Thursday, December 4, 2025

Entertainment : ‘টা*র্গেট’ সায়ন্তিকা, কীসের ভ*য়ে পুলিশের দ্বারস্থ নায়িকা !

Date:

Share post:

সমাজমাধ্যমে (Social media) সেলিব্রিটিদের নিয়ে লেখার ঘটনা নতুন নয়। কিন্তু যত দিন যাচ্ছে ততই বাড়ছে অ*শালীন আক্র*মণ। মানসিক ‘অসুস্থ ‘ অনুরাগীর উপদ্রবে, তাই এবার পুলিশের (Police) দ্বারস্থ টলিউড অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় (Actress Sayantika Banerjee)। প্রতি*বাদে সোচ্চার হলেন সোশ্যাল মিডিয়ায়। বুধবার রাতে অনুরাগীদের বিষয়টি জানাতে সমাজ মাধ্যমের প্রোফাইলে একটি পোস্ট করেন সায়ন্তিকা(Actress Sayantika Banerjee), যা ঘিরে রীতিমতো শোরগোল পড়ে গেছে।

সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র টলিউডের অভিনেত্রী নন তিনি এখন রাজনৈতিক ব্যক্তিত্বও বটে। রাজ্যের শাসকদলের ঘনিষ্ঠ অভিনেত্রী রাজনীতিতে আসার পর থেকেই কি এই উপদ্রব বাড়তে শুরু করল? সায়ন্তিকা বলছেন সমাজমাধ্যমে জনৈক ব্যক্তি লাগাতার তাঁকে নিয়ে অশালীন পোস্ট করছেন। এটা নারীদের জন্য যথেষ্ট অসম্মানজনক। অনেকেই রাজনীতির সঙ্গে এর সম্পর্ক টানার চেষ্টা করছেন। কিন্তু রাজনীতিতে আসার আগে থেকেই এমন ঘটনা ঘটে চলেছে।

সিনে পর্দার নায়িকা মানেই তাঁকে ঘিরে নানা জল্পনা আর সমালোচনা। প্রশংসার পাশাপাশি নেতিবাচক মন্তব্যের জের সামলাতে হয় সেলিব্রেটিদের। কিন্তু এইসব তো প্রতিদিনের অভ্যাস হয়ে দাঁড়িয়েছে তাহলে এখন কেন সরব হচ্ছেন নায়িকা? সায়ন্তিকা জানান, আসলে কয়েক দিনের ‘উপদ্রব’ নয়, শিলাদিত্য নামের ওই অভিযুক্ত ব্যক্তি বিগত কয়েক বছর ধরেই সায়ন্তিকার পোস্ট করা বেশিরভাগ ছবি এবং ভিডিয়োতে অশালীন মন্তব্য করছেন। সায়ন্তিকা প্রথমে কমেন্ট সেকশনের মাধ্যমে ওই ব্যক্তিকে সতর্ক করার পরও তিনি থামেননি বলেই অভিযোগ। সায়ন্তিকার অনুরাগীরাও বিষয়টির প্রতিবাদ করেছেন। কিন্তু অভিযুক্ত ব্যক্তি এরপর অভিনেত্রীর বাবাকে নিয়ে অশালীন মন্তব্য করা শুরু করলে পুলিশের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নেন সায়ন্তিকা। যদিও তিনি নিশ্চিত নন পুলিশের সাহায্যেই সমস্যার সমাধান হবে কিনা। অভিনেত্রী বলছেন অসুস্থ মানসিকতার বদল আনতে চিন্তাভাবনার পরিবর্তন দরকার। তার মতে এবার এই ঘটনায় বাকি মহিলারাও সতর্ক হবেন এবং তাঁদের প্রতিবাদও স্পষ্ট হবে সমাজের সামনে।

 

spot_img

Related articles

শিক্ষামন্ত্রী না থাকলে বিজয়ের গোড়ায় পৌঁছানো সম্ভব হত না: কৃতজ্ঞতা প্রকাশ পর্ষদ সভাপতির

রাজনৈতিক অভিসন্ধি থেকে যে ৩২ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তা প্রমাণ...

রাস্তা তৈরি থেকে অন্যান্য পরিষেবা কেমন চলছে? নজরদারিতে বিরাট সিদ্ধান্ত নবান্নের

রাজ্যে উন্নয়নের গতি কোনওভাবেই যেন থেমে না যায়, সদা তৎপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশনের চাপিয়ে দেওয়া এসআইআর...

বৃহস্পতিবার লক্ষাধিক জমায়েত: দলনেত্রীর সম্প্রীতির বার্তা শুনতে অপেক্ষায় বহরমপুর

রাজ্যে এসআইআর পরিস্থিতি ও বিজেপির ক্রমাগত উস্কানির রাজনীতির মধ্যেই জেলা সফরে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার...

আর জি কর মামলার তদন্ত শেষ, সমন পাঠানোর নির্দেশ আখতার আলিকে

আর জি কর হাসপাতালের মামলার তদন্ত শেষ হয়েছে বলে বুধবার আলিপুর বিশেষ সিবিআই আদালতকে জানাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা...