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকতে হবে হাসপাতালেই।

এদিন সফল অস্ত্রোপচার পর বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন কুণাল ঘোষ। সেখানেই ধন্যবাদ জানিয়েছেন চিকিৎসক ও শুভানুধ্যায়ীদের। তাঁর কথায়, “ভাঙা পায়ে প্লেট বসেছে। ডাঃ সুদীপ্ত বন্দ্যোপাধ্যায় এবং অপারেশন টেবিলের সকলকে ধন্যবাদ। সুন্দর পরিবেশ। ধন্যবাদ ডাঃ পার্থ সেন, ডাঃ পার্থসারথী সরকার, ডাঃ শুভাশিস গঙ্গোপাধ্যায়কে। ধন্যবাদ শ্রীমান স্নেহাশিস। অশোক মজুমদার, তন্ময় নন্দী, অয়ন চক্রবর্তী-সহ সকালে যাঁরা এসেছিলেন, বা দূর থেকেও যাঁরা শুভেচ্ছা পাঠাচ্ছেন , তাঁদেরও আন্তরিক ধন্যবাদ। আপাতত ওটি থেকে বেডে।” এখন কয়েকটা দিন হাসপাতালেই, সুস্থ হয়ে ফের কাজে ফেরার অপেক্ষায় কুণাল ঘোষ। সোশ্যাল মিডিয়ায় তাঁর দ্রুত সুস্থতা কামনা করেছেন কুণালের ভক্ত ও অনুগামীরা।

 

 

Related articles

নাবালিকাকে ধর্ষণের অভিযোগ! অভিযুক্তকে ২০ বছরের কারাদণ্ড দিল জলপাইগুড়ি আদালত 

নাবালিকাকে ধর্ষণের ঘটনায় এক যুবককে ২০ বছরের কঠোর কারাদণ্ড দিল জলপাইগুড়ির বিশেষ পকসো আদালত। শনিবার এই রায় ঘোষণা...

দিলীপ ঘোষকে কালো পতাকা দেখিয়ে অভ্যাস! দলবদলু বিজেপি নেতাদের তীব্র খোঁচা প্রাক্তন রাজ্য সভাপতির

দিলীপ ঘোষকে কালো পতাকা দেখিয়ে অভ্যাস। দলবদলু বিজেপি নেতারা এখনও সেই অভ্যাস ছাড়তে পারেননি। দিঘার জন্নাথ মন্দিরের দ্বারোদ্ঘাটনে...

মাধ্যমিকের মতো মাদ্রাসাতেও! কন্যাশ্রীরাই সফল ফলাফলে

একটা সময় নারী শিক্ষায় রাজ্যের অবস্থান ছিল তলানিতে। আজও দেশের, বিশেষত উত্তর ভারতের রাজ্যগুলিতে নারী শিক্ষার হার লজ্জাজনক।...

ফের অগ্নিকাণ্ড শহরে! এবার কেষ্টপুরের স্কুলে আগুন 

কলকাতায় একের পর এক আগুন লাগার ঘটনা আতঙ্কে ফেলেছে শহরবাসীকে। বড়বাজারের মেছুয়া এলাকার আগুন লাগার কয়েকদিনের মধ্যেই আবার...
Exit mobile version