Tuesday, August 26, 2025

ওয়ারেন্ট জারির পরেও গরহাজির! ‘কেষ্ট নামে’ বেজায় বিরক্ত রাউস অ্যাভিনিউ কোর্ট

Date:

দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে মুখ পুড়ল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (Enforcement Directorate)। গরু পাচার মামলায় (Cow Smuggling) এখনও কেন অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) আদালতে পেশ করা হল না তা নিয়েই কোর্টের প্রশ্নের মুখে পড়তে হয়েছে ইডি আধিকারিকদের। জানা গিয়েছে, আগামী সাতদিনের মধ্যেই এই বিষয়ে হলফনামা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। ২৯ মার্চ মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। এদিকে, দিল্লি হাই কোর্টে (Delhi High Court) অনুব্রত মণ্ডলের ‘প্রোডাকশন ওয়ারেন্ট’ (Production warrant) চ্যালেঞ্জ মামলার শুনানি হতে পারে আগামী ১৭ মার্চ। আর এরপরই প্রশ্ন উঠতে শুরু করেছে তবে কী কেষ্টর দিল্লি যাত্রার দিন আসন্ন?

বুধবারই গরুপাচার মামলার শুনানি ছিল। আর এদিন শুনানি চলাকালীন, বাকিদের বিচারবিভাগীয় হেফাজত থেকে পেশ করা হয়। তার মেয়াদ এদিন বাড়ানোও হয়েছে। সেখানেই এদিন অনুব্রতর গরহাজিরা নিয়ে প্রশ্ন তোলে রাউস অ্যাভিনিউ কোর্ট (Rouse Avenue Court)। গত বছরের ১৯ ডিসেম্বর ওয়ারেন্ট জারি করার পরও কেন এখনও পর্যন্ত অনুব্রতকে পেশ করা হল না আদালতে, তা জানতে চায় আদালত। কেন আদালতের নির্দেশ কার্যকর করা হল না, উঠে আসে এমনই একাধিক প্রশ্ন। উল্লেখ্য, গরু পাচার মামলায় তদন্তের স্বার্থে বীরভূমের জেলা সভাপতি অনুব্রতকে দিল্লি নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে চেয়েছিল ইডি। সেই মর্মে দায়ের হয় মামলাও। তবে কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকদের দাবি, তাঁকে দিল্লি নিয়ে গিয়ে দেহরক্ষী সায়গল হোসেনের মুখোমুখি বসিয়ে জেরা করলে অনেক অজানা তথ্যই বেরিয়ে আসবে। দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট অনুব্রতকে দিল্লি নিয়ে আসার অনুমতি দিয়েছিল। যার পাল্টা আবেদন করে দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন কেষ্ট।

তবে বুধবার দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট সাফ জানায় হাই কোর্ট তো এই বিষয়ের উপর কোনও স্থগিতাদেশ দেয়নি। তাহলে কেন অনুব্রতকে কোর্টে পেশ করা হচ্ছে না?

 

 

Related articles

ট্রাম্পের ছোঁয়া পলকাটা হিরেতে! মোদির গুজরাটেই বেকার অন্তত ১ লক্ষ শ্রমিক

বন্ধুত্বের বাহানায় বিপুল ক্ষতির মুখে গোটা দেশকে ঠেলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে বন্ধু ডোনাল্ড ট্রাম্পের বসানো শুল্কের...

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...

রবি ঠাকুরের ‘কঙ্কাল’ থেকে ‘কনকচাপা’: পার্থর নাটক দেখতে ভিড় জিডি বিড়লা সভাঘরে

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাণ্ডার অবলম্বনে একের পর এক নাটক তৈরি হয়েছে— শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, ফাল্গুনী, রক্তকরবী আজও...
Exit mobile version