Sunday, November 16, 2025

নিশীথ-কাণ্ডে পাল্টা ভিডিও ফুটেজ নিয়ে রাজ্যপালের দরবারে যাওয়ার পরিকল্পনা তৃণমূলের

Date:

কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের (Nisith Pramanik) কনভয়ে হামলা কাণ্ডে এবার রাজ্যপাল সিভি আনন্দ বোসের (CV Anand Bose) দ্বারস্থ হতে চলেছে তৃণমূল কংগ্রেস (TMC)। ওই দিনের ঘটনার ভিডিয়ো ফুটেজ (Video Footage) খতিয়ে দেখে এবার রাজ্যপালের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিল তৃণমূল নেতৃত্ব। বুধবার কোচবিহার জেলা তৃণমূল কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এমনটাই জানালেন তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক (Abhijit Dey Bhoumik)। এদিন জেলা কার্যালয়ের সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন কোচবিহার পুরসভার চেয়ারম্যান তথা রাজ্য তৃণমূলের সহ-সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ, তৃণমূল চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মণ সহ অন্যান্যরা।

তৃণমূলের অভিযোগ, সেই দিনের ঘটনায় নিশীথের কনভয়ের সঙ্গেই এসেছিল দুষ্কৃতীরা এবং তারা বিজেপি আশ্রিত। অভিজিৎ আরও জানান, সে দিনের ঘটনার ভিডিয়ো আমরা রাজ্যপালের কাছে তুলে ধরব। তাঁকে অনুরোধ করব তিনি যেন এই ভিডিয়ো দেখেন এবং বিজেপির দৃষ্টিভঙ্গি বাদ দিয়ে খোলা চোখে দেখেন। আমরা জেলার বিভিন্ন প্রান্তে, গ্রামে-গঞ্জে ওই ভিডিয়ো প্রজেক্টরের মাধ্যমে তুলে ধরব। জনসমক্ষে সবাই বিজেপির গুন্ডামির দৃশ্য দেখতে পাবেন।

উল্লেখ্য, আগেই নিশীথ কাণ্ডে কলকাতা হাই কোর্টে (Calcutta High Court) মামলা দায়ের করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বুধবার হাই কোর্টের সাফ নির্দেশ, আগামী শুক্রবারের মধ্যে এই বিষয়ে রাজ্যকে রিপোর্ট জমা দিতে হবে। পাশাপাশি, গত শনিবারই দুর্ঘটনার দিনই রাজ্যপাল সিভি আনন্দ বোসের কাছে যান শুভেন্দু। রাজ্যপালের কাছে মিথ্যা নালিশ জানিয়ে এসেছিলেন। আর সেই নিয়ে সরবও হন রাজ্যপাল সিভি আনন্দ বোস। আর সেই প্রসঙ্গেই বুধবার তৃণমূলের জেলা সভাপতি জানান, গত ২৫ ফেব্রুয়ারি শনিবার দিনহাটার বুড়িরহাট এলাকায় কেন্দ্রীয় মন্ত্রী নিশীথকে কালো পতাকা দেখানোর কর্মসূচি নিয়েছিল স্থানীয়রা। আর বুধবার সেই দিনের ঘটনার ভিডিয়ো ফুটেজ প্রকাশ করেছেন তাঁরা পাশাপাশি রাজ্য নেতৃত্বের সঙ্গে কথা বলে ওই ভিডিয়ো রাজ্যপালের কাছে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

 

Related articles

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...
Exit mobile version