Thursday, November 13, 2025

বিজেপি যেন ‘টাকার গদি’, আয়ের নিরিখে ফের দেশের ধনী দল ‘পদ্ম’

Date:

বার্ষিক আয়ের নিরিখে ফের দেশের ধনী দলের তকমা পেল বিজেপি(BJP)। সম্প্রতি প্রকাশিত রিপোর্টে দেখা যাচ্ছে দেশের ৮ টি জাতীয় দলের মোট রোজগার প্রায় ৩৩০০ কোটি। এর মধ্যে শুধু বিজেপির বার্ষিক আয় ২০০০ কোটি টাকা। চমকপ্রদভাবে এই তালিকায় দ্বিতীয়স্থানে উঠে এসেছে তৃণমূলের(TMC) নাম। তৃতীয় স্থানে উঠে এসেছে শতাব্দী প্রাচীন দল কংগ্রেসের(Congress) নাম।

অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মস অর্থাৎ ADR-এর প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, ২০২১-২২ অর্থবর্ষে দেশের ৮টি জাতীয় দলের মোট রোজগার ছিল ৩২৮৯.৩৪ কোটি টাকা। এর মধ্যে স্রেফ বিজেপির রোজগার ছিল ১৯১৭.১২ কোটি টাকা। এই তালিকায় সকলকে চমকে দিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে তৃণমূল। ২০২১-২২ অর্থবর্ষে তৃণমূল রোজগার ৫৪৫ কোটি ৭৫ লক্ষ টাকা। তৃণমূলের থেকে সামান্য পিছিয়ে কংগ্রেস। ওই বছর কংগ্রেসের রোজগার ছিল ৫৪১.২৭ কোটি টাকা। রিপোর্ট বলছে ওই বছর ইলেক্টরাল বন্ডের (Electoral Bond) মাধ্যমে তৃণমূল কংগ্রেসের রোজগার বেড়েছে প্রায় ১২ গুণ। আয়ের পাশাপাশি খরচও বেড়েছে ঘাসফুল শিবিরের। ২০২০-২১ অর্থবর্ষে যেটা ছিল ১৩২ কোটি ৫২ লক্ষ টাকা। ২০২১-২২ অর্থবর্ষে তা বেড়ে হয়েছে ২৬৮ কোটি ৩৩ লক্ষ টাকা।

পাশাপাশি রিপোর্ট অনুযায়ী, ২০২০-২১ অর্থবর্ষ থেকে ২০২১-২২ অর্থবর্ষে বিজেপির রোজগার বেড়েছে প্রায় ১৫৫ শতাংশ। ২০২০-২১ অর্থবর্ষে বিজেপির রোজগার ছিল ৭৫২.৩৩ কোটি, ২০২১-২২ অর্থবর্ষে সেটা বেড়ে হয়েছে ১৯১৭.১২ কোটি টাকা। কংগ্রেসের রোজগার একবছরে বেড়েছে ৭৯ শতাংশ। তবে রোজগার বাড়ার নিরিখে সবচেয়ে বড় চমক দিয়েছে তৃণমূলই। ২০২০-২১ অর্থবর্ষে যেখানে তৃণমূলের রোজগার ছিল ৭৪.৪১ কোটি টাকা, সেখানে ২০২১-২২ অর্থবর্ষে বেড়ে ৫৪৫ কোটি ৭৫ লক্ষ টাকা এর বেশিরভাগটাই এসেছে ইলেক্টোরাল বন্ড থেকে। উল্লেখ্য, রাজনৈতিক দলে তহবিল সংগ্রহে স্বচ্ছতা আনতে ইলেক্টরাল বন্ড চালু করেছিল নির্বাচন কমিশন। এর মাধ্যমে চাঁদা আদায় পুরোপুরি বৈধ এবং স্বচ্ছ। ফলে এক বছরে স্বচ্ছতার সঙ্গেই আয় বাড়ল তৃণমূলের।

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version