Sunday, May 18, 2025

নিয়োগ দুর্নীতি মামলায় জেলবন্দি শান্তিপ্রসাদ সিনহার বাড়ি থেকে টাকা-সোনার পাহাড় উদ্ধারের ২৪ঘণ্টার মধ্যেই ফের মহানগরে টাকার হদিশ। ট্যাংরা থানার (Tangra Police Station) ক্রিস্টোফার রোডের একটি বাড়িতে অভিযান চালিয়ে ৬৫ লক্ষ নগদ টাকা উদ্ধার করল পুলিশ। বাড়ি থেকে বছর আটত্রিশের বেঞ্জামিন আলিকে (Benzamin Ali) ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে জালিয়াতি ও আর্থিক প্রতারণার অভিযোগ রয়েছে।

সূত্রের খবর, ক্রিস্টোফার রোডের (Christopher Road) একটি ভাড়া বাড়িতে তল্লাশি চালায় কলকাতা পুলিশ। সেখান থেকে টাকা-সহ বেঞ্জামিনকে গ্রেফতার করা হয়। ভুয়ো ওয়েবসাইট খুলে সোনায় বিনিয়োগের টোপ দিয়ে প্রায় দেড় কোটি টাকা আর্থিক জালিয়াতির অভিযোগ রয়েছে বেঞ্জামিনের বিরুদ্ধে। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে বেশ কিছু বৈদ্যুতিক ডিভাইসও।

ভুয়ো ওয়েবসাইট খুলে সোনায় বিনিয়োগের টোপ দিয়ে ১ কোটি ৩৩ লক্ষ জালিয়াতির একটি অভিযোগ জমা পড়েছিল কলকাতা পুলিশের সাইবার ক্রাইম শাখা। তদন্তে নেমে জানা যায় জালিয়াতির টাকা ১১ টি আলাদা অ্যাকাউন্টে পাঠানো হত। সেখান থেকে আবার অন্য অ্যাকাউন্টে যেত সেই টাকা। পরে সেই টাকা এটিএম বা অনলাইন মারফত তুলে নেওয়া হত। পুলিশকে বিভ্রান্ত করতে এভাবেই ছক কষে ছিল প্রতারণা চক্রটি। এই জালিয়াতি চক্রে জড়িত থাকার অভিযোগে নভেম্বর মাসে ৫ জনকে গ্রেফতার করেছিল পুলিশ। এবার এই পান্ডাদের আরও একজনকে গ্রেফতার করল তদন্তকারী দল।

Related articles

টেস্ট অধিনায়ক হিসাবে গাভাসকরেরও পছন্দ শুভমন গিল

রোহিত শর্মা(Rohit Sharma) পরবর্তী ভারতীয় টেস্ট দলের অধিনায়ক কে হবেন। এই নিয়েই এখন চর্চা তুঙ্গে। কারোর মুখে জসপ্রীত...

১০০ দিনের কাজে ৭১ কোটি টাকা দুর্নীতির অভিযোগ, মোদি রাজ্যে গ্রেফতার মন্ত্রী-পুত্র

একশো দিনের কাজে বিরাট দুর্নীতি নরেন্দ্র মোদির (Narendra Modi State) রাজ্যে। গুজরাট থেকে গ্রেফতার করা হল বিজেপি মন্ত্রীর...

ঐতিহ্যের সঙ্গে আধুনিকতা জরি শিল্পে, হাওড়া ‘জরি হাব’ থেকেই উত্তরণ শিল্পীদের

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্যোগে প্রাণ ফিরে পাচ্ছে বাংলার সুপ্রাচীন জরি শিল্প। বাংলা বিশেষ করে হাওড়ার জরি শিল্প আদতে...

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম

১৮ মে (রবিবার), ২০২৫কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকাদিল্লিতে লিটার প্রতি...
Exit mobile version