Tuesday, August 26, 2025

শীত-গ্রীষ্মে ২ সময়ে গঙ্গা আরতি : বাজে কদমতলা ঘাটে উদ্বোধনে ঘোষণা মুখ্যমন্ত্রীর

Date:

বারাণসীর ঘাটের মতোই এবার কলকাতাতেও শুরু হল গঙ্গা আরতি। বৃহস্পতিবার, এর কর্মসূচির উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ছিলেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim), ডেপুটি মেয়র অতীন ঘোষ (Atin Ghosh), মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী (Harikrishna Dwibedi)-সহ অনেকেই। বিশেষ সময় বাদে প্রতিদিনই হবে গঙ্গা আরতি।

গরমকালে সন্ধে ৭টা
শীতকালে সন্ধে ৬টা

গঙ্গাপুজো ও আরতি করে এই কর্মসূচির সূচনা করেন মুখ্যমন্ত্রী। তাঁকে মন্ত্র অঞ্জলি দেওয়ান গঙ্গার ঘাটে থাকা পুরোহিত। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “কাশীতে গঙ্গা আরতি দেখে এসেছিলাম। সেখানে গিয়েই এই আরতির বিষয়টি আমার মাথায় প্রথম এসেছিল। কলকাতাতেও গঙ্গা আরতির ব্যবস্থা করা হল। পুজোয় বিসর্জনের সময় বাবুঘাটে গঙ্গা আরতি বন্ধ থাকবে।“ মুখ্যমন্ত্রী জানান, শীতকাল সন্ধে ৬টা ও গ্রীষ্মে সন্ধে ৭টার সময় বাজে কদমতলা ঘাটে গঙ্গা আরতি হবে । পাশাপাশি এই আরতি অনুষ্ঠিত হবে প্রতিদিন। গঙ্গা আরতি যাতে সকলে দেখার সুযোগ পায় তার জন্য দর্শকদের বসার জায়গা তৈরি করতে ফিরহাদ হাকিমকে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।

কলকাতা মেয়র বলেন, “কলকাতার ইতিহাসে আরও একটি নতুন পালক যুক্ত হল। কলকাতার বাবুঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে গঙ্গা আরতি শুরু করার নির্দেশ দিয়েছিলেন। সেই কাজ আজ বাস্তবে রূপ দিতে পেরে আমি আনন্দিত। গঙ্গা আরতিতে পর্যটকদের আগ্রহ বাড়বে।“ রাজ্যের মুখ্যসচিব বলেন, “আমি নিজে উত্তরপ্রদেশের বাসিন্দা। এখানে বহু মানুষ রোজ কালীঘাট, দক্ষিণেশ্বর, বেলুড় মঠে দর্শন করতে আসেন। তাই এখানে গঙ্গা আরতির সূচনা হওয়ায় পর্যটকরা বিশেষ আকৃষ্ট হবেন।“

 

Related articles

বদমেজাজি! আমার ছবি এমনিও হলে চলে না, অকপট স্বীকারক্তি অঞ্জন দত্তের 

অভিনেতা–পরিচালক অঞ্জন দত্তকে নিয়ে দীর্ঘদিন ধরেই রয়েছে নানা বিতর্ক। অনেকেই তাঁকে ‘ঠোঁটকাটা’ বা ‘বদমেজাজি’ আখ্যা দেন। তবে এ...

চাঞ্চল্যকর ঘটনা পূর্ব মেদিনীপুরে! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক

রোমহর্ষক ঘটনা! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক। ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে পূর্ব মেদিনীপুরের ভগবানপুর...

একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস! মঙ্গলে জেলা সফরে বর্ধমানে মুখ্যমন্ত্রী

আগামিকাল, মঙ্গলবার বর্ধমানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সফর ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যেই সাজিয়ে তোলা হয়েছে...

বিদ্যাপতি সেতুর সংস্কার শুরু, ধাপে ধাপে সরানো হবে দোকান

শিয়ালদহ ফ্লাইওভার বা বিদ্যাপতি সেতুর সংস্কার কাজ শুরু করতে চলেছে কেএমডিএ। তার আগে সেতুর নীচে গড়ে ওঠা দোকানগুলিকে...
Exit mobile version