Wednesday, August 27, 2025

আরও একবছর ইস্টবেঙ্গল এফসিতে ক্লেটন সিলভা। ২০২৪ অবধি তাঁর সঙ্গে চুক্তি বাড়াল ইস্টবেঙ্গল। অবশেষে জল্পনার অবসান। আরও এক মরশুম ইস্টবেঙ্গলে খেলবেন ব্রাজিলীয় গোল মেশিন। এই ব্রাজিলীয় স্ট্রাইকারের সঙ্গে চুক্তি বাড়াল লাল-হলুদ। এদিন এমনটাই ক্লাবের তরফে এক বিবৃতিতে একথা জানানো হয়েছে।

নতুন চুক্তিতে সই করার পরে ক্লেটন বলেছেন, “আরও এক মরশুম ইস্টবেঙ্গলের মতো ক্লাবে থাকতে পেরে আমি খুশি। সমস্যা আছে, তবে  ক্লাবের যে ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে তা আমি বিশ্বাস করি। আইএসএলে আমাদের কিছু ভাল মুহূর্ত ছিল। আমি মনে করি, তা থেকে আমরা শিখতে পারব। যা আগামী মরশুমে ভাল পারফরম্যান্স করতে সাহায্য করবে।’’

এবারের আইএসএলে ইস্টবেঙ্গল ভাল পারফরম্যান্স করতে না পারলেও উজ্জ্বল ছিলেন ক্লেটন। ক্লাবের হয়ে ২০টি ম্যাচে ১২টি গোল করেছেন তিনি। লাল-হলুদের সর্বোচ্চ গোলদাতা তিনিই। তাই ক্লেটনকে আগামী মরশুমে ধরে রাখতে মরিয়া ছিলেন লাল-হলুদ কর্তারা। কিন্তু শোনা যাচ্ছিল, এই ব্রাজিলিয়ান স্ট্রাইকারটি ইস্টবেঙ্গলে থাকতে রাজি হচ্ছিলেন না। কারণ ক্লাবের খারাপ পারফরম্যান্স। তাই চুক্তিতে সই করছিলেন না তিনি। পাশাপাশি অন্য ক্লাবের প্রস্তাবও ছিল ক্লেটনের। শেষ পর্যন্ত তাঁকে রাজি করিয়ে সই করালেন লাল-হলুদ কর্তারা। সুপার কাপেও ক্লেটন ভাল খেলবে আশায় ক্লাব। ক্লেটনকে সই করালেও বাকি পাঁচ বিদেশিকেই ছেড়ে দিচ্ছে ক্লাব। নাওরেম মহেশ, লালচুংনুঙ্গা ছাড়া অধিকাংশ ভারতীয় বাতিলের তালিকায়।

আরও পড়ুন:শনিবার প্লে-অফের ম‍্যাচে মোহনবাগানের সামনে ওড়িশা এফসি, জয়ই লক্ষ‍্য বাগানের


 

Related articles

ক্যালকাটা কাস্টমসের কাছে হার, সুপার সিক্সের পথ কঠিন করে ফেলল মোহনবাগান

কলকাতা লিগে(CFL) সুপার সিক্সের পথ আরও কঠিন করে ফেলল মোহনবাগান(Mohun Bagan)। বিএসএসের কাছে জয়ের পর ক্যালকাটা কাস্টমসের(Calcutta Customs...

দেশ-বিদেশের মানচিত্রে পর্যটনে উজ্জ্বল বাংলা! সামনে বড় লক্ষ্য: ইন্দ্রনীল সেন 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দূরদর্শী নেতৃত্বে দেশ-বিদেশের পর্যটন মানচিত্রে ইতিমধ্যেই গুরুত্বপূর্ণ স্থান করে নিয়েছে বাংলা। তবে এখানেই থেমে থাকতে...

পণের জন্য অত্যাচার! মৃতা ননদ নিকিকে নিয়ে বিস্ফোরক অভিযোগ মীণাক্ষির

গ্রেটার নয়ডায় নিকি ভাটি হত্যাকাণ্ড (Nikki Bhati Murder Case) নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা দেশে। জানা গিয়েছে, পণের দাবি...

মিশন ২০৩০ কমনওয়েলথ গেমস, বিড করতে সবুজ সংকেত কেন্দ্রীয় মন্ত্রিসভার

মিশন ২০৩৬ অলিম্পিক। তার আগে ২০৩০ সালে কমনওয়েলথ গেমস (2030 Commonwealth Games) আয়োজন করার পরিকল্পনা নিয়েছে আইওএ (IOA)।...
Exit mobile version