Saturday, May 3, 2025

একই লাইনে মুখোমুখি চলে এসেছিল দুটি ট্রেন। সিগন্যালের গণ্ডগোলের জেরে খেয়ালই করেননি কন্ট্রোল রুমের কর্মী। আর তারপর যা হল, তা দুঃস্বপ্নেও কল্পনা করেননি কেউই।

আরও পড়ুন:“কার্ল মার্ক্স”-“সাদ্দাম হোসেন” লুকে নয়, এবার বিদেশ সফরে অন্য রূপে রাহুল গান্ধী

বুধবার তখন ভোররাত। গ্রিসে দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে দাউদাউ করে জ্বলে উঠল আগুন। মালবাহী ট্রেনের কিছু অংশ তখন যাত্রীবাহী ট্রেনের ভেতর ঢুকে গেছে। সংঘর্ষে ছিটকে লাইন থেকে বেরিয়ে গেছে চার বগি। আগুন জ্বলছে দুই ট্রেনে।ভয়াবহ এই দুর্ঘটনায় নিহত কমপক্ষে ৩২। আহত ৮৫। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।
স্থানীয় প্রশাসন সূত্রে খবর, দু’টি ট্রেনের মধ্যে একটি যাত্রিবাহী ট্রেন ছিল। অন্যটি পণ্যবাহী ট্রেন। যাত্রিবাহী ট্রেনটি আথেন্স থেকে গ্রিসের উত্তর দিকের শহর থেসালোনিকি যাচ্ছিল। ট্রেনটিতে ৩৫০ জন যাত্রী ছিলেন। ঘটনার পর পরই ২৫০ জন যাত্রীকে উদ্ধার করা হয়েছে বলে দাবি। পণ্যবাহী ট্রেনটি লারিসা শহর থেকে মধ্য গ্রিসে যাচ্ছিল বলে জানিয়েছেন থেসালি অঞ্চলের গভর্নর।

হাসপাতালে ভর্তি যাত্রীরা বলছেন, মাঝরাতে মনে হয়েছিল ভূমিকম্প হচ্ছে। গোটা ট্রেনটাই দুলে উঠেছিল। তারপরেই দেখা যায় গলগল করে কালো ধোঁয়া বের হচ্ছে। আগুন আগুন… বলে চেঁচাতে থাকে অনেকে। আর্ত চিৎকার শুরু করে যাত্রীরা।
স্থানীয় গভর্নর কোনস্ট্যানিওস অ্যাগোরাস্টোস জানিয়েছেন, যাত্রীবাহী ট্রেনের প্রথম দুটি কামরা সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে।রাত থেকেই চলছে উদ্ধারকাজ।

ট্রেনের বেশ কিছু বগি দুমড়ে মুচড়ে যাওয়ায় ভিতরে কেউ আটকে আছেন কি না তল্লাশি চালানো হচ্ছে বলে জানিয়েছে দমকল।

 

 

Related articles

আইএএস-আইপিএসদের নয়া ইউনিফায়েড পেনশন প্রকল্প চালুর সিদ্ধান্ত রাজ্যের

সর্বভারতীয় ক্যাডারের অন্তর্গত আইএএস, আইপিএস সহ অন্যান্য আধিকারিকদের জন্য রাজ্য সরকার নতুন ইউনিফায়েড পেনশন প্রকল্পের (Unified Pension Scheme)...

বিনা অনুমতিতে পাকিস্তানি মহিলাকে বিয়ে! ভিসা শেষের পর আশ্রয় দিয়ে বরখাস্ত CRPF জওয়ান

পহেলগাঁওয়ে সাম্প্রতিক জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যুর পর দেশজুড়ে পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল এবং নির্ধারিত সময়ের মধ্যে ভারত...

সাত লাখি কলম! মনের মতো লেখার টানে পেন উৎসবে কলকাতার মানুষ

দাম দিয়ে কলমের আঁচড়ের যে মূল্য দেওয়া যায় না তার নজির মেলে বাঙালির পেনের প্রতি আকর্ষণ দেখলে। ল্যাপটপের...

ওয়াকফ আইন ঘিরে হিংসা: ক্ষতিগ্রস্তদের পাশে রাজ্য, সোমে মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রী

ওয়াকফ সংশোধনী আইন নিয়ে কেন্দ্রীয় সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলনের জেরে উত্তপ্ত হয়ে উঠেছে মুর্শিদাবাদ জেলা। হিংসার ঘটনায় বহু মানুষের...
Exit mobile version