Sunday, May 18, 2025

বার্ষিক আয়ের নিরিখে ফের দেশের ধনী দলের তকমা পেল বিজেপি(BJP)। সম্প্রতি প্রকাশিত রিপোর্টে দেখা যাচ্ছে দেশের ৮ টি জাতীয় দলের মোট রোজগার প্রায় ৩৩০০ কোটি। এর মধ্যে শুধু বিজেপির বার্ষিক আয় ২০০০ কোটি টাকা। চমকপ্রদভাবে এই তালিকায় দ্বিতীয়স্থানে উঠে এসেছে তৃণমূলের(TMC) নাম। তৃতীয় স্থানে উঠে এসেছে শতাব্দী প্রাচীন দল কংগ্রেসের(Congress) নাম।

অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মস অর্থাৎ ADR-এর প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, ২০২১-২২ অর্থবর্ষে দেশের ৮টি জাতীয় দলের মোট রোজগার ছিল ৩২৮৯.৩৪ কোটি টাকা। এর মধ্যে স্রেফ বিজেপির রোজগার ছিল ১৯১৭.১২ কোটি টাকা। এই তালিকায় সকলকে চমকে দিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে তৃণমূল। ২০২১-২২ অর্থবর্ষে তৃণমূল রোজগার ৫৪৫ কোটি ৭৫ লক্ষ টাকা। তৃণমূলের থেকে সামান্য পিছিয়ে কংগ্রেস। ওই বছর কংগ্রেসের রোজগার ছিল ৫৪১.২৭ কোটি টাকা। রিপোর্ট বলছে ওই বছর ইলেক্টরাল বন্ডের (Electoral Bond) মাধ্যমে তৃণমূল কংগ্রেসের রোজগার বেড়েছে প্রায় ১২ গুণ। আয়ের পাশাপাশি খরচও বেড়েছে ঘাসফুল শিবিরের। ২০২০-২১ অর্থবর্ষে যেটা ছিল ১৩২ কোটি ৫২ লক্ষ টাকা। ২০২১-২২ অর্থবর্ষে তা বেড়ে হয়েছে ২৬৮ কোটি ৩৩ লক্ষ টাকা।

পাশাপাশি রিপোর্ট অনুযায়ী, ২০২০-২১ অর্থবর্ষ থেকে ২০২১-২২ অর্থবর্ষে বিজেপির রোজগার বেড়েছে প্রায় ১৫৫ শতাংশ। ২০২০-২১ অর্থবর্ষে বিজেপির রোজগার ছিল ৭৫২.৩৩ কোটি, ২০২১-২২ অর্থবর্ষে সেটা বেড়ে হয়েছে ১৯১৭.১২ কোটি টাকা। কংগ্রেসের রোজগার একবছরে বেড়েছে ৭৯ শতাংশ। তবে রোজগার বাড়ার নিরিখে সবচেয়ে বড় চমক দিয়েছে তৃণমূলই। ২০২০-২১ অর্থবর্ষে যেখানে তৃণমূলের রোজগার ছিল ৭৪.৪১ কোটি টাকা, সেখানে ২০২১-২২ অর্থবর্ষে বেড়ে ৫৪৫ কোটি ৭৫ লক্ষ টাকা এর বেশিরভাগটাই এসেছে ইলেক্টোরাল বন্ড থেকে। উল্লেখ্য, রাজনৈতিক দলে তহবিল সংগ্রহে স্বচ্ছতা আনতে ইলেক্টরাল বন্ড চালু করেছিল নির্বাচন কমিশন। এর মাধ্যমে চাঁদা আদায় পুরোপুরি বৈধ এবং স্বচ্ছ। ফলে এক বছরে স্বচ্ছতার সঙ্গেই আয় বাড়ল তৃণমূলের।

Related articles

পাকবিরোধী প্রচারে ভারত: জাপানসহ একাধিক দেশে তৃণমূল সাংসদ ইউসুফ পাঠান

ভারতে পাকিস্তানের জঙ্গি কার্যকলাপ নিয়ে ভারতের সহযোগী রাষ্ট্রগুলিতে প্রচার চালাবে কেন্দ্রের সরকার। সহযোগিতা করবেন বিরোধী দলের সংসদরাও। শনিবারই...

আন্দোলনের নামে গালিগালাজ! প্রকাশ্যে বিকাশ ভবনে আটকে থাকা ২ মহিলা কর্মীর বিস্ফোরক পোস্ট

আন্দোলনের নামে বৃহস্পতিবার বিকাশ ভবনকে ঘিরে যে হিংস্রতা, বর্বরতা, অসভ্যতা এবং ভাঙচুর-হামলার ঘটনা ঘটেছে তা দেখেছেন বাংলার মানুষ৷...

বাংলাদেশের সঙ্গে স্থল বাণিজ্যে লাগাম! পোশাক থেকে চিপস – জারি নির্দেশিকা

বাংলাদেশের সঙ্গে স্থল বাণিজ্যে ব্যাপক লাগাম টানল ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রালয় (Ministry of Commerce and Industry)। পোষাক...

নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে শুরু হল এডুকেশন ইন্টারফেস ২০২৫

তরুণ প্রজন্মের ভবিষ্যৎ তৈরিতে পূর্ব ভারতের বৃহত্তম শিক্ষা ও ক্যারিয়ার মেলা শুরু হল কলকাতায়। ক্যারিয়ার প্ল্যানার এডুফেয়ারের উদ্যোগে...
Exit mobile version