Thursday, August 21, 2025

ভিনদেশীদের হাতে হারানিধি ফিরিয়ে ‘হিরো’ হাওড়া ব্রিজের ট্র্যাফিক গার্ডের OC

Date:

তাঁরা অতিথি। এসেছেন নেপাল থেকে। আর কলকাতা শহরে পা দিয়েই বিপত্তি। হারিয়ে গিয়েছিল সাধের দামী I Phone। ভিনদেশীদের হাতে দ্রুত হারানিধি ফিরিয়ে দিয়ে ‘হিরো’ হাওড়া ব্রিজের ট্র্যাফিক গার্ডের OC সৌভিক চক্রবর্তী (Souvik Charaborty)।

বুধবার, দেড়টা নাগাদ সৌভিক যখন এমজিআরডি-তে টহল দিচ্ছিলেন তখন তিনি লক্ষ্য করেন এক ব্যাক্তি উদ্ভ্রান্তের মতো হাঁটাহাঁটি করছেন। তাঁকে জিজ্ঞাসা করে হাওড়া ব্রিজের ট্র্যাফিক গার্ডের ওসি জানাতে পারেন ওই ব্যক্তির নাম কুশল শর্মা। তিনি এদিন সকালেই নেপাল থেকে সপরিবারে কলকাতায় এসেছেন। তাঁরা হাওড়া ফুলবাজারে বেড়াতে গিয়েছিলেন। কিন্তু ট্যাক্সি থেকে নামার পরে কুশল লক্ষ্য করেন, যে ভুলে তাঁর আই ফোনটি ট্যাক্সির ভিতরেই ফেলে রেখেছেন। তার সমস্ত মূল্যবান নথির পাশাপাশি তাঁর কলকাতার সব যোগাযোগ ও স্থানীয় ঠিকানা-সহ গুরুত্বপূর্ণ বিবরণ ফোনে সংরক্ষিত ছিল। ফলে ফোনটি হারানোয় তিনি দিশেহারা হয়ে পড়েন।

সৌভিক জিজ্ঞাসা করায় কুশল জানান, তিনি শুধুমাত্র ট্যাক্সির শেষ ৪টি সংখ্যা এবং ড্রাইভারের বর্ণনা মনে করতে পারছেন। সৌভিক চক্রবর্তী এবং সার্জেন্ট বিদ্যুৎ বিশ্বাস ট্যাক্সিটি খুঁজে বের করতে সম্ভাব্য সব জায়গায় যোগাযোগ করেন। বেশ কিছুক্ষণ পরে ট্যাক্সির চালকের সন্ধান পাওয়া যায়। টেলিফোন ভবনের কাছে ছিলেন। গাড়ি নিয়ে তিনি ঘটনাস্থলে ফেরেন। সেই গাড়ির পিছনের সিটের নীচ থেকে ফোনটি মেলে। এত কম সময়ে হারানিধি ফিরে পেয়ে অভিভূত কুশল শর্মা এবং তার স্ত্রী। সৌভিককে অন্তর থেকে ধন্যবাদ জানান তাঁরা। জানান, কলকাতা তাঁদের হৃদয়ে আনন্দের শহর হিসেবে থেকে যাবে।

আরও পড়ুন- ২ ঘণ্টার চেষ্টায় অবশেষে নিয়ন্ত্রণে নাগেরবাজারের বহুতলের আ*গুন  

 

 

Related articles

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...
Exit mobile version