Saturday, August 23, 2025

তিন রাজ্যে চলছে ভোট গণনা। ত্রিপুরা (Tripura), মেঘালয় (Meghalaya), নাগাল্যান্ডের (Nagaland) বিধানসভা ভোটের গণনা শুরু হয়েছে সকাল আটটা থেকে। উত্তর-পূর্বের তিন রাজ্য আগামী পাঁচ বছর কার দখলে থাকবে তা এখন শুধু কিছু সময়ের অপেক্ষা।

আরও পড়ুন:NPP সরকারের শেষের শুরু, মেঘালয়ে কাউন্টডাউন ঘড়ি বসাল তৃণমূল

মেঘালয়তে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। মেঘালয়ে প্রথম থেকেই চমক দিয়েছে তৃণমূল। প্রথম কয়েকটি রাউন্ডের পর সেখানে সাতটি আসনে এগিয়ে রয়েছে তৃণমূল। আপাতত মেঘ রাজ্যে ফলে একক পার্টি হিসাবে এগিয়ে রয়েছে কনরাড সাংমার দল৷ ফলে এ বার সরকার গড়ার দিকে এগিয়ে আছে এনপিপি৷ অন্যদিকে, বিজেপি সে রাজ্যে এগিয়ে আছে পাঁচটি আসনে৷ কংগ্রেস এগিয়ে আছে পাঁচটি আসনে৷ তৃণমূল এগিয়ে আছে সাতটি আসনে৷ অন্যরা এগিয়ে আছে ১৮টি আসনে৷ এই অন্যদের মধ্যে আছে ইউডিপি৷ ফলে মেঘালয় নিয়ে বিজেপি যতটা আশা করেছিল, তা হয়ত হয়ে উঠবে না। তবে সরকারও একক ভাবে কোনও দল সরকার গঠন করতে পারছে না৷ সরকার গঠন করতে এক বৃহত্তম দলকেও কোনও একটি ছোট দলকে পাশে নিতে হবে৷ সেক্ষেত্রে কনরাড সাংমারা যদি ২৪ আসনে জয় পান, তা হলে তাঁদের সংখ্যাগরিষ্ঠতার জন্য আরও কয়েকটি আসন পেতে হবে৷ সেখানে কিং মেকারের ভূমিকা পালন করতে পারে তৃণমূল।

এদিকে, নাগাল্যান্ডে বিজেপি জোট আরও জয়ের কাছে। তবে ৬০ আসনের বিধানসভা নির্বাচনে বিজেপি-এনডিপিপি এগিয়ে রয়েছে ৪৩ আসনে। এনপিএফ ৪ আসনে এগিয়ে রয়েছে, ১টি আসনে এগিয়ে রয়েছে কংগ্রেস।

ত্রিপুরাতে বাম জোট টক্কর দিচ্ছিল BJP-কে। কিন্তু, এবার সমস্ত সাজানো সমীকরণ ঘুরিয়ে দিল তিপ্রা মোথা। BJP-কে সমর্থন করার কথা জানিয়েছে তিপ্রা। তবে এক্ষেত্রে শর্ত রেখেছে তারা। যদি BJP উপজাতিদের সমস্যা নিরসনে উদ্যোগী হয় তবেই জোট করবে তারা। সেক্ষেত্রে ‘খেলা ঘুরবে’ ত্রিপুরায় মনে করছে রাজনৈতিক মহল।ত্রিপুরাতে ৩৩টি আসনে এগিয়ে বিজেপি।বাম জোট এগিয়ে ১১টি আসনে এগিয়ে। কংগ্রেস এগিয়ে রয়েছে ৪টি আসনে। তিপ্রামোথা ১১টি আসনে রয়েছে। সেক্ষেত্রে তিপ্রার সঙ্গে যদি জোট হয় ত্রিপুরাতে BJP-র ক্ষমতায় প্রত্যাবর্তনের সম্ভাবনা পাকা। তবে এখানে তেমনভাবে দাগ কাটতে পারেনি তৃণমূল।

 

 

Related articles

আমেরিকায় চিঠি–পার্সেল পাঠানোয় বিধিনিষেধ, সিদ্ধান্ত কেন্দ্রীয় ডাক বিভাগের 

ভারত–মার্কিন শুল্কযুদ্ধের জেরে এবার বড়সড় প্রভাব পড়ল ডাক পরিষেবায়। আমেরিকায় চিঠি ও পার্সেল পাঠানোর প্রক্রিয়ায় বিধিনিষেধ জারি করল...

ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ মুখ্যসচিবের 

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শনিবার নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব...

দায় বেসরকারিকরণ নীতির! মোদিরাজে পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক কর্মী

মোদি সরকারের আমলে বিগত পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক সরকারি কর্মী। সম্প্রতি লোকসভায় এমনই চাঞ্চল্যকর তথ্য দিল কেন্দ্র।...

পুজোর আগে প্রায় দ্বিগুণ দুধ উৎপাদনে বাংলার ডেয়ারি 

কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে প্যাকেটজাত দুধের জোগান বাড়াতে রাজ্য সরকারি ব্র্যান্ড বাংলার ডেয়ারি বড় পদক্ষেপ নিতে চলেছে। পুজোর...
Exit mobile version