Saturday, August 23, 2025

বুধবারের সকাল থেকে ইন্সটাগ্রামে হইচই। সইফ কন্যা সারার (Sara Ali Khan)লুক নিয়ে রীতিমত আলোচনা নেটপাড়ায়। রূপসী সারা আলি খানের রূপে মজে থাকে তাঁর অনুরাগীরা । কিন্তু আজ সকাল থেকেই হঠাৎ রূপ বদল। গালে দাড়ি নিয়ে মুখে গোঁফ নিয়ে সুইমিং পুলের ধারে দাঁড়িয়ে ছবি তুলে ভাইরাল হলেন সইফ কন্যা (Saif Ali Khan Daughter)। তাহলে কি এবার নিজের লিঙ্গ পরিবর্তন করলেন বলিউডি অভিনেত্রী (Bollywood Actress)? আর এমন ছবি কেই বা তুলে দিলেন? জল্পনা যখন ক্রমশই বাড়ছিল, তখনই জবাব দিলেন সারা (Sara ALi kHan)। জানালেন ছবিটি তুলে দিয়েছেন পরিচালক হোমি আদাজানিয়া (Homi Adajania)।

তারকা কন্যা হওয়ার কারণে বারবারই খবরের শিরোনামে চলে আসেন সারা আলি খান। সম্প্রতি ক্রিকেটার শুভমন গিলের সঙ্গেও তাঁর সম্পর্কের কথা খবরে আসে। এছাড়া কার্তিক আরিয়ানের সঙ্গে ‘সিরিয়াস’ সম্পর্কে আছেন বলেও বি-টাউনে কানাঘুষো শোনা যায়।

ছোটে নবাব কন্যা প্রথম ছবি থেকেই লাইমলাইটে। তাঁর লাইফ স্টাইল থেকে শুরু করে বলিউডি সাফল্য সব নিয়েই আগ্রহ নেট দুনিয়ায়। এবার তাঁর পুরুষালি মুখের ছবি বাইরে আসতেই সমালোচনার ঝড় ওঠে। আসলে পরিচালক হোমি আদাজানিয়ার জন্মদিন আজ ১ মার্চ। বহু নায়িকার কাছের মানুষ তিনি। জন্মদিনে সেই কথা যেন আরও স্পষ্ট হল। অভিনেত্রী হুমা কুরেশি থেকে রাধিকা মদন, প্রত্যেকেই শুভেচ্ছা জানিয়েছেন পরিচালককে। কিন্তু সারার যেটা করেছেন তাতে চমকে গেছেন সবাই। নিজের একটি ছবি পোস্ট করে নায়িকা লেখেন ক্যামেরাম্যানকে খুঁজে বের করার কথা বলেন। নায়িকা যে ছবিটি পোস্ট করেছেন তা খুব ভাল করে লক্ষ্য করলে দেখা যায় পুলের পিছনে থাকা কাচের দরজায় দেখা যাচ্ছে পরিচালকের প্রতিবিম্ব দেখা যাচ্ছে। সারা লেখেন, “অনেক ধন্যবাদ হোমি স্যার, আমার নারীসত্তা এবং সৌন্দর্যকে সকলের সামনে ফুটিয়ে তোলার জন্য। শুভ জন্মদিন।”

 

Related articles

বাংলা দখলে প্রধানমন্ত্রীর ‘হতাশার আর্তনাদ’! ভিডিও দেখিয়ে তোপ তৃণমূলের

বাংলার মানুষকে দিনের পর দিন বঞ্চিত রেখে বাঙালির কাছেই ভোট ভিক্ষা! বাঙালিকে একের পর এক রাজ্যে হেনস্থা করে...

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...
Exit mobile version