বুধের দুপুরে মালদহের (Maldah) গাজোলে সভা করতে চলেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবারই মুর্শিদাবাদে পৌঁছেছেন তিনি। এদিন সকালে হেলিকপ্টারে করে মালদহ যাবেন। সকাল থেকেই গাজোল মাঠ জুড়ে শ্রমিকদের অবিরাম কাজ, নেতাদের তদারকি এবং সর্বত্র তৎপরতা চোখে পড়ছে। এদিন কেন্দ্রীয় বন্দনা থেকে শুরু করে নির্বাচন কমিশনের অপরিকল্পিত এসআইআরের (SIR) বিরুদ্ধে সরব হবেন রাজ্যের প্রশাসনিক প্রধান। পাশাপাশি আসন্ন বিধানসভা নির্বাচনের (WB Assembly Election) কথা মাথায় রেখে বাংলার উন্নয়নের খতিয়ানও তিনি তুলে ধরবেন বলে মনে করা হচ্ছে।
মালদহের জনসভা শেষে বুধবার মুখ্যমন্ত্রীর ফের হেলিকপ্টারে করে বহরমপুরে ফিরে যাবেন বলে জানা গেছে। সেখানেই রাত্রিবাস এবং পরের দিন অর্থাৎ বৃহস্পতিবার দুপুর ১ টা নাগাদ তৃণমূল সুপ্রিমো বহরমপুর স্টেডিয়ামে একটি জনসভায় বক্তব্য রাখবেন। মুখ্যমন্ত্রীর জেলা সফরকে কেন্দ্র করে মালদহ এবং মুর্শিদাবাদে প্রশাসনের তরফ থেকে নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছে। দুই জেলাতেই লক্ষাধিক মানুষের উপস্থিতির আশা করছেন তৃণমূল নেতা-কর্মীরা।
–
–
–
–
–
–
–
–
