Monday, May 19, 2025

প্রায় দু’ঘণ্টার চেষ্টায় পুরোপুরি নিয়ন্ত্রণে দমদমের (Dumdum) বহুতলের আগুন। বুধবার বিকেলে নাগেরবাজার এলাকার (Nagerbazar) ডায়মন্ড সিটি (Diamond City) নামের একটি বহুতলের ১৬ তলায় আচমকাই আগুন লাগে। দমকল সূত্রে খবর, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের (Gas Cylinder Blast) জেরেই এই অগ্নিকান্ড। তবে আগুনে এতটাই ভয়াবহ ছিল যে, ঘটনার উৎসস্থলে পৌঁছতে অসুবিধা হচ্ছিল দমকলবাহিনীর (Fire Brigade)। পরে দমকল বাহিনীর তৎপরতায় ২ ঘণ্টা পর বিকেল সাড়ে ৫টা নাগাদ পুরোপুরি নিয়ন্ত্রণে আসে আগুন। তবে ঘটনায় কেউ আহত হননি বলেই দমকল সূত্রে খবর।

এদিন দুর্ঘটনার খবর পেয়েই ডায়মণ্ড সিটিতে পৌঁছে যান দমকল মন্ত্রী সুজিত বসু (Sujit Bose) ও বিধায়ক অদিতি মুন্সি (Aditi Bose)। তাঁরা পুরো বিষয়টি খতিয়ে দেখেন এবং দমকল কর্মীদের পরিস্থিতি নিয়ন্ত্রণে সবরকম ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। নাগেরবাজারের ডায়মন্ড প্লাজার (Diamond Plaza) লাগোয়া ডায়মন্ড সিটি আবাসন। ঘটনাস্থলের ভিডিয়ো ফুটেজে দেখা যায় আবাসনের ১৬ তলার একটি ফ্ল্যাটের এসির মেশিনের উপর থেকে বেরিয়ে আসছে আগুনের লেলিহান শিখা। ওই ফ্ল্যাটের অন্যান্য জানলা দিয়েও বেরিয়ে আসছে কালো ধোঁয়া। পরে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১০টি ইঞ্জিন। বাইরে থেকে আগুনের উৎসস্থলে পৌঁছনোর জন্য পাঠানো হয় ৪২ মিটার দৈর্ঘ্যের একটি বিশেষ মই।

তবে আবাসিকরা জানিয়েছেন, ১৬-ডি এবং ১৬-ই ফ্ল্যাটে আগুন লাগে। এদিন ওই ফ্ল্যাটে কাজ চলছিল কিন্তু কেউ ছিলেন না। এরপরই ১৭ তলার আবাসিকরা আতঙ্কে ছাদে উঠে যান কারণ আগুনের তীব্রতা এতটাই ছিল যে সিঁড়ি দিয়ে নিচে নামতে পারছিলেন না।

 

 

Related articles

বাংলাদেশকে হারিয়ে অনুর্ধ্ব-১৯ সাফ চ্যাম্পিয়ন ভারত

রুদ্ধশ্বাস লড়াইয়ে বাংলাদেশকে হারিয়ে অনুর্দ্ব-১৯ সাফকাপ(U-19 SAFF CUP) চ্যাম্পিয়ন ভারত। পেনাল্টিতে বাংলাদেশকে ৪-৩ গোলে হারাল মেন ইন ব্লুজ...

রাম-রাম রাজনীতির বোঁড়ে অভয়ার বাবা-মা! আচমকাই হাজির শিক্ষক আন্দোলন মঞ্চে

রাজ্য সরকার অপরাধীকে গ্রেফতার করে তার সর্বোচ্চ শাস্তির পথ সুগম করেছিল। আদালতে বিচারাধীন এই মামলা এখনও বিচার দিতে...

খুশির আবহ দার্জিলিং চিড়িয়াখানায় ! দুটি স্নো লেপার্ড শাবকের জন্ম দিল “রের”

সুখবর দার্জিলিংয়ের পদ্মজা নাইডু চিড়িয়াখানা থেকে। স্নো-লেপার্ড ‘রের’ এবং ‘নামকা’-র ঘরে এসেছে নতুন অতিথি। ১৩ মে রাতে ওই...

বীর সেনাদের প্রতি শ্রদ্ধা! তৃণমূলের শহিদতর্পণ কর্মসূচির দ্বিতীয় দিনে ব্যাপক সাড়া রাজ্যে 

দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে দেশের বীর সেনাদের প্রতি শ্রদ্ধা ও শহিদদের আত্মার শান্তি কামনায় রাজ্যজুড়ে পালিত হল তৃণমূল...
Exit mobile version