Sunday, May 18, 2025

বার্ষিক আয়ের নিরিখে ফের দেশের ধনী দলের তকমা পেল বিজেপি(BJP)। সম্প্রতি প্রকাশিত রিপোর্টে দেখা যাচ্ছে দেশের ৮ টি জাতীয় দলের মোট রোজগার প্রায় ৩৩০০ কোটি। এর মধ্যে শুধু বিজেপির বার্ষিক আয় ২০০০ কোটি টাকা। চমকপ্রদভাবে এই তালিকায় দ্বিতীয়স্থানে উঠে এসেছে তৃণমূলের(TMC) নাম। তৃতীয় স্থানে উঠে এসেছে শতাব্দী প্রাচীন দল কংগ্রেসের(Congress) নাম।

অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মস অর্থাৎ ADR-এর প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, ২০২১-২২ অর্থবর্ষে দেশের ৮টি জাতীয় দলের মোট রোজগার ছিল ৩২৮৯.৩৪ কোটি টাকা। এর মধ্যে স্রেফ বিজেপির রোজগার ছিল ১৯১৭.১২ কোটি টাকা। এই তালিকায় সকলকে চমকে দিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে তৃণমূল। ২০২১-২২ অর্থবর্ষে তৃণমূল রোজগার ৫৪৫ কোটি ৭৫ লক্ষ টাকা। তৃণমূলের থেকে সামান্য পিছিয়ে কংগ্রেস। ওই বছর কংগ্রেসের রোজগার ছিল ৫৪১.২৭ কোটি টাকা। রিপোর্ট বলছে ওই বছর ইলেক্টরাল বন্ডের (Electoral Bond) মাধ্যমে তৃণমূল কংগ্রেসের রোজগার বেড়েছে প্রায় ১২ গুণ। আয়ের পাশাপাশি খরচও বেড়েছে ঘাসফুল শিবিরের। ২০২০-২১ অর্থবর্ষে যেটা ছিল ১৩২ কোটি ৫২ লক্ষ টাকা। ২০২১-২২ অর্থবর্ষে তা বেড়ে হয়েছে ২৬৮ কোটি ৩৩ লক্ষ টাকা।

পাশাপাশি রিপোর্ট অনুযায়ী, ২০২০-২১ অর্থবর্ষ থেকে ২০২১-২২ অর্থবর্ষে বিজেপির রোজগার বেড়েছে প্রায় ১৫৫ শতাংশ। ২০২০-২১ অর্থবর্ষে বিজেপির রোজগার ছিল ৭৫২.৩৩ কোটি, ২০২১-২২ অর্থবর্ষে সেটা বেড়ে হয়েছে ১৯১৭.১২ কোটি টাকা। কংগ্রেসের রোজগার একবছরে বেড়েছে ৭৯ শতাংশ। তবে রোজগার বাড়ার নিরিখে সবচেয়ে বড় চমক দিয়েছে তৃণমূলই। ২০২০-২১ অর্থবর্ষে যেখানে তৃণমূলের রোজগার ছিল ৭৪.৪১ কোটি টাকা, সেখানে ২০২১-২২ অর্থবর্ষে বেড়ে ৫৪৫ কোটি ৭৫ লক্ষ টাকা এর বেশিরভাগটাই এসেছে ইলেক্টোরাল বন্ড থেকে। উল্লেখ্য, রাজনৈতিক দলে তহবিল সংগ্রহে স্বচ্ছতা আনতে ইলেক্টরাল বন্ড চালু করেছিল নির্বাচন কমিশন। এর মাধ্যমে চাঁদা আদায় পুরোপুরি বৈধ এবং স্বচ্ছ। ফলে এক বছরে স্বচ্ছতার সঙ্গেই আয় বাড়ল তৃণমূলের।

Related articles

টেস্ট অধিনায়ক হিসাবে গাভাসকরেরও পছন্দ শুভমন গিল

রোহিত শর্মা(Rohit Sharma) পরবর্তী ভারতীয় টেস্ট দলের অধিনায়ক কে হবেন। এই নিয়েই এখন চর্চা তুঙ্গে। কারোর মুখে জসপ্রীত...

১০০ দিনের কাজে ৭১ কোটি টাকা দুর্নীতির অভিযোগ, মোদি রাজ্যে গ্রেফতার মন্ত্রী-পুত্র

একশো দিনের কাজে বিরাট দুর্নীতি নরেন্দ্র মোদির (Narendra Modi State) রাজ্যে। গুজরাট থেকে গ্রেফতার করা হল বিজেপি মন্ত্রীর...

ঐতিহ্যের সঙ্গে আধুনিকতা জরি শিল্পে, হাওড়া ‘জরি হাব’ থেকেই উত্তরণ শিল্পীদের

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্যোগে প্রাণ ফিরে পাচ্ছে বাংলার সুপ্রাচীন জরি শিল্প। বাংলা বিশেষ করে হাওড়ার জরি শিল্প আদতে...

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম

১৮ মে (রবিবার), ২০২৫কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকাদিল্লিতে লিটার প্রতি...
Exit mobile version