Monday, November 10, 2025

ভিনদেশীদের হাতে হারানিধি ফিরিয়ে ‘হিরো’ হাওড়া ব্রিজের ট্র্যাফিক গার্ডের OC

Date:

তাঁরা অতিথি। এসেছেন নেপাল থেকে। আর কলকাতা শহরে পা দিয়েই বিপত্তি। হারিয়ে গিয়েছিল সাধের দামী I Phone। ভিনদেশীদের হাতে দ্রুত হারানিধি ফিরিয়ে দিয়ে ‘হিরো’ হাওড়া ব্রিজের ট্র্যাফিক গার্ডের OC সৌভিক চক্রবর্তী (Souvik Charaborty)।

বুধবার, দেড়টা নাগাদ সৌভিক যখন এমজিআরডি-তে টহল দিচ্ছিলেন তখন তিনি লক্ষ্য করেন এক ব্যাক্তি উদ্ভ্রান্তের মতো হাঁটাহাঁটি করছেন। তাঁকে জিজ্ঞাসা করে হাওড়া ব্রিজের ট্র্যাফিক গার্ডের ওসি জানাতে পারেন ওই ব্যক্তির নাম কুশল শর্মা। তিনি এদিন সকালেই নেপাল থেকে সপরিবারে কলকাতায় এসেছেন। তাঁরা হাওড়া ফুলবাজারে বেড়াতে গিয়েছিলেন। কিন্তু ট্যাক্সি থেকে নামার পরে কুশল লক্ষ্য করেন, যে ভুলে তাঁর আই ফোনটি ট্যাক্সির ভিতরেই ফেলে রেখেছেন। তার সমস্ত মূল্যবান নথির পাশাপাশি তাঁর কলকাতার সব যোগাযোগ ও স্থানীয় ঠিকানা-সহ গুরুত্বপূর্ণ বিবরণ ফোনে সংরক্ষিত ছিল। ফলে ফোনটি হারানোয় তিনি দিশেহারা হয়ে পড়েন।

সৌভিক জিজ্ঞাসা করায় কুশল জানান, তিনি শুধুমাত্র ট্যাক্সির শেষ ৪টি সংখ্যা এবং ড্রাইভারের বর্ণনা মনে করতে পারছেন। সৌভিক চক্রবর্তী এবং সার্জেন্ট বিদ্যুৎ বিশ্বাস ট্যাক্সিটি খুঁজে বের করতে সম্ভাব্য সব জায়গায় যোগাযোগ করেন। বেশ কিছুক্ষণ পরে ট্যাক্সির চালকের সন্ধান পাওয়া যায়। টেলিফোন ভবনের কাছে ছিলেন। গাড়ি নিয়ে তিনি ঘটনাস্থলে ফেরেন। সেই গাড়ির পিছনের সিটের নীচ থেকে ফোনটি মেলে। এত কম সময়ে হারানিধি ফিরে পেয়ে অভিভূত কুশল শর্মা এবং তার স্ত্রী। সৌভিককে অন্তর থেকে ধন্যবাদ জানান তাঁরা। জানান, কলকাতা তাঁদের হৃদয়ে আনন্দের শহর হিসেবে থেকে যাবে।

আরও পড়ুন- ২ ঘণ্টার চেষ্টায় অবশেষে নিয়ন্ত্রণে নাগেরবাজারের বহুতলের আ*গুন  

 

 

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version