বসন্ত মানেই ভালোবাসার মাস। এই ভালোবাসার মাসেই সমস্ত অডিও প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে ড্রপসপ্লে নিবেদিত ‘পাশবালিশ’ গান এর টিজার।

“পাশবালিশ” এর রোমান্টিক মিউজিক ভিডিওতে প্রিয়াঙ্কা ভট্টাচার্যকে দেখা যাচ্ছে মুখ্য ভূমিকায় আর সাথে রয়েছেন কৌস্তভ বাগ।মহারাজ চ্যাটার্জী পরিচালিত এই মিউজিক ভিডিওটিতে একটি দুষ্টু মিষ্টি প্রেমের গল্প দেখানো হয়েছে।

পরিচালক হিসাবে এটাই তার প্রথম মিউজিক ভিডিও।গানটিতে ছোটবেলার খুনসুটি ফুটে উঠছে । প্রেম বিরহের নানান রুপ ধরা পরেছে এই মিউজিক ভিডিওতে। গানে ফুটে উঠেছে দুই বন্ধুর ভাললাগা এবং ভালোবাসার গল্প।

গানটিতে সুর ও কণ্ঠ দিয়েছেন সৌভিক দাস এবং শুভশ্রী দাস। বসন্তের এই ব্যস্ত শহরে প্রকৃতির সঙ্গে সঙ্গে শহরবাসীও মেতে উঠেছে ভালোবাসার ছন্দে।এই ভালোবাসার মরশুমে সমস্ত অডিও প্ল্যাটফর্ম এই শোনা যাবে মিষ্টি প্রেমের গান”পাশবালিশ”।
